ঢাকা মঙ্গলবার, ০৩ অক্টোবর, ২০২৩, ১৮ আশ্বিন ১৪৩০

শোক দিবসে ১০ ভিক্ষুক পেলেন পণ্যসহ দোকানঘর উপহার


গো নিউজ২৪ | গোনিউজ২৪ ডেস্ক প্রকাশিত: আগস্ট ১৫, ২০২৩, ০৩:৩০ পিএম আপডেট: আগস্ট ১৫, ২০২৩, ০৯:৩০ এএম
শোক দিবসে ১০ ভিক্ষুক  পেলেন পণ্যসহ দোকানঘর উপহার

ভিক্ষুকদের বিকল্প কর্মসংস্থান ও পুনর্বাসন করার লক্ষ্যে বগুড়ায় ১০ ভিক্ষুককে পণ্যসহ মনোহারি দোকানঘর উপহার দেওয়া হয়েছে।

জাতীয় শোকদিবস উপলক্ষে মঙ্গলবার (১৫ আগস্ট) দুপুর ১২টার দিকে বগুড়া জিলা স্কুল প্রাঙ্গণে জেলা সমাজসেবা অধিদপ্তর এ আয়োজন করে।

কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে দোকানঘরগুলো হস্তান্তর করেন বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য রাগেবুল আহসান রিপু।

জেলা সমাজসেবা অধিদপ্তর সূত্র জানায়, ভিক্ষাবৃত্তিকে নিরুৎসাহিত করতে সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে এ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। চলতি বছর মোট ২৭ জন ভিক্ষুককে পুনর্বাসন করা হবে। এর মধ্যে জাতীয় শোক দিবস উপলক্ষে ১০ জনকে দোকানঘরের ব্যবস্থা করে দেওয়া হয়।

উপকারভোগীরা হলেন সদরের শেরে বাংলা নগরের নাজমা বেগম, মালগ্রাম দক্ষিণপাড়ার ফজর আলী, পূর্ব গোদারপাড়ার মমিন হোসেন, আকাশতারার হারুনুর রশিদ, জয়পুরপাড়ার আরিফুল ইসলাম, নামুজা আদর্শপাড়ার বাবুল মোল্লা, গাবতলী উপজেলার লাংলুহাটের জাহিদুল ইসলাম, জয়ভোগা গ্রামের আছমা, শাজাহানপুরের রানীরহাটের ঈমান আলী ও কামারপাড়ার আব্দুল জলিল।

ভিক্ষুক পুনর্বাসন কর্মসূচি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বগুড়া জেলা প্রশাসক সাইফুল ইসলাম। জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক আবু সাইদ কাওছার রহমানের ব্যবস্থাপনায় বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী, জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান মজনু, বীর মুক্তিযোদ্ধা ও জেলার সাবেক কমান্ডার রুহুল আমিন বাবলু।

গোনিউজ২৪/আর এ জে

এক্সক্লুসিভ বিভাগের আরো খবর
কেউ ৬০ বিঘার অতিরিক্ত জমির মালিক হতে পারবেন না, বেশি হলেই সেটা সরকারের

কেউ ৬০ বিঘার অতিরিক্ত জমির মালিক হতে পারবেন না, বেশি হলেই সেটা সরকারের

৩৬ বার ফেল করেও বিসিএস ক্যাডার

৩৬ বার ফেল করেও বিসিএস ক্যাডার

সর্বজনীন পেনশনে কীভাবে আবেদন করবেন এবং কোনটায় কত লাভ?

সর্বজনীন পেনশনে কীভাবে আবেদন করবেন এবং কোনটায় কত লাভ?

শোক দিবসে ১০ ভিক্ষুক  পেলেন পণ্যসহ দোকানঘর উপহার

শোক দিবসে ১০ ভিক্ষুক পেলেন পণ্যসহ দোকানঘর উপহার

জমির দলিলে দাগ নম্বর ভুল হলে সংশোধনের উপায়

জমির দলিলে দাগ নম্বর ভুল হলে সংশোধনের উপায়

মৃত ঘোষণার পর বাড়ি ফেরার পথে নড়ে উঠল নবজাতক

মৃত ঘোষণার পর বাড়ি ফেরার পথে নড়ে উঠল নবজাতক