ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

চীন পাখিদের জন্য ‘বিমানবন্দর’ বানাচ্ছে 


গো নিউজ২৪ | গো নিউজ ডেস্ক প্রকাশিত: মার্চ ৪, ২০১৭, ০৮:২৭ পিএম
চীন পাখিদের জন্য ‘বিমানবন্দর’ বানাচ্ছে 

ডেস্ক: পরিযায়ী পাখিরা যেন দীর্ঘপথ পাড়ি দেয়ার ফাঁকে বিশ্রাম নিতে পারে সেজন্য এই ‘বিমানবন্দর’ তথা অভয়ারণ্য তৈরি করবে চীন৷ সম্প্রতি এই অভয়ারণ্যের নকশা প্রকাশ করা হয়েছে৷

বিশ্রামাগার:
চীনের বন্দরনগরী তিয়ানজিনে পরিযায়ী পাখিদের জন্য অভয়ারণ্য তৈরি করা হচ্ছে৷ অঞ্চলটি ‘ইস্ট এশিয়ান-অস্ট্রেলেশিয়ান ফ্লাইওয়ে’র মধ্যে অবস্থিত৷ পরিযায়ী পাখিরা বিশ্বের যে নয়টি ফ্লাইওয়ে ব্যবহার করে, এটি তার একটি৷ প্রতিবছর ৫০ মিলিয়ন পরিযায়ী পাখি এই ফ্লাইওয়ে 

বলা হচ্ছে, এটি হবে পাখিদের জন্য তৈরি বিশ্বের প্রথম বিমানবন্দর৷ একটুখানি কল্পনার আশ্রয় নিয়ে উপরের নকশাটি দেখলে বুঝতে পারবেন, পাখিদের জন্য টেক অফ আর ল্যান্ডিংয়ের ব্যবস্থা রাখা হচ্ছে সেখানে৷ প্রায় ৫০ প্রজাতির (যাদের কয়েকটি বিলুপ্তির মুখে) পরিযায়ী জলচর পাখি সেখানে আশ্রয় নেবে বলে আশা করা হচ্ছে৷
পাখিদের জন্য আবাসস্থল

অভয়ারণ্যটি ৬১ হেক্টর জায়গার উপর গড়ে তোলা হবে৷ সেখানে পাখিদের আশ্রয় নেয়ার জন্য বেশ কিছু ব্যবস্থা রাখা হবে৷ পাখিগুলো প্রধানত জলচর হওয়ায় সেখানে থাকবে লেক, থাকবে ঘাসের মতো ছোট উদ্ভিদের সমারোহ ইত্যাদি৷ এছাড়া প্রায় ২০ হেক্টর এলাকা জুড়ে থাকবে বন৷

টারমিনাল:
যেহেতু বিমানবন্দর তাই টারমিনালতো থাকবেই৷ কিন্তু সেখানে থাকবে না কোনো চেক-ইন কাউন্টার বা ডিউটি-ফ্রি শপ৷ এর পরিবর্তে ‘লিনগাঙ বার্ড স্যাংচুয়ারি’র টার্মিনাল থেকে পর্যটকরা পাখি দেখতে পারবেন৷

গবেষণা কেন্দ্র:
‘ওয়াটার প্যাভিলিয়ন’ নামে একটি গবেষণা কেন্দ্র থাকবে ওই অভয়ারণ্যে৷ এর মাধ্যমে পাখি বিষয়ক গবেষণায় নিজের নাম প্রতিষ্ঠা করতে চায় চীন৷ এছাড়া সেখানে হাঁটা ও সাইকেল চালানোর পথও তৈরি করা হবে৷

পরিকল্পনা অনুযায়ী কাজ এগোলে ২০১৮ সালে অভয়ারণ্য প্রতিষ্ঠার কাজ শেষ হবে বলে আশা করা হচ্ছে৷ 
সূত্র: ডিডাব্লিউ

গোনিউজ২৪/এম

এক্সক্লুসিভ বিভাগের আরো খবর
যারা ব্যাংক থেকে লোন নিয়ে বিয়ে করতে চান, তাদের যে বিষয়গুলো জেনে রাখা দরকার

যারা ব্যাংক থেকে লোন নিয়ে বিয়ে করতে চান, তাদের যে বিষয়গুলো জেনে রাখা দরকার

নিরাপদ বিনিয়োগের অপর নাম সঞ্চয়পত্র, কোনটি কিনতে কী কাগজপত্র লাগে

নিরাপদ বিনিয়োগের অপর নাম সঞ্চয়পত্র, কোনটি কিনতে কী কাগজপত্র লাগে

ঢাকা শহরে সব কাজই করেন মেয়র, এমপির কাজটা কী

ঢাকা শহরে সব কাজই করেন মেয়র, এমপির কাজটা কী

নতুন আয়কর আইনে একগুচ্ছ পরিবর্তন

নতুন আয়কর আইনে একগুচ্ছ পরিবর্তন

দলিলের নকলসহ মূল দলিল পেতে আর ভোগান্তি থাকবে না

দলিলের নকলসহ মূল দলিল পেতে আর ভোগান্তি থাকবে না

ডিপিএস, সঞ্চয়পত্র, ব্যাংক আমানতকারীদের আয়কর রিটার্ন নিয়ে যা জানা জরুরী

ডিপিএস, সঞ্চয়পত্র, ব্যাংক আমানতকারীদের আয়কর রিটার্ন নিয়ে যা জানা জরুরী