ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ইফতারি বিক্রির পয়সায় সিনেমা হলের কর্মচারীদের ভাড়া!


গো নিউজ২৪ | বিনোদন প্রতিবেদক: প্রকাশিত: মে ১৫, ২০১৯, ০৮:০৩ পিএম
ইফতারি বিক্রির পয়সায় সিনেমা হলের কর্মচারীদের ভাড়া!

দেশীয় চলচ্চিত্রের অবস্থা খুবই নাজুক। তার উপর একের পর এক সিনেমা হল বন্ধ হয়ে যাচ্ছে। এমনতাবস্থায় হল মালিকরা দিশেহারা! কি করে চলবে তাদের এই সিনেমা ব্যবসা! কি করে দিবেন কর্মচারীদের বেতন! এ নিয়ে তাদের নানান দুশ্চিন্তায় দিন কাটাতে হচ্ছে। রোজায় সিনেমা হলে সাধারণত দর্শক থাকে না। সে সময় হল গুলোতে থাকে দর্শক সংকট। 

এদিকে জোনাকি সিনেমা হলে গিয়ে দেখা মিললো এক ভিন্ন চিত্রের। সিনেমায় দর্শক খরা চলছে, তাই তারা এই রমজানে মাসে ইফতারি বিক্রি করছেন। এর কারণ জানতে চাইলে জোনাকি হলের টিকেট কাউন্টার ম্যানেজার সুবোধ বাবু বলেন, ‘আমরা পুরাতন একটি ছবি প্রদর্শন করছি। যেহেতু শাকিব খানের ছবি দর্শক পছন্দ করেন। তাই শাকিব খানের পুরাতন একটি ছবিই আমরা চালাচ্ছি। যে পরিমাণ দর্শক সিনেমা হলে আসেন, তাতে আমাদের যে কয়জন স্টাফ আছে, তাদের যাওয়া-আসার ভাড়াও হয় না। তাই সিনেমা প্রদর্শনের পাশাপাশি আমরা ইফতার বিক্রি করছি সিনেমা হলে।’

জোনাকী সিনেমা হলে চলছে শাকিব খান অভিনীত চলচ্চিত্র ’লাস্ট টার্গেট’। আজাদ খান পরিচালিত এই ছবিতে শাকিব খান অভিনয় করেন নায়িকা কেয়ার সঙ্গে। গত শুক্রবার থেকে ছবিটি প্রদর্শন করা হচ্ছে, পাশাপাশি চলছে ইফতার বিক্রি।

তিন বছরে ধরে ইফতার বিক্রি করছেন জানিয়ে সুবোধ বাবু বলেন, ‘রোজায় শুধু আমাদের সিনেমা হল নয়, দেশের সব সিনেমা হলে দর্শক কম থাকে। সন্ধ্যায় ইফতার করার পর কিছুটা বিশ্রাম নেয় মানুষ। তারাবির নামাজের সময় সিনেমা হলে দর্শক একেবারেই আসেন না। আবার সিনেমা হল বন্ধ করলেও আমাদের লস, যে কারণে পুরাতন সিনেমা প্রদর্শন করছি। পাশাপাশি আমরা গত তিন বছর ধরেই এই ইফতার বিক্রি করছি। এতে করে বাড়তি কিছুটা টাকা আসে, যা দিয়ে আমাদের হাতখরচটা হয়ে যায়।’

স্বাস্থ্যসম্মত ইফতার দাবি করে সুবোধ বলেন, ’আমাদের সিনেমা হলে স্টাফদের ১২ জনের মধ্যে ১০ জনই মুসলমান। তাদের সবাই রোজা রাখেন। টিকেট বিক্রি না হলে অনেক সময় ইফতার কেনার টাকা থাকে না, যে কারণে তারা বাসা থেকে ইফতার নিয়ে আসতেন। আর বাসা থেকেই যেহেতু ইফতার আনা হচ্ছে, কিছু বেশি আনলে বিক্রি করা যায়। এই চিন্তা থেকে আমরা ইফতার বিক্রি শুরু করি। আর যেহেতু ঘরে তৈরি হচ্ছে ইফতার, তাই এটা শতভাগ স্বাস্থ্যসম্মত ইফতার।’

শুধু জোনাকী সিনেমা হল নয়, কাকরাইলে অবস্থিত রাজমনি সিনেমা হলেও একই দৃশ্যে চোখে পড়ে। খবর নিয়ে জানা যায়, ঢাকা বাইরে অধিকাংশ সিনেমা হলেই ইফতার বিক্রি করা হয়। পুরো রমজান মাসে তারা এভাবেই লোকসানের হাত থেকে বাঁচতে এভাবে প্রতিদিন ইফতারি বিক্রি করবেন।

গো নিউজ২৪/কাসা/আরআর

বিনোদন বিভাগের আরো খবর
বুকটা ফেটে যায় কষ্টে: মাহিয়া মাহি

বুকটা ফেটে যায় কষ্টে: মাহিয়া মাহি

সংরক্ষিত নারী আসনে এমপি হতে মরিয়া যেসব অভিনেত্রী

সংরক্ষিত নারী আসনে এমপি হতে মরিয়া যেসব অভিনেত্রী

পরকীয়া এবং ফাঁদে পড়া নিয়ে মুখ খুললেন অপু বিশ্বাস

পরকীয়া এবং ফাঁদে পড়া নিয়ে মুখ খুললেন অপু বিশ্বাস

দেড় মাসে ওজন অনেকটা কমিয়ে ফেলেছেন শাবনূর

দেড় মাসে ওজন অনেকটা কমিয়ে ফেলেছেন শাবনূর

এই ফিটনেসে ভক্তদের খুশি করাতে পারবেন শাবনূর?

এই ফিটনেসে ভক্তদের খুশি করাতে পারবেন শাবনূর?

কাজ নেই অথচ ঘন ঘন বিদেশ ভ্রমণ, এতো টাকা কোথায় পান এই অভিনেত্রী

কাজ নেই অথচ ঘন ঘন বিদেশ ভ্রমণ, এতো টাকা কোথায় পান এই অভিনেত্রী