ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

‘ওই অধ্যক্ষ আমার মেয়ের সর্বনাশ করার চেষ্টা করেছে’


গো নিউজ২৪ | গোনিউজ২৪ ডেস্ক প্রকাশিত: মে ২৮, ২০২৩, ০৪:১৭ পিএম আপডেট: মে ২৯, ২০২৩, ০৯:১৭ এএম
‘ওই অধ্যক্ষ আমার মেয়ের সর্বনাশ করার চেষ্টা করেছে’

ধর্ষণচেষ্টা মামলায় ঢাকার ধামরাইয়ের সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ খায়রুল আনাম খন্দকারকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার তাকে আদালতে তোলা হয়েছে।

এর আগে সপ্তম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে ভুক্তভোগী ছাত্রীর মা বাদী হয়ে থানায় মামলা করেন। খায়রুল আনাম টাঙ্গাইলের আকুর টাকুর পাড়া তালতলা গ্রামের নজরুল ইসলাম খানের ছেলে।

মামলা সূত্রে জানা গেছে, ভুক্তভোগী ছাত্রী বান্ধবীদের সঙ্গে ওই শিক্ষাপ্রতিষ্ঠানে যায়। এ সময় ভারপ্রাপ্ত অধ্যক্ষ খায়রুল আনাম তাদের কক্ষে ডেকে এনে বান্ধবীদের চলে যেতে বলে। ভুক্তভোগীকে একা পেয়ে খায়রুল আনাম তাকে ধর্ষণের চেষ্টা করে। পরে ভুক্তভোগী ছাত্রী চিৎকার করলে তাকে ছেড়ে দেয়।

বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা খায়রুল আনামকে শনিবার তার কক্ষে অবরুদ্ধ করে রাখেন। পরে কাওয়ালীপাড়া বাজার পুলিশ ফাঁড়ির এসআই আলামিন ওই অধ্যক্ষকে আটক করে ধামরাই থানায় নিয়ে আসেন। এ ঘটনায় ওই অধ্যক্ষের বিরুদ্ধে মামলা করেন ভুক্তভোগী ছাত্রীর মা।

ওই স্কুল ছাত্রীর মা বলেন, ‘ওই অধ্যক্ষ আমার মেয়ের সর্বনাশ করার চেষ্টা করেছে। আমি তার উপযুক্ত শাস্তি চাই।’

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ বলেন, এ ঘটনায় ভুক্তভোগী ওই স্কুল ছাত্রীর মা মামলা করেছেন। ওই শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে তোলা হয়েছে।

গোনিউজ২৪/আর এ জে

এক্সক্লুসিভ বিভাগের আরো খবর
যারা ব্যাংক থেকে লোন নিয়ে বিয়ে করতে চান, তাদের যে বিষয়গুলো জেনে রাখা দরকার

যারা ব্যাংক থেকে লোন নিয়ে বিয়ে করতে চান, তাদের যে বিষয়গুলো জেনে রাখা দরকার

নিরাপদ বিনিয়োগের অপর নাম সঞ্চয়পত্র, কোনটি কিনতে কী কাগজপত্র লাগে

নিরাপদ বিনিয়োগের অপর নাম সঞ্চয়পত্র, কোনটি কিনতে কী কাগজপত্র লাগে

ঢাকা শহরে সব কাজই করেন মেয়র, এমপির কাজটা কী

ঢাকা শহরে সব কাজই করেন মেয়র, এমপির কাজটা কী

নতুন আয়কর আইনে একগুচ্ছ পরিবর্তন

নতুন আয়কর আইনে একগুচ্ছ পরিবর্তন

দলিলের নকলসহ মূল দলিল পেতে আর ভোগান্তি থাকবে না

দলিলের নকলসহ মূল দলিল পেতে আর ভোগান্তি থাকবে না

ডিপিএস, সঞ্চয়পত্র, ব্যাংক আমানতকারীদের আয়কর রিটার্ন নিয়ে যা জানা জরুরী

ডিপিএস, সঞ্চয়পত্র, ব্যাংক আমানতকারীদের আয়কর রিটার্ন নিয়ে যা জানা জরুরী