ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

গানের রাজা’র মুকুট লাবিবার মাথায়


গো নিউজ২৪ | বিনোদন প্রতিবেদক: প্রকাশিত: এপ্রিল ১৯, ২০১৯, ১০:০৯ পিএম আপডেট: এপ্রিল ২০, ২০১৯, ১০:১৬ এএম
গানের রাজা’র মুকুট লাবিবার মাথায়

অবশেষে অপেক্ষার অবসান ঘটল। ‘গানের রাজা’র সেরার মুকুট উঠল খুলনার ফাইরুজ লাবিবার মাথায়। গত বছরের শেষ দিকে শিশুদের নিয়ে শুরু হওয়া ‘গানের রাজা’ প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল অনুষ্ঠিত হয় শুক্রবার। বিভিন্ন অডিশন, মেগা অডিশনের পর চূড়ান্ত পর্বের ৫ জন প্রতিযোগীর মধ্য থেকে শুক্রবার ফাইরুজ লাবিবার মাথায় উঠেছে বিজয়ের মুকুট।

শিশুদের সংগীত বিষয়ক রিয়্যাটিলি শো-এসিআই এক্সটা ফান কেক চ্যানেল আই ‘গানের রাজা’ প্রথম রানারআপ হয়েছেন নেত্রকোনোর শফিকুল ইসলাম, দ্বিতীয় রানারআপ হয়েছেন ময়মনসিংহের সিঁথি সরকার।

চ্যাম্পিয়ন হিসেবে প্রথম পুরস্কার ৫ লাখ টাকা। দ্বিতীয় পুরস্কার ৩ লাখ টাকা এবং তৃতীয় পুরস্কার হিসেবে বিজয়ীরা পেয়েছেন ২ লাখ টাকা করে। 

শুক্রবার সন্ধ্যা ৭টা ৩১ মিনিটে শুরু হয়ে অনুষ্ঠানটি শেষ হয় পৌনে দশটায়। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র থেকে সরাসরি অনুষ্ঠানটি সম্প্রচার করেছে চ্যানেল আই। 

সংগীতের এই আয়োজনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইমপ্রেস টেলিফিল্ম ও চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, চ্যানেল আইয়ের বার্তাপ্রধান শাইখ সিরাজ, চ্যানেল আইয়ের পরিচালক মুকিত মজুমদার বাবু, এসিআই গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ আলমগীর, সাংসদ আসাদুজ্জামান নূরসহ দেশের সংগীতাঙ্গনের গুণীজনেরা।

গানের রাজা’র বিজয়ীরা।

গ্র্যান্ড ফিনালে আসরের বাড়তি চমক ছিল চিত্রতারকাদের পরিবেশনা। বিজয়ীদের নাম ঘোষণার আগে জনপ্রিয় গানে পারফর্ম করেন পূর্ণিমা, রোশান, পরীমনি। এ ছাড়া প্রতিযোগীদের সঙ্গে গান পরিবেশন করেন কণ্ঠশিল্পী এস আই টুটুল, তপন চৌধুরী, আগুন, ডলি সায়ন্তনি ও তপু।

চূড়ান্ত পর্বে অতিথি বিচারক ছিলেন জনপ্রিয় সংগীত তারকা রুনা লায়লা। গ্র্যান্ড ফিনালেতে ছিলেন প্রতিযোগিতার প্রধান দুই বিচারক কোনাল ও ইমরান।

গত বছরের শেষ দিকে শুরু হওয়া এই আয়োজনের সারাদেশ থেকে ৫ হাজারের বেশি কোমলমতি শিশু অংশগ্রহণে জন্য নাম নিবন্ধন করে। সেখান থেকে চূড়ান্ত পর্বের জন্য রাখা হয়েছে ৫ জন প্রতিযোগীকে। 

যে ৫ জন প্রতিযোগী চূড়ান্তভাবে লড়েছে তারা হলো: নেত্রকোনা জেলার শফিকুল ইসলাম, রাঙামাটির পনি চাকমা, খুলনার ফাইরুজ লাবিবা, ময়মনসিংহের সিঁথি সরকার এবং চাঁপাইনবাবগঞ্জের মেফতাহুর জান্নাত লরা।

বরাবরের মতো গ্র্যান্ড ফিনালে আয়োজন উপস্থপনায় ছিলেন লাক্স তারকা মুমতাহিনা টয়া ও শিশুশিল্পী সাহির আমান খান।

গো নিউজ২৪/কাসা

বিনোদন বিভাগের আরো খবর
বুকটা ফেটে যায় কষ্টে: মাহিয়া মাহি

বুকটা ফেটে যায় কষ্টে: মাহিয়া মাহি

সংরক্ষিত নারী আসনে এমপি হতে মরিয়া যেসব অভিনেত্রী

সংরক্ষিত নারী আসনে এমপি হতে মরিয়া যেসব অভিনেত্রী

পরকীয়া এবং ফাঁদে পড়া নিয়ে মুখ খুললেন অপু বিশ্বাস

পরকীয়া এবং ফাঁদে পড়া নিয়ে মুখ খুললেন অপু বিশ্বাস

দেড় মাসে ওজন অনেকটা কমিয়ে ফেলেছেন শাবনূর

দেড় মাসে ওজন অনেকটা কমিয়ে ফেলেছেন শাবনূর

এই ফিটনেসে ভক্তদের খুশি করাতে পারবেন শাবনূর?

এই ফিটনেসে ভক্তদের খুশি করাতে পারবেন শাবনূর?

কাজ নেই অথচ ঘন ঘন বিদেশ ভ্রমণ, এতো টাকা কোথায় পান এই অভিনেত্রী

কাজ নেই অথচ ঘন ঘন বিদেশ ভ্রমণ, এতো টাকা কোথায় পান এই অভিনেত্রী