ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

রাত ৩টায় প্রেক্ষাগৃহে ভিড়!


গো নিউজ২৪ | বিনোদন ডেস্ক: প্রকাশিত: এপ্রিল ৩০, ২০১৯, ১০:২৭ এএম আপডেট: এপ্রিল ৩০, ২০১৯, ১০:২৯ এএম
রাত ৩টায় প্রেক্ষাগৃহে ভিড়!

বর্তমানে হলিউড ছবি ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’ সিনেমার জ্বরে কাঁপছে বিশ্ব। গত শুক্রবার মুক্তি পেয়েছে সিনেমাটি। সুপারহিরোদের দেখতে দর্শক এতটাই উৎসাহী যে, প্রায় ২৪ ঘণ্টা শো টাইম রাখছেন হল মালিকেরা। এমনকি রাত ৩টা সময়ও থাকছে সিনেমাটির শো। আর এসময়ও সিনেমাটি দেখতে ভিড় করছেন দর্শকরা।

গভীর রাতেও প্রেক্ষাগৃহের সামনে উৎসুক দর্শক দেখে অবাক হল মালিকরাও। শুনতে অবাক লাগলেও এমন দৃশ্য দেখা যাচ্ছে ভারতের মুম্বাইয়ের কিছু সিনেমা হলে।

ভারতীয় একটি সংবাদমাধ্যম জানিয়েছে, ভারতীয় আইন অনুযায়ী, মধ্যরাতের পর কোনো সিনেমার স্ক্রিনিং শুরু হতে পারে না। কিন্তু ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’ ব্যতিক্রম দৃষ্টান্ত তৈরি করল। একটি মাল্টিপ্লেক্সের কর্তারা সারা ভারতে মধ্যরাতের পরও শুধু এই সিনেমা প্রদর্শনের অনুমতি পেয়েছেন। এ শোটি রাত ৩টা ১০ মিনিটে শুরু হয় বলেও প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে।

জনপ্রিয় সিনেমা সিরিজ অ্যাভেঞ্জার্স। বলা হচ্ছে, এটিই এই সিরিজের সর্বশেষ সিনেমা। গত ২৬ এপ্রিল বিশ্বব্যাপী মুক্তি পেয়েছে এটি।

একই সঙ্গে বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সেও মুক্তি পেয়েছে সিনেমাটি। দর্শক চাহিদার কথা চিন্তা করে গত বুধবার থেকে সিনেমাটির অগ্রিম টিকিট বিক্রি শুরু করে সিনেপ্লেক্স কর্তৃপক্ষ। কিন্তু তারপরও টিকিটের জন্য হুমড়ি খেয়ে পড়েন ঢাকার দর্শক। সিনেমাটি পরিচালনা করেছেন অ্যান্থনি রুশো ও জো রুশো।

গোনিউজ২৪/এআরএম

বিনোদন বিভাগের আরো খবর
বুকটা ফেটে যায় কষ্টে: মাহিয়া মাহি

বুকটা ফেটে যায় কষ্টে: মাহিয়া মাহি

সংরক্ষিত নারী আসনে এমপি হতে মরিয়া যেসব অভিনেত্রী

সংরক্ষিত নারী আসনে এমপি হতে মরিয়া যেসব অভিনেত্রী

পরকীয়া এবং ফাঁদে পড়া নিয়ে মুখ খুললেন অপু বিশ্বাস

পরকীয়া এবং ফাঁদে পড়া নিয়ে মুখ খুললেন অপু বিশ্বাস

দেড় মাসে ওজন অনেকটা কমিয়ে ফেলেছেন শাবনূর

দেড় মাসে ওজন অনেকটা কমিয়ে ফেলেছেন শাবনূর

এই ফিটনেসে ভক্তদের খুশি করাতে পারবেন শাবনূর?

এই ফিটনেসে ভক্তদের খুশি করাতে পারবেন শাবনূর?

কাজ নেই অথচ ঘন ঘন বিদেশ ভ্রমণ, এতো টাকা কোথায় পান এই অভিনেত্রী

কাজ নেই অথচ ঘন ঘন বিদেশ ভ্রমণ, এতো টাকা কোথায় পান এই অভিনেত্রী