ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

কারেকশন পেলেই মিলবে ছাড়পত্র


গো নিউজ২৪ | বিনোদন প্রতিবেদক: প্রকাশিত: জানুয়ারি ১২, ২০১৯, ১০:৩০ পিএম
কারেকশন পেলেই মিলবে ছাড়পত্র

জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর চলচ্চিত্র ‘শনিবার বিকেল’ বা ‘স্যাটারডে আফটারনুন’ মুক্তির প্রহর গুনছে। নির্মাণ শেষে সেন্সরবোর্ডে জমা পড়েছে ছবিটি। এরই মধ্যে চলচ্চিত্রটি নিয়ে ‘ভালো লাগার’ কথা জানিয়েছেন সেন্সর বোর্ড সদস্য নাসির উদ্দিন দিলু।

গত ৯ জানুয়ারি চলচ্চিত্রটি দেখেন সেন্সর বোর্ড সদস্যরা। তবে সেন্সর ছাড়পত্র পায়নি চলচ্চিত্রটি। নাসির উদ্দিন দিলু বলেন, ১ ঘণ্টা ৩৫ মিনিট দৈর্ঘ্যের চলচ্চিত্র এটি। বেশ কিছু মিডিয়ায় চলচ্চিত্রটি সেন্সর ছাড়পত্র পেয়েছে এমন সংবাদ প্রচারিত হলেও তা সত্য নয়। আমরা কিছু কারেকশন চেয়েছি। কারেকশন পেলে তারপর ছাড়পত্র দেয়া হবে।

সেন্সর বোর্ডের আরেক সদস্য ইফতেখার উদ্দিন নওশাদ বলেন, তেমন বড় কোনো সংশোধন নয়। আশা করছি ওটা করে দিলেই সেন্সর ছাড়পত্র হাতে পাবেন তারা।”

নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী জানান, সেন্সর পেরুলে খুব দ্রুতই চলচ্চিত্রটি মুক্তি দিতে চান তিনি। তবে মুক্তির দিনক্ষণ ঘনিয়ে না এলে প্রচারণায় সরব হতে চান না। চলচ্চিত্রটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফিলিস্তিনের অভিনেতা ইয়াদ হুরানি, অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা, জাহিদ হাসান, মামুনুর রশীদ ও কলকাতার পরমব্রত চট্টোপাধ্যায়।

২০১৭ সালের ৩০ ডিসেম্বর ছবিটির মহড়া শুরু হয়। শুটিং শুরু হয় গত বছর ৫ জানুয়ারি। রাজধানীর কোক স্টুডিওতে চিত্রায়িত হয় চলচ্চিত্রটি। 

গোনিউজ২৪/এআরএম

বিনোদন বিভাগের আরো খবর
বুকটা ফেটে যায় কষ্টে: মাহিয়া মাহি

বুকটা ফেটে যায় কষ্টে: মাহিয়া মাহি

সংরক্ষিত নারী আসনে এমপি হতে মরিয়া যেসব অভিনেত্রী

সংরক্ষিত নারী আসনে এমপি হতে মরিয়া যেসব অভিনেত্রী

পরকীয়া এবং ফাঁদে পড়া নিয়ে মুখ খুললেন অপু বিশ্বাস

পরকীয়া এবং ফাঁদে পড়া নিয়ে মুখ খুললেন অপু বিশ্বাস

দেড় মাসে ওজন অনেকটা কমিয়ে ফেলেছেন শাবনূর

দেড় মাসে ওজন অনেকটা কমিয়ে ফেলেছেন শাবনূর

এই ফিটনেসে ভক্তদের খুশি করাতে পারবেন শাবনূর?

এই ফিটনেসে ভক্তদের খুশি করাতে পারবেন শাবনূর?

কাজ নেই অথচ ঘন ঘন বিদেশ ভ্রমণ, এতো টাকা কোথায় পান এই অভিনেত্রী

কাজ নেই অথচ ঘন ঘন বিদেশ ভ্রমণ, এতো টাকা কোথায় পান এই অভিনেত্রী