ঢাকা বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

তারেকের হাতে বিএনপি থাকলে আ.লীগ চিন্তামুক্ত


গো নিউজ২৪ | নিজস্ব প্রতিবেদক: প্রকাশিত: ফেব্রুয়ারি ২২, ২০১৮, ০৯:৫৪ পিএম
তারেকের হাতে বিএনপি থাকলে আ.লীগ চিন্তামুক্ত

ঢাকা : দুর্নীতি মামলায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কারাবন্দী হওয়ার পর তারেক রহমানকে ভারপ্রাপ্ত চেয়ারপারসন করা হয়। এর প্রেক্ষিতে আওয়ামী লীগের শীর্ষ নেতারা সমালোচনায় মুখর হয়ে ওঠেন। এমনকি প্রধানমন্ত্রী শেখ হাসিনাও তারেকের নেতৃত্ব নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন, বিএনপিতে কী যোগ্য লোক ছিলো না যে, একজন সাজাপ্রাপ্ত ফেরারী আসামীকে দায়িত্ব দেয়া হলো।

তবে এবার তারেক রহমানের বিষয়ে একটু ভিন্ন সুরে কথা বললেন আওয়ামী লীগের তুলনামুলক তরুণ নেতা দলটির সাংগঠনিক সম্পাদক ও জয়পুরহাট ২-আসনের সংসদ সদস্য আবু সাঈদ আল মাহমুদ স্বপন।
 
সম্প্রতি একটি অনলাইন নিউজ পোর্টালকে দেয়া একান্ত সাক্ষাতকারে তিনি অনেক কথাই বলেছেন। তবে এর মধ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানকে নিয়েও দু’চারটি কথা বলেছেন তিনি। 

তাকে প্রশ্ন করা হয়েছিলো বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় ১০ বছর কারাদণ্ড দিয়েছে। এই মামলার রায়ের প্রেক্ষিতে তাকে সাজার আওতায় আনতে সরকার কোন ব্যবস্থা গ্রহণ করবে কিনা?

উত্তরে তিনি বলেন, জনাব তারেক রহমানকে নিয়ে আমাদের বিশেষ কোন চিন্তা নেই। আইন সবার জন্য সমান এবং আইন তার নিজস্ব গতিতে চলবে। তাকে নিয়ে আপনারা চিন্তাগ্রস্থ, আওয়ামী লীগের সেই সময় নেই। তাছাড়া জনাব তারেক রহমান আওয়ামী লীগের অকৃত্রিম বন্ধু, তার হাতে যতদিন বিএনপি থাকবে ততদিন আমরা চিন্তামুক্ত।

তিনি আরও বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিচারের রায় নিয়ে আওয়ামী লীগের লাভ-ক্ষতির কোন হিসেব আমি করি না। এটি কোন রাজনৈতিক মামলা নয়। এটি একটি রাষ্ট্র অভিভাবকের অনৈতিক কর্মফলের রায়। আমি রাজনীতিবিদ হিসেবে এই রায়টি দুই ভাবে পর্যালোচনা করি।

এক. 
রাজনীতিবিদ হিসেবে এটি সকল দলের সকল রাজনীতিবিদদের জন্য কলঙ্কজনক। জনগণ বিশ্বাস স্থাপন করে রাজনীতিবিদের ভোট দিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব প্রদান করেন। জনগণের সেই বিশ্বাসের জায়গাটিতে আমরা প্রায়ই কুঠারাঘাত করি। বেগম জিয়া প্রজাতন্ত্রের নির্বাহী বিভাগের সর্বোচ্চ সম্মানিত পদে আসীন হয়ে এতিমের জন্য বরাদ্দকৃত টাকা নিজের সন্তানদের প্রদান করে চরম বিশ্বাসঘাতকতা করেছেন। রাজনীতিবিদ হিসেবে সকলের জন্য বিষয়টি লজ্জার।

দুই. 
এই রায়ে দেশ লাভবান হয়েছে। এ রায় সকল রাজনীতিবিদের জন্য একটি বড় বার্তা। জনগণের কৃপায় ক্ষমতায় বসে জনগণের টাকা নিজের টাকা মনে করলে এক দিন না একদিন বিচারের মুখোমুখি হতেই হবে। এটি দেশের জন্য মঙ্গলজনক।

গো নিউজ২৪/আই

এক্সক্লুসিভ বিভাগের আরো খবর
যারা ব্যাংক থেকে লোন নিয়ে বিয়ে করতে চান, তাদের যে বিষয়গুলো জেনে রাখা দরকার

যারা ব্যাংক থেকে লোন নিয়ে বিয়ে করতে চান, তাদের যে বিষয়গুলো জেনে রাখা দরকার

নিরাপদ বিনিয়োগের অপর নাম সঞ্চয়পত্র, কোনটি কিনতে কী কাগজপত্র লাগে

নিরাপদ বিনিয়োগের অপর নাম সঞ্চয়পত্র, কোনটি কিনতে কী কাগজপত্র লাগে

ঢাকা শহরে সব কাজই করেন মেয়র, এমপির কাজটা কী

ঢাকা শহরে সব কাজই করেন মেয়র, এমপির কাজটা কী

নতুন আয়কর আইনে একগুচ্ছ পরিবর্তন

নতুন আয়কর আইনে একগুচ্ছ পরিবর্তন

দলিলের নকলসহ মূল দলিল পেতে আর ভোগান্তি থাকবে না

দলিলের নকলসহ মূল দলিল পেতে আর ভোগান্তি থাকবে না

ডিপিএস, সঞ্চয়পত্র, ব্যাংক আমানতকারীদের আয়কর রিটার্ন নিয়ে যা জানা জরুরী

ডিপিএস, সঞ্চয়পত্র, ব্যাংক আমানতকারীদের আয়কর রিটার্ন নিয়ে যা জানা জরুরী