ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

‘পোকেমন: ডিটেকটিভ পিকাচু’ দেখা যাবে ঢাকার পর্দায়


গো নিউজ২৪ | বিনোদন ডেস্ক: প্রকাশিত: মে ১৫, ২০১৯, ০৮:৫৪ পিএম
‘পোকেমন: ডিটেকটিভ পিকাচু’ দেখা যাবে ঢাকার পর্দায়

পোকেমন। একটি গেমের নাম। এই নামটির সঙ্গে অনেকেই পরিচিত। এই গেম ভক্তদের জন্য খুশির খবর। পর্দায় আসছে তাদের প্রিয় গেম।

তবে গেম হিসেবে নয়, চলচ্চিত্ররূপে। ১০ মে আন্তর্জাতিকভাবে মুক্তি পেয়েছে কল্পরহস্যভিত্তিক ছবি ‘পোকেমন: ডিটেকটিভ পিকাচু’। ঢাকার স্টার সিনেপ্লেক্সে ছবিটি মুক্তি পাবে ১৭ মে।

ভিডিও গেম ডিটেকটিভ পিকাচু অবলম্বনে নির্মিত হয়েছে এ ছবি। পরিচালনা করেছেন রব লেটারম্যান। প্রধান চরিত্রে অভিনয় করেছেন রায়ান রেনল্ড। আরও রয়েছেন জাস্টিস স্মিথ, ক্যাথরিন নিউটন, সুকি ওয়াটারহাউজ প্রমুখ।

পোকেমন গেম ও অ্যানিমেশন সিরিজ বেশ জনপ্রিয় বিশ্বজুড়ে। এটি পোকেমন কোম্পানিরই একটি গেম। ২০১৬ সালে বাজারে আসে তাদের নতুন গেম ‘ডিটেকটিভ পিকাচু’। এটি বেশ জনপ্রিয়তা পায়। তখনই এই গেম নিয়ে চলচ্চিত্র নির্মাণের ঘোষণা দেয় পোকেমন। তাদের সঙ্গে ছবির প্রযোজনায় যুক্ত হয় ওয়ার্নার ব্রাদার্স পিকচার্স ও লিজেন্ডারি পিকচার্স।

পোকেমন ফ্রাঞ্চাইজির প্রথম লাইভ অ্যাকশন ছবি এটি। ছবিতে ডিটেকটিভ পিকাচু (রায়ান) জাস্টিন স্মিথকে সাহায্য করবেন তার মাকে খুঁজে পেতে। সেখানে ক্যাথরিন নিউটন থাকছেন সাহসী সাংবাদিক হিসেবে। আরও দেখা যাবে সুকি ওয়াটারহাউস, কেন ওয়াতানাবে ও বিল নিগিকে। যদিও ব্রিটিশ অভিনেত্রী ও সংগীতশিল্পী রিটা ওরা এ ছবিতে থাকছেন বলে সংবাদ প্রকাশ হয়েছিলো, কিন্তু শেষ পর্যন্ত তাকে নেওয়া হয়নি।

গত ৩ মে জাপানে মুক্তি পেয়েছে ‘পোকেমন: ডিটেকটিভ পিকাচু’। সেখানে ভালো সাড়া পেয়েছে ছবিটি। আশা করা হচ্ছে যুক্তরাষ্ট্রসহ অন্যান্য দেশেও দর্শকদের মন জয় করবে ছবিটি। এরইমধ্যে সমালোচকরা ছবিটি নিয়ে ইতিবাচক মন্তব্য করেছেন। রটেন টমেটোস, হলিউড রিপোর্টারের রেটিংয়েও ভালো অবস্থানে আছে। প্রকাশিত ট্রেলারগুলোও যথেষ্ট আগ্রহ তৈরি করেছে দর্শকদের। 

তবে বিশ্বজুড়ে চলমান অ্যাভেঞ্জার্স ঝড়ের মধ্যে অন্য ছবিগুলোর বক্স অফিস সাফল্য নিয়ে একটু চিন্তা তো রয়েছেই। যদিও ছবির পরিচালক বিষয়টিকে ভাবনায় নিতে রাজি নন। তার মতে, ‘‘দর্শক ঠিকই ভালো কিছুর সন্ধানে থাকে, অনেক কিছুর মধ্য থেকে ভালোটা বেছে নিতে চায়। ‘পোকেমন: ডিটেকটিভ পিকাচু’ দর্শকের আকর্ষণ তৈরিতে সক্ষম বলে আমার বিশ্বাস।’’

গো নিউজ২৪/জাবু

বিনোদন বিভাগের আরো খবর
বুকটা ফেটে যায় কষ্টে: মাহিয়া মাহি

বুকটা ফেটে যায় কষ্টে: মাহিয়া মাহি

সংরক্ষিত নারী আসনে এমপি হতে মরিয়া যেসব অভিনেত্রী

সংরক্ষিত নারী আসনে এমপি হতে মরিয়া যেসব অভিনেত্রী

পরকীয়া এবং ফাঁদে পড়া নিয়ে মুখ খুললেন অপু বিশ্বাস

পরকীয়া এবং ফাঁদে পড়া নিয়ে মুখ খুললেন অপু বিশ্বাস

দেড় মাসে ওজন অনেকটা কমিয়ে ফেলেছেন শাবনূর

দেড় মাসে ওজন অনেকটা কমিয়ে ফেলেছেন শাবনূর

এই ফিটনেসে ভক্তদের খুশি করাতে পারবেন শাবনূর?

এই ফিটনেসে ভক্তদের খুশি করাতে পারবেন শাবনূর?

কাজ নেই অথচ ঘন ঘন বিদেশ ভ্রমণ, এতো টাকা কোথায় পান এই অভিনেত্রী

কাজ নেই অথচ ঘন ঘন বিদেশ ভ্রমণ, এতো টাকা কোথায় পান এই অভিনেত্রী