ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ফোক ফেস্টের রেজিস্ট্রেশন শুরু


গো নিউজ২৪ | বিনোদন প্রতিবেদক: প্রকাশিত: নভেম্বর ৬, ২০১৮, ০৫:২৭ পিএম আপডেট: নভেম্বর ৬, ২০১৮, ০৫:২৮ পিএম
ফোক ফেস্টের রেজিস্ট্রেশন শুরু

লোকসংগীত হলো বাঙালি জাতির হাজার বছরের সাংস্কৃতিক ঐতিহ্যের ধারক ও বাহক। লোকজ সংগীতের তাল, লয় ও ছন্দের অপূর্ব মিশ্রণে খুঁজে পাওয়া যায় আত্মার শান্তি এবং স্রষ্টার সান্নিধ্য।

আমাদের নিজেদের গান, অন্তরের গান লোকসংগীত চর্চা এবং প্রসারের জন্য গত তিন বছর ধরে আয়োজিত হয়ে আসছে ‘ঢাকা ইন্টারন্যাশনাল ফোকফেস্ট, আন্তর্জাতিক লোকসংগীত উৎসব’।

প্রতিবারের ন্যায় এবারও অনুষ্ঠিত হতে যাচ্ছে 'ঢাকা ইন্টারন্যাশনাল ফোকফেস্ট'। রাজধানীর আর্মি স্টেডিয়ামে আগামী ১৫ নভেম্বর থেকে শুরু হয়ে তিন দিনব্যাপী এই উৎসবের পর্দা নামবে ১৭ নভেম্বর। গেল ৫ নভেম্বর সোমবার রাজধানীর একটি অভিজাত হোটেলে আয়োজক প্রতিষ্ঠানের পক্ষ থেকে এক সংবাদ সম্মেলন করা হয় এবং এখানে সব তথ্য জানানো হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সান ফাউন্ডেশন ও সান কমিউনিকেশনের চেয়ারম্যান অঞ্জন চৌধুরী, বেঙ্গল ফাউন্ডেশনের চেয়ারম্যান আবুল খায়ের, ঢাকা ব্যাংক লিমিটেড এর ম্যানেজিং ডিরেক্টর ও সিইও সৈয়দ মাহবুবুর রহমান, গ্রামীণফোনের চিফ বিজনেস অফিসার মাহমুদ হোসেন এবং ফোক সম্রাজ্ঞী মমতাজ।

এবারের আসরে উল্লেখযোগ্য শিল্পীরা হলেন বাংলাদেশের মমতাজ বেগম, বাউল আব্দুল হাই দেওয়ান, বাউল কবির শাহ, অর্ণব, নকশীকাঁথা, স্বরব্যাঞ্জো ও ভাবনা নৃত্য দল। ভারত থেকে ওয়াদালি ব্রাদার্স, রাঘু দিক্ষিত, সাত্যকি ব্যানার্জি, পাকিস্তান থেকে শাফকাত আমানাত আলী, বাহ্রাইন থেকে মাজায, যুক্তরাষ্ট্র থেকে গ্র্যামি বিজয়ী লস টেক্সমেনিয়াক্স, পোল্যান্ড থেকে দিকান্দা এবং স্পেন থেকে লাস মিগাস সংগীত পরিবেশন করবেন।

ঢাকা ইন্টারন্যাশনাল ফোকফেস্ট ২০১৮ তে বাংলাদেশসহ বিশ্বের ৭ টি দেশ অংশগ্রহণ করবে এবং মোট ১৭৪ জন লোকজশিল্পী অংশগ্রহণ করবে। এবারো দর্শকরা বিনামূল্যে অনলাইনে রেজিস্ট্রেশন করে অনুষ্ঠানটি সরাসরি উপভোগ করতে পারবে। তাদের নিজস্ব ওয়েবসাইট (www.dhakainternationalfolkfest.com) প্রতিদিন সকাল ১১টা থেকে শুরু হয়ে চলবে আগামী পাঁচদিন পর্যন্ত।

রেজিস্ট্রেশনের জন্য পাসপোর্ট সাইজ ছবি এবং জাতীয় পরিচয়পত্র/ ড্রাইভিং লাইসেন্স/ পাসপোর্টের স্ক্যান কপি প্রয়োজন হবে। রেজিস্ট্রেশন সম্পন্ন হলে প্রদত্ত ই-মেইলে পৌঁছে যাবে তিন দিনের তিনটি ভিন্ন ভিন্ন এন্ট্রি পাস। উৎসবস্থলের প্রবেশপথে প্রতিদিন প্রিন্টকৃত এন্ট্রি পাসটি দেখিয়ে প্রবেশ করতে হবে। এ ছাড়া ফেসবুকে ‘ঢাকা ইন্টারন্যাশনাল ফোকফেস্ট’ পেইজটিতে পাওয়া যাবে আয়োজনের সকল তথ্য। বিস্তারিত জানার জন্য কল করা যাবে ১৬৩৭৪ নম্বরে।

অনুষ্ঠানটির টেলিভিশন সম্প্রচারের দায়িত্বে থাকবে মাছরাঙা টেলিভিশন। এ ছাড়া গ্রামীণফোনের অনলাইন ভিডিও স্ট্রিমিং সার্ভিস- বায়োস্কোপ লাইভে থাকবে অনুষ্ঠানটি লাইভ দেখার সুযোগ।

প্রসঙ্গত, ২০১৫ সাল থেকে বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে এ অনুষ্ঠানের করা হচ্ছে।

গো নিউজ২৪/জাবু

বিনোদন বিভাগের আরো খবর
বুকটা ফেটে যায় কষ্টে: মাহিয়া মাহি

বুকটা ফেটে যায় কষ্টে: মাহিয়া মাহি

সংরক্ষিত নারী আসনে এমপি হতে মরিয়া যেসব অভিনেত্রী

সংরক্ষিত নারী আসনে এমপি হতে মরিয়া যেসব অভিনেত্রী

পরকীয়া এবং ফাঁদে পড়া নিয়ে মুখ খুললেন অপু বিশ্বাস

পরকীয়া এবং ফাঁদে পড়া নিয়ে মুখ খুললেন অপু বিশ্বাস

দেড় মাসে ওজন অনেকটা কমিয়ে ফেলেছেন শাবনূর

দেড় মাসে ওজন অনেকটা কমিয়ে ফেলেছেন শাবনূর

এই ফিটনেসে ভক্তদের খুশি করাতে পারবেন শাবনূর?

এই ফিটনেসে ভক্তদের খুশি করাতে পারবেন শাবনূর?

কাজ নেই অথচ ঘন ঘন বিদেশ ভ্রমণ, এতো টাকা কোথায় পান এই অভিনেত্রী

কাজ নেই অথচ ঘন ঘন বিদেশ ভ্রমণ, এতো টাকা কোথায় পান এই অভিনেত্রী