ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

লন্ডন পুলিশের জেরার মুখে তারেক!


গো নিউজ২৪ | নিজস্ব প্রতিবেদক: প্রকাশিত: ফেব্রুয়ারি ২৩, ২০১৮, ০৩:০১ পিএম আপডেট: ফেব্রুয়ারি ২৩, ২০১৮, ০৯:০২ এএম
লন্ডন পুলিশের জেরার মুখে তারেক!

ঢাকা : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানকে জিজ্ঞাসাবাদ করেছে লন্ডন পুলিশ। গত ৭ ফেব্রুয়ারি খালেদার রায়ের আগের দিন লন্ডনে বাংলাদেশ দূতাবাসে হামলার ঘটনায় তাকে জিজ্ঞাসাবাদ করা হয় বলে জানা গেছে।

শুক্রবার একটি নিউজ পোর্টালে এরকম খবর প্রকাশিত হয়েছে। তবে এর সত্য-মিথ্যা যাচাই করা যায়নি।

প্রকাশিত খবলে বলা হয়েছে, বৃহস্পতিবার লন্ডনে নিজ বাসায় জিঙ্গাসাবাদের মুখোমুখি হয়েছেন তারেক রহমান। লন্ডন পুলিশ এবং স্কটল্যান্ড ইয়ার্ডের পাঁচ সদস্যের একটি দল তারেক জিয়াকে তাঁর বাসভবনে জিঙ্গাসাবাদ করে। এসময় তারেক লন্ডনে বাংলাদেশ দূতাবাস হামলার সঙ্গে তাঁর সংশ্লিষ্টতার অভিযোগ অস্বীকার করেছেন। 

তারেক বলেছেন, হামলার অভিযোগে যাদের আটক করা হয়েছিল, তাদের কাউকেই তিনি চেনেন না। তবে  ঘটনাটি অনভিপ্রেত বলে উল্লেখ করেছেন তিনি।

তিনি বলেন, এটা হওয়া উচিত হয়নি। যারাই এটা ঘটিয়েছে অন্যায় করেছে। লন্ডনে রাজনৈতিক আশ্রয়ে থাকা এই নেতা বলেন, লন্ডন বিএনপি আনুষ্ঠানিক ভাবে ঘটনার জন্য দু:খ প্রকাশ করেছে। আমিও দু:খিত। জিঙ্গাসাবাদে জানতে চাওয়া হয়, দূতাবাস ঘেরাও এর কর্মসূচির পরিকল্পনা কার ছিল। জবাবে তারেক বলেছে, আমি কর্মসূচি দিয়েছিলাম দূতাবাসে স্মারকলিপি প্রদান। সেখানে দূতাবাস কর্মকর্তারা খারাপ ব্যবহার করায় এরকম পরিস্থিতি সৃষ্টি হয়েছে। 

 

গো নিউজ২৪/আই

এক্সক্লুসিভ বিভাগের আরো খবর
যারা ব্যাংক থেকে লোন নিয়ে বিয়ে করতে চান, তাদের যে বিষয়গুলো জেনে রাখা দরকার

যারা ব্যাংক থেকে লোন নিয়ে বিয়ে করতে চান, তাদের যে বিষয়গুলো জেনে রাখা দরকার

নিরাপদ বিনিয়োগের অপর নাম সঞ্চয়পত্র, কোনটি কিনতে কী কাগজপত্র লাগে

নিরাপদ বিনিয়োগের অপর নাম সঞ্চয়পত্র, কোনটি কিনতে কী কাগজপত্র লাগে

ঢাকা শহরে সব কাজই করেন মেয়র, এমপির কাজটা কী

ঢাকা শহরে সব কাজই করেন মেয়র, এমপির কাজটা কী

নতুন আয়কর আইনে একগুচ্ছ পরিবর্তন

নতুন আয়কর আইনে একগুচ্ছ পরিবর্তন

দলিলের নকলসহ মূল দলিল পেতে আর ভোগান্তি থাকবে না

দলিলের নকলসহ মূল দলিল পেতে আর ভোগান্তি থাকবে না

ডিপিএস, সঞ্চয়পত্র, ব্যাংক আমানতকারীদের আয়কর রিটার্ন নিয়ে যা জানা জরুরী

ডিপিএস, সঞ্চয়পত্র, ব্যাংক আমানতকারীদের আয়কর রিটার্ন নিয়ে যা জানা জরুরী