ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

‘দেবী’র বিরুদ্ধে গুরুতর অভিযোগ


গো নিউজ২৪ | বিনোদন প্রতিবেদক: প্রকাশিত: ফেব্রুয়ারি ১১, ২০১৯, ১১:০৭ এএম আপডেট: ফেব্রুয়ারি ১১, ২০১৯, ১২:৫৮ পিএম
‘দেবী’র বিরুদ্ধে গুরুতর অভিযোগ

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান অভিনীত ও প্রযোজিত ‘দেবী’ সিনেমার প্রতি দর্শক আগ্রহ ছিল লক্ষণীয়। পরিবারের সবাইকে নিয়ে মানুষ প্রেক্ষাগৃহে ছুটছেন, এমন দৃশ্য বেশ কিছুদিন পর এই ছবির মাধ্যমে দেখা যায়। প্রেক্ষাগৃহের মালিকদের আগ্রহ থাকা সত্ত্বেও শুরুর দিকে ছবিটি মাত্র ২৮টি প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেন তিনি। পরে হল সংখ্যা বাড়তে বাড়তে পঞ্চাশ ছাড়িয়েছে।

সরকারি অনুদানে নির্মিত এ সিনেমা ব্যাপক প্রশংসা কুঁড়ালেও বেশ কয়েকটি তামাকবিরোধী সংগঠন ছবিটির বিরুদ্ধে ধূমপান ও তামাকজাত দ্রব্য আইন না মানার অভিযোগ আনে।

তামাক আইন না মেনে ‘দেবী’র টিভি ও অনলাইন প্রদর্শনী থেকে বিরত থাকার জন্য আহ্বান জানিয়েছে তামাকবিরোধী সংগঠনগুলো। আইন মেনে তামাক ব্যবহারের অপ্রয়োজনীয় দৃশ্য ও একটি বহুজাতিক কোম্পানির সিগারেটের দৃশ্য বাদ দিয়ে ‘দেবী’ চলচ্চিত্র প্রদর্শনের দাবি জানিয়েছে তারা।

রোববার সকালে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এ দাবি করে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ, ঢাকা আহ্ছানিয়া মিশন, এসিডি, ইপসা, ব্যুরো অব ইকনোমিক রিসার্চ, ডব্লিউবিবি ট্রাস্ট, নাটাব, প্রত্যাশা, টিসিআরসি, তাবিনাজ, সুপ্র, বিটা, গ্রাম বাংলা উন্নয়ন কমিটি, বিসিসিপি, এইড ফাউন্ডেশন, প্রজ্ঞাসহ বিভিন্ন তামাকবিরোধী সংগঠন।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, গত ১৯ অক্টোবর দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে সরকারি অনুদানপ্রাপ্ত ও জয়া আহসান প্রযোজিত ‘দেবী’র প্রদর্শনী শুরু হলেও ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন ও এর বিধিমালার এই সুস্পষ্ট নির্দেশনাগুলো মানা হয়নি।

শুধু তাই নয়, সরাসরি একটি বহুজাতিক কোম্পানির সিগারেট ব্যবহার করতে দেখানো হয়েছে। তামাক নিয়ন্ত্রণ আইন লঙ্ঘনের অভিযোগ থাকার পরও এবার মাছরাঙা স্যাটেলাইট টিভি চ্যানেল ও অনলাইন স্ট্রিমিং প্ল্যাটফর্ম বায়োস্কোপে ‘দেবী’র ওয়ার্ল্ড প্রিমিয়ার হতে যাচ্ছে।

অনুষ্ঠানে বক্তারা আইন মেনে ‘দেবী’র প্রদর্শনে বাধ্য করার পাশাপাশি ভবিষ্যতে সব চলচ্চিত্র, নাটক ও প্রামাণ্যচিত্রে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহারের দৃশ্য বর্জনের দাবি জানান।

গোনিউজ২৪/এআরএম

বিনোদন বিভাগের আরো খবর
বুকটা ফেটে যায় কষ্টে: মাহিয়া মাহি

বুকটা ফেটে যায় কষ্টে: মাহিয়া মাহি

সংরক্ষিত নারী আসনে এমপি হতে মরিয়া যেসব অভিনেত্রী

সংরক্ষিত নারী আসনে এমপি হতে মরিয়া যেসব অভিনেত্রী

পরকীয়া এবং ফাঁদে পড়া নিয়ে মুখ খুললেন অপু বিশ্বাস

পরকীয়া এবং ফাঁদে পড়া নিয়ে মুখ খুললেন অপু বিশ্বাস

দেড় মাসে ওজন অনেকটা কমিয়ে ফেলেছেন শাবনূর

দেড় মাসে ওজন অনেকটা কমিয়ে ফেলেছেন শাবনূর

এই ফিটনেসে ভক্তদের খুশি করাতে পারবেন শাবনূর?

এই ফিটনেসে ভক্তদের খুশি করাতে পারবেন শাবনূর?

কাজ নেই অথচ ঘন ঘন বিদেশ ভ্রমণ, এতো টাকা কোথায় পান এই অভিনেত্রী

কাজ নেই অথচ ঘন ঘন বিদেশ ভ্রমণ, এতো টাকা কোথায় পান এই অভিনেত্রী