ঢাকা শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

এলআরবির নেতৃত্ব দেবেন কে?


গো নিউজ২৪ | বিনোদন প্রতিবেদক: প্রকাশিত: অক্টোবর ২২, ২০১৮, ০৫:০১ পিএম আপডেট: অক্টোবর ২২, ২০১৮, ০৫:০৭ পিএম
এলআরবির নেতৃত্ব দেবেন কে?

গত বৃহস্পতিবার না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন কিংবদন্তি সংগীতশিল্পী আইয়ুব বাচ্চু। শনিবার সন্ধ্যায় চট্টগ্রামে তাকে দাফন করা হয়। এরপর এখন সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে আইয়ুব বাচ্চুর গড়া ব্যান্ড এলআরবি নিয়ে।

কিংবদন্তী এ শিল্পীর জীবদ্দশাতেই বারবার এই প্রশ্ন উঠেছে যে তার অবর্তমানে কে হাল ধরবে ব্যান্ড দলের। কী হবে দলটির ভবিষ্যত?

আইয়ুব বাচ্চু বরাবরই এই প্রশ্নের উত্তর দিয়েছেন হাসিমুখে। তিনি বলতেন, এলআরবি’র ভবিষ্যত সময়ের হাতেই ছেড়ে দেয়া উচিত। দল হিসেবে এলআরবি না থাকলেও ভক্তদের মাঝে আর গানে গানে এলআরবি বেঁচে থাকবে।

এলআরবির ব্যান্ডের ম্যানেজার শামীম এখন আছেন চট্টগ্রামে। আইয়ুব বাচ্চুর মরদেহের সঙ্গে গত শনিবার তিনি সেখানে যান। সোমবার তিনি জানান, আজ বিকেলে আইয়ুব বাচ্চুর স্ত্রী ফেরদৌস আক্তার, ছেলে আহনাফ তাজওয়ার আর মেয়ে ফাইরুজ সাফরা চট্টগ্রাম থেকে ঢাকায় ফিরছেন। আগামী বৃহস্পতিবার ঢাকায় আইয়ুব বাচ্চুর সবকিছু তার পরিবারকে বুঝিয়ে দেওয়া হবে।

শামীম আরো বললেন, ‘এ ব্যাপারে আগামী বৃহস্পতিবার আইয়ুব বাচ্চুর পরিবারের সঙ্গে আমরা আলোচনা করব। আমরা আইয়ুব বাচ্চুর ছেলেকে সঙ্গে নিয়ে এলআরবিকে এগিয়ে নিয়ে যেতে চাই। আহনাফ তাজওয়ার এখন কানাডায় পড়াশোনা করছেন। এ সময় আমরা তাকে কোনো চাপ দেব না। প্রয়োজনে তাকে সহযোগিতা করব। এখন এলআরবির সঙ্গে আমরা চারজন আছি। আমি ম্যানেজার, মাসুদ-গিটার, স্বপন-বেস আর রোমেল-ড্রামস।
 
দ্বিতীয় আরেকজন আইয়ুব বাচ্চুকে পাওয়া যাবে না, এটা সত্যি। তবে ব্যান্ডের কার্যক্রম স্বাভাবিক রাখার জন্য আমরা নতুন সদস্য যুক্ত করব। আইয়ুব বাচ্চুর গান দেশে অনেকেই চর্চা করেন। আমরা হয়তো কোনো বড় প্রতিষ্ঠানের সঙ্গে “এলআরবির জন্য ভোকাল হান্ট” করব। যাকে পাওয়া যাবে, তাকে এলআরবির মতো প্রস্তুত করব। আমরা এলআরবিকে রাখতে চাই। আইয়ুব বাচ্চুর অনেক স্বপ্নের কথা আমরা জানি। সেসব স্বপ্ন বাস্তবে রূপ দেওয়ার জন্য এলআরবিকে টিকিয়ে রাখতে হবে। আইয়ুব বাচ্চুর অবর্তমানে এলআরবির জনপ্রিয়তায় যেন এতটুকু ভাটা না পড়ে, সেদিকটাও দেখব।’

শামীম আরও বলেন, ‘দেশে একটি আন্তর্জাতিক মানের মিউজিক ইনস্টিটিউট হবে, এখান থেকে দক্ষ ছেলেমেয়ে তৈরি হবে, এমন স্বপ্ন আইয়ুব বাচ্চু অনেক বছর ধরে দেখেছেন। পাশাপাশি আমরা চাই আইয়ুব বাচ্চুর গানগুলো যেন বেঁচে থাকে। চট্টগ্রাম কিংবা দেশের যেকোনো স্থানে যাতে এমন একটি প্রতিষ্ঠান গড়া সম্ভব হয়, এ ব্যাপারে আমরা বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা করব।

গোনিউজ২৪/এআরএম

বিনোদন বিভাগের আরো খবর
বুকটা ফেটে যায় কষ্টে: মাহিয়া মাহি

বুকটা ফেটে যায় কষ্টে: মাহিয়া মাহি

সংরক্ষিত নারী আসনে এমপি হতে মরিয়া যেসব অভিনেত্রী

সংরক্ষিত নারী আসনে এমপি হতে মরিয়া যেসব অভিনেত্রী

পরকীয়া এবং ফাঁদে পড়া নিয়ে মুখ খুললেন অপু বিশ্বাস

পরকীয়া এবং ফাঁদে পড়া নিয়ে মুখ খুললেন অপু বিশ্বাস

দেড় মাসে ওজন অনেকটা কমিয়ে ফেলেছেন শাবনূর

দেড় মাসে ওজন অনেকটা কমিয়ে ফেলেছেন শাবনূর

এই ফিটনেসে ভক্তদের খুশি করাতে পারবেন শাবনূর?

এই ফিটনেসে ভক্তদের খুশি করাতে পারবেন শাবনূর?

কাজ নেই অথচ ঘন ঘন বিদেশ ভ্রমণ, এতো টাকা কোথায় পান এই অভিনেত্রী

কাজ নেই অথচ ঘন ঘন বিদেশ ভ্রমণ, এতো টাকা কোথায় পান এই অভিনেত্রী