ঢাকা বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বেঁচে নেই বরেণ্য নির্মাতা সাইদুল আনাম টুটুল


গো নিউজ২৪ | বিনোদন প্রতিবেদক: প্রকাশিত: ডিসেম্বর ১৮, ২০১৮, ০৩:৫৪ পিএম আপডেট: ডিসেম্বর ১৮, ২০১৮, ০৯:৫৪ এএম
বেঁচে নেই বরেণ্য নির্মাতা সাইদুল আনাম টুটুল

বেঁচে নেই অভিনয়শিল্পী এবং নির্মাতা সাইদুল আনাম টুটুল। হৃদরোগে আক্রান্ত হয়ে আজ দুপুর তিনটার পরে তিনি মৃত্যুবরণ করেন। 

খবরটি নিশ্চিত করেছে ডিরেক্টরস গিল্ড। তিনি এই সংগঠনের প্রথম সাধারণ সম্পাদক ও আজীবন সদস্য।

শনিবার (১৫ ডিসেম্বর) রাতে তিনি হৃদরোগে আক্রান্ত হন। এরপর তাকে দ্রুত রাজধানীর ল্যাবএইড হাসপাতালে আনা হয়। 

চিকিৎসক তাকে তখনই হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি করেন।

সংগঠনটির বর্তমান সাধারণ সম্পাদক এসএ হক অলিক জানান, শনিবার দিবাগত রাত প্রায় দুইটার দিকে হৃদরোগে আক্রান্ত হন সাইদুল আনাম টুটুল। এরপর তাকে দ্রুত ল্যাবএইড হাসপাতালে নেওয়া হয়।

২০১৭-১৮ অর্থবছরে সরকারি অনুদানে ‘কালবেলা’ সিনেমাটি পরিচালনা করছেন সাইদুল আনাম টুটুল। এর মাধ্যমে দীর্ঘ ১৫ বছর পর পরিচালনায় ফিরেছেন ‘আধিয়ার’-খ্যাত এই নির্মাতা। সিনেমাটি এখনো মুক্তি পায়নি।

এর আগে সরকারি অনুদানে নির্মিত তার প্রথম সিনেমা ‘আধিয়ার’ মুক্তি পায় ২০০৩ সালে। ১৯৭৯ সালে ‘সূর্যদীঘল বাড়ী’ সিনেমাতে কাজ করে শ্রেষ্ঠ চিত্র সম্পাদক হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান তিনি।

সাইদুল আনাম টুটুল ডিরেক্টরস গিল্ডের প্রথম সাধারণ সম্পাদক ও আজীবন সদস্য। বাংলাদেশের চলচ্চিত্রে ‘ঘুড্ডি’, ‘দহন’, ‘দীপু নাম্বার টু’ ও ‘দুখাই’র মতো সিনেমার সঙ্গে রয়েছে তার সংশ্লিষ্টতা। এই ছবিগুলোর সম্পাদনা করেছেন তিনি।

গো নিউজ২৪/জাবু/আরআর

বিনোদন বিভাগের আরো খবর
বুকটা ফেটে যায় কষ্টে: মাহিয়া মাহি

বুকটা ফেটে যায় কষ্টে: মাহিয়া মাহি

সংরক্ষিত নারী আসনে এমপি হতে মরিয়া যেসব অভিনেত্রী

সংরক্ষিত নারী আসনে এমপি হতে মরিয়া যেসব অভিনেত্রী

পরকীয়া এবং ফাঁদে পড়া নিয়ে মুখ খুললেন অপু বিশ্বাস

পরকীয়া এবং ফাঁদে পড়া নিয়ে মুখ খুললেন অপু বিশ্বাস

দেড় মাসে ওজন অনেকটা কমিয়ে ফেলেছেন শাবনূর

দেড় মাসে ওজন অনেকটা কমিয়ে ফেলেছেন শাবনূর

এই ফিটনেসে ভক্তদের খুশি করাতে পারবেন শাবনূর?

এই ফিটনেসে ভক্তদের খুশি করাতে পারবেন শাবনূর?

কাজ নেই অথচ ঘন ঘন বিদেশ ভ্রমণ, এতো টাকা কোথায় পান এই অভিনেত্রী

কাজ নেই অথচ ঘন ঘন বিদেশ ভ্রমণ, এতো টাকা কোথায় পান এই অভিনেত্রী