ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মেয়ের বোরকা বিতর্কে এবার মুখ খুললেন এআর রাহমান


গো নিউজ২৪ | নিউজ ডেস্ক: প্রকাশিত: ফেব্রুয়ারি ২২, ২০২০, ০৪:৪১ পিএম আপডেট: ফেব্রুয়ারি ২২, ২০২০, ১০:৪১ এএম
মেয়ের বোরকা বিতর্কে এবার মুখ খুললেন এআর রাহমান

বলিউডের অস্কারজয়ী সংগীত পরিচালক এআর রহমানের মেয়ে খাতিজা রহমানের বোরকা পরা নিয়ে সমালোচনার ঝড় থামছেই না। খাতিজার বোরকা পরা নিয়ে কটাক্ষ করেছিলেন বাংলাদেশের নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন। তার সমালোচনায় এবার মুখ খুলেছেন ভারতের জনপ্রিয় এই সংগীতশিল্পী।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, তসলিমার নাম উল্লেখ না করে অস্কারজয়ী এ আর রাহমান বলেছেন, ‘নানা ভাষা, নানা মত, নানা পোশাকের দেশ ভারত। স্বাধীন দেশের নাগরিক হিসেবে সবাই স্বাধীনভাবে খেতে-পরতে-চলতে পারেন। আমার মেয়েও তাই। তারপরেও গত একবছর ধরে ওর বোরকা পরা নিয়ে বিতর্ক চলছে। ও কিন্তু নিজের ইচ্ছেয় এই পোশাক পরে।’

তিনি আরও বলেন, ‘আমাদের থেকেই উত্তরাধিকার সূত্রে ধর্ম-সংস্কৃতি-ঐতিহ্য পেয়েছে খাতিজা। এগুলো ওর রক্তে মেশা। ফলে জোর করে নয়, স্ব-ইচ্ছায় খাতিজা বেছে নিয়েছেন এই পোশাক। আমরা কেউ ওকে জোর করিনি। এটা বোধহয় সবাই জানেন না, বোরকা শুধু ধর্মের বা জাতির প্রতীক নয়। দেশের সংস্কৃতিরও প্রতীক। যা আমার মেয়ে নিজের ইচ্ছেতে গায়ে তুলেছে। তারপরেও কেন এটি নিয়ে এত সমালোচনা!’

গত ১১ ফেব্রুয়ারি এআর রহমানের মেয়ে খাতিজার বোরকা পরা একটি ছবি নিজের টুইটারে পোস্ট করেন তসলিমা। সেখানেই তার সমালোচনা করেন তিনি।                 

টুইটে তসলিমা লিখেছেন, ‘আমি এআর রহমানের সংগীতকে ভালোবাসি। তবে যখনই আমি তার প্রিয় মেয়েকে দেখি, তখন আমার দম বন্ধ হয়ে যায়। এটি সত্যি হতাশাজনক, একটি সাংস্কৃতিক পরিবার শিক্ষিত নারীর চিন্তাধারাও এত সহজে কীভাবে পরিবর্তন করতে পারে।’

পরে তসলিমা নাসরিনের সমালোচনার জবাব দিয়েছেন খাতিজা। নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে তিনি লিখেছেন, ‘এক বছরও পার হয়নি, আবার এই বিষয়টি ঘুরে এলো। এরই মধ্যে দেশে অনেক কিছু ঘটে গেছে। সেসব নিয়ে কথা বলুন। একজন নারী কী পরতে চান, তাকেই গুরুত্ব দেন সবাই। প্রতিবার এই ইস্যুটি সামনে এলেই অনেক কিছু বলার থাকে। আমি যা করছি বা পরছি, তার জন্য আমি খুশি ও গর্বিত।’

বাংলাদেশি লেখিকার সমালোচনার জবাবে খাতিজা আরও লিখেন, ‘আমাকে যারা আমার মতো করে গ্রহণ করেছেন, তাদের আবারও ধন্যবাদ। আমার কাজই কথা বলবে। প্রিয় তসলিমা নাসরিন, আমার পোশাকের জন্য আপনি শ্বাসরুদ্ধ বোধ করছেন, এতে আমি দুঃখিত। অনুগ্রহ করে তাজা বাতাস নিন। কারণ আমি আদৌ সাফোকেটেড অনুভব করছি না, বরং যা করছি, তার জন্য গর্বিত। নারীবাদের প্রকৃত অর্থ কী, তা গুগলে একবার দেখে নিন।’

তবে খাতিজার পোস্টের পরেও তসলিমা নাসরিন বোরকা নিয়ে সমালোচনা অব্যাহত রাখেন। যদিও পরের টুইটগুলোতে খাতিজার নাম উল্লেখ করা হয়নি। তাকে ব্যঙ্গ করে তসলিমা লিখেছেন ‘বোরকাওয়ালিরা ক্ষমতাশালী। যুদ্ধ হলো শান্তি। স্বাধীনতা মানে দাসত্ব। অজ্ঞতাই শক্তি।’

গো নিউজ২৪/আই

বিনোদন বিভাগের আরো খবর
বুকটা ফেটে যায় কষ্টে: মাহিয়া মাহি

বুকটা ফেটে যায় কষ্টে: মাহিয়া মাহি

সংরক্ষিত নারী আসনে এমপি হতে মরিয়া যেসব অভিনেত্রী

সংরক্ষিত নারী আসনে এমপি হতে মরিয়া যেসব অভিনেত্রী

পরকীয়া এবং ফাঁদে পড়া নিয়ে মুখ খুললেন অপু বিশ্বাস

পরকীয়া এবং ফাঁদে পড়া নিয়ে মুখ খুললেন অপু বিশ্বাস

দেড় মাসে ওজন অনেকটা কমিয়ে ফেলেছেন শাবনূর

দেড় মাসে ওজন অনেকটা কমিয়ে ফেলেছেন শাবনূর

এই ফিটনেসে ভক্তদের খুশি করাতে পারবেন শাবনূর?

এই ফিটনেসে ভক্তদের খুশি করাতে পারবেন শাবনূর?

কাজ নেই অথচ ঘন ঘন বিদেশ ভ্রমণ, এতো টাকা কোথায় পান এই অভিনেত্রী

কাজ নেই অথচ ঘন ঘন বিদেশ ভ্রমণ, এতো টাকা কোথায় পান এই অভিনেত্রী