ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

নিজের রেকর্ড নিজেই ভাঙলেন


গো নিউজ২৪ | বিনোদন ডেস্ক প্রকাশিত: জানুয়ারি ২১, ২০২১, ১০:৫১ এএম আপডেট: জানুয়ারি ২১, ২০২১, ১০:৫২ এএম
নিজের রেকর্ড নিজেই ভাঙলেন

সময়ের ব্যস্ততম অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। ‘এক্সচেঞ্জ’ নাটকে সাবিলা নূরের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেন তিনি। রুবেল হোসেন পরিচালিত নাটকটি গত ২৩ নভেম্বর সিএমভির ইউটিউব চ্যানেলে মুক্তি পায়। মুক্তির ৫৩ দিনের (১৫ জানুয়ারি) মধ্যে নাটকটি কোটি ভিউয়ের মাইলফলক স্পর্শ করেছে। সিএমভির দাবি—বাংলাদেশের নাটকের ইতিহাসে দ্রুততম ভিউয়ের বিচারে নাটকটির অবস্থান দ্বিতীয়।

ক’মাস আগে একই অবস্থানে ছিল সিএমভি প্রযোজিত ও অপূর্ব-মেহজাবিন চৌধুরী অভিনীত নাটক ‘মিস্টার অ্যান্ড মিস চাপাবাজ’। এ নাটকও পরিচালনা করেন রুবেল হোসেন। ইউটিউবে মুক্তির ৭৩ দিনের মাথায় এক কোটি ভিউ অতিক্রম করে এটি। এরপরই মাত্র ৫৩ দিনে ‘এক্সচেঞ্জ’ অতিক্রম করে ‘মিস্টার এন্ড মিস চাপাবাজ’ নাটকটি। ফলে তৃতীয় অবস্থানে নেমে আসে ‘চাপাবাজ’ নাটকটি। অন্যদিকে প্রথম অবস্থানে রয়েছে অপূর্ব-মেহজাবিন অভিনীত আরিয়ানের ‘বড় ছেলে’ নাটকটি। এটি ৩৩ দিনে অতিক্রম করে কোটি ভিউয়ের ক্লাব।

জানা যায়, দ্রুততম কোটি ভিউয়ের প্রথম ৪টি নাটকই জিয়াউল ফারুক অপূর্ব অভিনীত! এ অভিনেতা বলেন—সবই সৃষ্টিকর্তার ইচ্ছা আর দর্শকদের ভালোবাসার প্রতিচ্ছবি, আর কিছুই না। তা না হলে, দ্রুততম প্রথম ৪টি নাটকই কেন আমার হবে! আমি বা আমরা শিল্পীরা বরাবরই চেষ্টা করি দর্শকদের পছন্দকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করার। আমি অন্তত তাই করেছি! যতদিন অভিনয় করব, সেটাই করে যাব। কারণ দর্শকরাই পারেন আমাদের বাঁচিয়ে রাখতে অথবা মেরে ফেলতে। ফলে তাদের চাওয়া-পাওয়াটাই আমার কাছে সবার আগে। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি নতুন রেকর্ডটির সঙ্গে যুক্ত সবার প্রতি।

এদিকে ‘এক্সচেঞ্জ’ নাটকে অপূর্বর বিপরীতে অভিনয় করেন সাবিলা নূর। এটি তার ক্যারিয়ারে প্রথম নাটক, যা কোটি ভিউয়ের মাইলফলক স্পর্শ করেছে। বিষয়টি উল্লেখ করে সাবিলা নূর বলেন—আমার ক্যারিয়ারে এটাই প্রথম কোটি ভিউ! সে হিসেবে একটু বেশি খুশি লাগছে। সেই খুশির পালে বাতাস লাগলো তখন, যখন জানলাম, এটি দ্রুততম সময়ের মধ্যে কোটি ভিউ হওয়া দ্বিতীয় নাটক! কৃতজ্ঞতা জানাই আমার নির্মাতা, সহশিল্পী আর প্রযোজনা প্রতিষ্ঠানের প্রতি। এই অর্জন পুরো টিমের।

খুব কম সময়ের ব্যবধানে সিএমভির দুটি নাটক (‘চাপাবাজ’ ও ‘এক্সচেঞ্জ’) দ্রুততম কোটি ভিউয়ের ক্লাবে ঢুকেছে। এ বিষয়ে প্রতিষ্ঠানটির প্রধান এসকে সাহেদ আলী পাপ্পু বলেন—ভিউয়ের প্রধান কৃতিত্ব দর্শকদের। যারা আমাদের ব্যানার ও ইউটিউব চ্যানেলের প্রতি আস্থা রেখে চলেছেন। আর আমরা যেটা করেছি, সবসময়ই দর্শকদের মানসম্মত কনটেন্ট দেওয়ার চেষ্টা করেছি। সস্তা জনপ্রিয়তা বা দর্শকদের ফাঁকি দেওয়ার চেষ্টা করিনি। তারই ফলাফল এসব অর্জন। সবার ভালোবাসা ও দোয়া নিয়ে আমরা এভাবেই এগিয়ে যতে চাই।

গোনিউজ২৪/আই

বিনোদন বিভাগের আরো খবর
বুকটা ফেটে যায় কষ্টে: মাহিয়া মাহি

বুকটা ফেটে যায় কষ্টে: মাহিয়া মাহি

সংরক্ষিত নারী আসনে এমপি হতে মরিয়া যেসব অভিনেত্রী

সংরক্ষিত নারী আসনে এমপি হতে মরিয়া যেসব অভিনেত্রী

পরকীয়া এবং ফাঁদে পড়া নিয়ে মুখ খুললেন অপু বিশ্বাস

পরকীয়া এবং ফাঁদে পড়া নিয়ে মুখ খুললেন অপু বিশ্বাস

দেড় মাসে ওজন অনেকটা কমিয়ে ফেলেছেন শাবনূর

দেড় মাসে ওজন অনেকটা কমিয়ে ফেলেছেন শাবনূর

এই ফিটনেসে ভক্তদের খুশি করাতে পারবেন শাবনূর?

এই ফিটনেসে ভক্তদের খুশি করাতে পারবেন শাবনূর?

কাজ নেই অথচ ঘন ঘন বিদেশ ভ্রমণ, এতো টাকা কোথায় পান এই অভিনেত্রী

কাজ নেই অথচ ঘন ঘন বিদেশ ভ্রমণ, এতো টাকা কোথায় পান এই অভিনেত্রী