ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ভালো গল্পের হাহাকার: চয়নিকা


গো নিউজ২৪ | বিনোদন প্রতিবেদক: প্রকাশিত: অক্টোবর ১৭, ২০১৮, ০২:১৩ পিএম আপডেট: অক্টোবর ১৭, ২০১৮, ০২:১৫ পিএম
ভালো গল্পের হাহাকার: চয়নিকা

দুর্গাপূজা উপলক্ষে চয়নিকা চৌধুরী নির্মাণ করেছেন একক নাটক ‘এবার পুজোয়’। এটি রচনা করেছেন শফিকুর রহমান শান্তনু। নাটকটি নিয়ে আশাবাদী এ পরিচালক।

তিনি বলেন, ‘আমরা ভালো গল্প পাই না। ভালো গল্পের হাহাকার থাকে। কিন্তু এই নাটকের গল্প সুন্দর। আর ভালো গল্প হলে তারকা শিল্পী মুখ্য বিষয় নয়। সব মিলিয়ে কাজটি ভালো হয়েছে। আমি আশাবাদী নাটকটি সবার ভালো লাগবে।’

তিনি আরো বলেন, ‘এ নাটকে নতুনরা কাজ করেছে। যেমন-মিলি, নীলা, রিমি, তানভীর। এরা সবাই ভালো পারফর্ম করেছে। আসলে গল্প আর চিত্রনাট্য ভালো হলে নির্মাণ কাজটাও ভালো হয়। রবীন্দ্রনাথ ঠাকুরের দুটি গান নাটকটিতে ব্যবহৃত হয়েছে। নাটকটির জন্য এ গান দুটি নতুন করে তৈরি করা হয়। গানগুলোও চমৎকার হয়েছে।’

নাটকের গল্প প্রসঙ্গে চয়নিকা চৌধুরী বলেন, ‘মা দুর্গা যখন পৃথিবীতে আসেন তখন অন্যায় অত্যাচার বিলুপ্ত করে দেন। একটি পরিবারকে কেন্দ্র করে নাটকটির গল্প গড়ে উঠেছে। যে পরিবারে অনেক সঙ্কট থাকে। পূজার সময় এই বাড়িতে গ্রাম থেকে একটি মেয়ে আসে। যে মেয়েটি পরিবারের সমস্ত সমস্যার সমাধান করে দেয়।

নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন-আবুল হায়াত, মিলি বাশার, নীলাঞ্জনা নীলা, রিমি করিম, তানভীর প্রমুখ। ঢুলী প্রযোজিত এ নাটকের শুটিং সম্প্রতি শেষ হয়েছে। আগামী ১৯ অক্টোবর একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে নাটকটি প্রচারিত হবে।

গোনিউজ২৪/এআরএম

বিনোদন বিভাগের আরো খবর
বুকটা ফেটে যায় কষ্টে: মাহিয়া মাহি

বুকটা ফেটে যায় কষ্টে: মাহিয়া মাহি

সংরক্ষিত নারী আসনে এমপি হতে মরিয়া যেসব অভিনেত্রী

সংরক্ষিত নারী আসনে এমপি হতে মরিয়া যেসব অভিনেত্রী

পরকীয়া এবং ফাঁদে পড়া নিয়ে মুখ খুললেন অপু বিশ্বাস

পরকীয়া এবং ফাঁদে পড়া নিয়ে মুখ খুললেন অপু বিশ্বাস

দেড় মাসে ওজন অনেকটা কমিয়ে ফেলেছেন শাবনূর

দেড় মাসে ওজন অনেকটা কমিয়ে ফেলেছেন শাবনূর

এই ফিটনেসে ভক্তদের খুশি করাতে পারবেন শাবনূর?

এই ফিটনেসে ভক্তদের খুশি করাতে পারবেন শাবনূর?

কাজ নেই অথচ ঘন ঘন বিদেশ ভ্রমণ, এতো টাকা কোথায় পান এই অভিনেত্রী

কাজ নেই অথচ ঘন ঘন বিদেশ ভ্রমণ, এতো টাকা কোথায় পান এই অভিনেত্রী