ঢাকা শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

শাহনাজ রহমতুল্লাহর কালজয়ী ৪০ গান


গো নিউজ২৪ | বিনোদন প্রতিবেদক: প্রকাশিত: মার্চ ২৪, ২০১৯, ১০:৫২ এএম আপডেট: মার্চ ২৪, ২০১৯, ১০:৫৪ এএম
শাহনাজ রহমতুল্লাহর কালজয়ী ৪০ গান

কিংবদন্তি সংগীতশিল্পী শাহনাজ রহমতুল্লাহ আর নেই। তবে রয়ে গেছে তার মধুঝরা কণ্ঠের কালজয়ী গানগুলো। দীর্ঘ ৫০ বছর গান গেয়েছেন শাহনাজ রহমতুল্লাহ। বিবিসির জরিপে সর্বকালের সেরা ২০টি বাংলা গানের তালিকায় শাহনাজ রহমতুল্লাহর গাওয়া গানই চারটি।

গানগুলো হল:
১. এক নদী রক্ত পেরিয়ে
২. জয় বাংলা বাংলার জয়
৩. একবার যেতে দে না আমার ছোট্ট সোনার গাঁয়
৪. একতারা তুই দেশের কথা বল।

দেশাত্মবোধক গান গেয়েও জনপ্রিয়তা অর্জন করেন শাহনাজ রহমতুল্লাহ। এ তালিকার তিনটি উল্লেখযোগ্য গান:
১. প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ
২. আমার দেশের মাটির গন্ধে
৩. আমায় যদি প্রশ্ন করে

শাহনাজ রহমতুল্লাহর গাওয়া কালজয়ী আরো ৩১ গান:

১. ফুলের কানে ভ্রমর এসে
২. ওই ঝিনুক ফোঁটা সাগর বেলায়
৩. পারি না ভুলে যেতে
৪. যেভাবে বাঁচি বেঁচে তো আছি
৫. আমি সাত সাগরের ওপার হতে  
৬. শুনেন শুনেন জাঁহাপনা
৭. কে যেন সোনার কাঠি ছোঁয়ায় প্রাণে
৮. আমি যে কেবল বলে তুমি
৯. একটু সময় দিলে না হয়
১০. স্বপ্নের চেয়ে সুন্দর কিছু নেই
১১. আবার কখন কবে দেখা হবে
১২. যদি চোখের দৃষ্টি দিয়ে চোখ বাঁধা যায়
১৩. তোমার আগুনে পোড়ানো এ দুটি চোখে
১৪. তুমি কি সেই তুমি
১৫. ও যার চোখ নাই
১৬. ঘুম ঘুম ঘুম চোখে
১৭. আমি তো আমার গল্প বলেছি
১৮. বন্ধুরে তোর মন পাইলাম না
১৯. খোলা জানালায় চেয়ে দেখি তুমি আসছো
২০. একটি কুসুম তুলে নিয়েছি
২১. আমায় তুমি ডাক দিলে কে
২২. ওই আকাশ ঘিরে সন্ধ্যা নামে
২৩. আমার ছোট্ট ভাইটি মায়ায় ভরা মুখটি
২৪. আষাঢ় শ্রাবণ এলে নেই তো সংশয়
২৫. বারোটি বছর পরে
২৬. আরও কিছু দাও না দুঃখ আমায়
২৭. আমি ওই মনে মন দিয়েছি যখন
২৮. আমার সাজানো বাগানের আঙিনায়
২৯. দিগন্ত জোড়া মাঠ
৩০. তোমার আলোর বৃন্তে
৩১. এই জীবনের মঞ্চে মোরা’ প্রভৃতি।

দেশীয় চলচ্চিত্রের স্বর্ণযুগে প্লেব্যাকে অপরিহার্য ছিলেন শাহনাজ রহমতুল্লাহ। ‘যে ছিলো দৃষ্টির সীমানায়’ ও ‘আমি তো আমার গল্প বলেছি তুমি কেন কাঁদলে’- এমন অসংখ্য জনপ্রিয় গানের শিল্পী শাহ্‌নাজ রহমত উল্লাহ খ্যাতি পেতে শুরু করেছিলেন ষাটের দশকে শিশু বয়সেই।

গোনিউজ২৪/এআরএম

বিনোদন বিভাগের আরো খবর
বুকটা ফেটে যায় কষ্টে: মাহিয়া মাহি

বুকটা ফেটে যায় কষ্টে: মাহিয়া মাহি

সংরক্ষিত নারী আসনে এমপি হতে মরিয়া যেসব অভিনেত্রী

সংরক্ষিত নারী আসনে এমপি হতে মরিয়া যেসব অভিনেত্রী

পরকীয়া এবং ফাঁদে পড়া নিয়ে মুখ খুললেন অপু বিশ্বাস

পরকীয়া এবং ফাঁদে পড়া নিয়ে মুখ খুললেন অপু বিশ্বাস

দেড় মাসে ওজন অনেকটা কমিয়ে ফেলেছেন শাবনূর

দেড় মাসে ওজন অনেকটা কমিয়ে ফেলেছেন শাবনূর

এই ফিটনেসে ভক্তদের খুশি করাতে পারবেন শাবনূর?

এই ফিটনেসে ভক্তদের খুশি করাতে পারবেন শাবনূর?

কাজ নেই অথচ ঘন ঘন বিদেশ ভ্রমণ, এতো টাকা কোথায় পান এই অভিনেত্রী

কাজ নেই অথচ ঘন ঘন বিদেশ ভ্রমণ, এতো টাকা কোথায় পান এই অভিনেত্রী