ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

দেখে নিন রানওয়েটি, যেখানে ঝড়েছে ৫০টি প্রাণ(ভিডিও)


গো নিউজ২৪ | ইমতিয়াজ আমিন, নিউজ রুম এডিটর: প্রকাশিত: মার্চ ১৪, ২০১৮, ০৫:২১ পিএম আপডেট: মার্চ ১৪, ২০১৮, ১১:৪৭ এএম
দেখে নিন রানওয়েটি, যেখানে ঝড়েছে ৫০টি প্রাণ(ভিডিও)

ঢাকা : গত সোমবার (১২ মার্চ) নেপালের রাজধানী কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে বিধ্বস্ত হয় বাংলাদেশের বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলার একটি বিমান।

এঘটনায় বিমানটিতে থাকা যাত্রী, ক্রু সহ ৫০জন নিহত হন। ৭২ আরোহীর মধ্যে বাকিরা আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নিহতদের মধ্যে বাংলাদেশের রয়েছেন ২৬ জন। একজন চীনা নাগরিক, একজন মালদ্বীপের এবং বাকিরা নেপালের নাগরিক।

বলা হচ্ছে বিমানটি বিধ্বস্তের পেছনে ত্রিভুবনের এয়ার কন্ট্রোল কর্মকর্তাদের গাফেলতি রয়েছে। বিমান অবতরণে তাদের ভুল নির্দেশনার কারণে এই দুর্ঘটনা ঘটেছে। তাদের নির্দেশনার একটি অডিও টেপ ইতোমধ্যে সামনে এসেছে। তবে বিমানের ব্লাকবক্স উদ্ধার করা হয়েছে সেটি তদন্তের পরই আসল রহস্য জানা যাবে।

এদিকে নেপালের একমাত্র ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরটি বিশ্বের ঝুকিপূর্ণ বিমানবন্দরগুলোর মধ্যে অন্যতম। চারদিকে পাহাড় ঘেরা হওয়ায় সেখানে অবতরণের জন্য পাইলটদের আলাদা ট্রেনিংয়ের প্রয়োজন পরে বলেও জানা গেছে।  

বিমানবন্দরটি শহরের কেন্দ্রস্থল থেকে ছয় কিলোমিটার দুরে কাঠমান্ডু উপত্যকায় অবস্থিত। এটি নেপালের একমাত্র আন্তর্জাতিক বিমানবন্দর এবং ১৯৪৯ সাল থেকে একটি বিমানঘাঁটি হিসেবে কাজ করেছে।

রাজা মহেন্দ্র ১৯৫৫ সালে বিমানবন্দরটি উদ্বোধন করেন এবং ১৯৬৪ সালে বর্তমান নামে পরিচিত হয়। শুরুতে এটি ঘাসের রানওয়ে ছিল, ১৯৫৭ সালে কংক্রিটের আস্তারন স্থাপন করা হয় এবং বেশ কয়েকবার সম্প্রসারণ করা হয়। ত্রিভুবনে প্রথম জেট বিমান নামে ১৯৬৭ সালে এবং জেট বিমান নিয়মিত পরিচালনা শুরু হয় ১৯৭২ সালে।

এই বিমান বন্দরে একটি অভ্যন্তরীণ এবং একটি আন্তজাতিক টার্মিনাল আছে। বর্তমানে, এশিয়া, মধ্যপ্রাচ্যের পায় ৩০টি আন্তর্জাতিক বিমানপরিসেবা নেপালকে সংযুক্ত করেছে এবং কয়েকটি নেপাল এয়ারলাইন্সের হাব হিসাবে ব্যবহৃত হচ্ছে।

২০০১ সালে, নেপাল এয়ারলাইন্স তাদের ফ্রাঙ্কফুর্ট এবং লন্ডন ফ্লাইট স্থগিত করে, যার ফলে ইউরোপের সাথে নেপালের সরাসরি যোগাযোগ বিচ্ছিন্ন হয়। সম্প্রতি, টার্কিশ এয়ারলাইন্স ইস্তানবুল থেকে কাঠমান্ডু সরাসরি ফ্লাইট চালু করেছে এবং এর মাধ্যমে নেপালের সাথে ইউরোপ মহাদেশের সরাসরি যোগাযোগ পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে।

বিশ্বের দুর্ঘটনা প্রবণ বিমানবন্দরগুলোর মধ্যে ত্রিভুবন বিমানবন্দর অন্যতম। বিমানবন্দরটিতে প্রথমবারের মতো আন্তর্জাতিক কোনো বিমান অবতরণের পর থেকে এ পর্যন্ত ৭০টিরও বেশি দুর্ঘটনা ঘটেছে। পাহাড় ঘেরা হওয়ায় বিমানবন্দরটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ।

দেখে নিন যে রানওয়েতে বিধ্বস্ত হয়েছে ইউএস-বাংলার বিমানটি...

 

গো নিউজ২৪/আই

এক্সক্লুসিভ বিভাগের আরো খবর
যারা ব্যাংক থেকে লোন নিয়ে বিয়ে করতে চান, তাদের যে বিষয়গুলো জেনে রাখা দরকার

যারা ব্যাংক থেকে লোন নিয়ে বিয়ে করতে চান, তাদের যে বিষয়গুলো জেনে রাখা দরকার

নিরাপদ বিনিয়োগের অপর নাম সঞ্চয়পত্র, কোনটি কিনতে কী কাগজপত্র লাগে

নিরাপদ বিনিয়োগের অপর নাম সঞ্চয়পত্র, কোনটি কিনতে কী কাগজপত্র লাগে

ঢাকা শহরে সব কাজই করেন মেয়র, এমপির কাজটা কী

ঢাকা শহরে সব কাজই করেন মেয়র, এমপির কাজটা কী

নতুন আয়কর আইনে একগুচ্ছ পরিবর্তন

নতুন আয়কর আইনে একগুচ্ছ পরিবর্তন

দলিলের নকলসহ মূল দলিল পেতে আর ভোগান্তি থাকবে না

দলিলের নকলসহ মূল দলিল পেতে আর ভোগান্তি থাকবে না

ডিপিএস, সঞ্চয়পত্র, ব্যাংক আমানতকারীদের আয়কর রিটার্ন নিয়ে যা জানা জরুরী

ডিপিএস, সঞ্চয়পত্র, ব্যাংক আমানতকারীদের আয়কর রিটার্ন নিয়ে যা জানা জরুরী