ঢাকা শুক্রবার, ১৭ মে, ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১

পর্দায় ‘রাজাধিরাজ রাজ্জাক’


গো নিউজ২৪ | বিনোদন প্রতিবেদক: প্রকাশিত: আগস্ট ১৭, ২০১৮, ১২:৫৯ পিএম
পর্দায় ‘রাজাধিরাজ রাজ্জাক’

বাংলাদেশি চলচ্চিত্রের কিংবদন্তি নায়ক রাজ্জাকের মৃত্যুর এক বছর পূর্ণ হতে আর মাত্র কয়েকদিন বাকি। এই সময়টার মধ্যে কোনো টেলিভিশন চ্যানেল রাজ্জাকের স্ত্রী লক্ষ্মীকে ক্যামেরার সামনে হাজির করাতে পারেনি। সেই খায়রুন্নেসা লক্ষ্মীকে আজ দেখা গেল। দুই সন্তান বাপ্পারাজ ও সম্রাটসহ পরিবারের অন্য সদস্যদের নিয়ে এলেন চ্যানেল আইতে।

আজ শুক্রবার বেলা সাড়ে ৩টায় চ্যানেল আইতে নায়করাজ রাজ্জাকের জীবনীনির্ভর প্রামাণ্যচিত্র ‘রাজাধিরাজ রাজ্জাক’-এর ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার হবে।

ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেডের ব্যানারে শাইখ সিরাজ নির্মিত প্রামাণ্যচিত্রটির অভিষেক উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে চ্যানেল আই ভবনে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। শুভেচ্ছা বক্তব্য রাখেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর ও প্রামাণ্যচিত্রের নির্মাতা শাইখ সিরাজ।

প্রামাণ্যচিত্রের নির্মাণের কারণ প্রসঙ্গে শাইখ সিরাজ বলেন, ‘আমরা যারা এখন মাঝ বয়সী তাদের ষাট বা সত্তরের দশকের পর্দার নায়কেরা কোনো না কোনোভাবে প্রভাব ফেলেছে। আমিও তার ব্যতিক্রম নই। প্রভাব ফেলেছিল বলেই পরিণত বয়সে এসে যখন নিজেরা এসে টেলিভিশন বা নির্মাণের সঙ্গে যুক্ত হলাম, তখন রাজ্জাক সাহেবের সঙ্গে পরিচয় হলো। ছোটবেলায় চলচ্চিত্রে যে রাজ্জাককে দেখেছি, তার সঙ্গে পরিচয়ের পর ভাবলাম তাকে নিয়ে জীবনীনির্ভর প্রামাণ্যচিত্র নির্মাণ করা যায়। ভাবনার সেই শুরু, যা শেষ হলো ‘রাজাধিরাজ রাজ্জাক’ দিয়ে।’

আরো পড়ুন: শাকিবকে চান পপি

অনুষ্ঠানে বক্তারা বলেন, নায়করাজ রাজ্জাককে নিয়ে নির্মিত এই প্রামাণ্যচিত্র সময়োপযোগী ও দায়িত্বশীল উদ্যোগ। বাংলাদেশের খ্যাতিমান মানুষদের বর্ণাঢ্য কর্মজীবন নিয়ে এ রকম প্রামাণ্যচিত্র নির্মাণের ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান।

আগামী ২১ আগস্ট নায়করাজ রাজ্জাকের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ‘রাজধানীর স্টার সিনেপ্লেক্সে মুক্তি পাবে ‘রাজাধিরাজ রাজ্জাক’।

এতে বক্তব্য রাখেন, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, গীতিকার গাজী মাজহারুল আনোয়ার, চিত্রনায়ক ফারুক, নির্মাতা আমজাদ হোসেন, সুরকার আলাউদ্দীন আলী, শিল্পী সৈয়দ আব্দুল হাদী, খুরশীদ আলম, চিত্রনায়ক ফেরদৌস, চিত্রনায়িকা পূর্ণিমা, মিশা সওদাগর, চলচ্চিত্র সমালোচক চিন্ময় মুৎসুদ্দী, শফিউজ্জামান খান লোদী, নায়করাজের সহধর্মিনী খায়রুন্নেসা এবং দুই ছেলে বাপ্পারাজ ও সম্রাট।

গোনিউজ২৪/এআরএম

বিনোদন বিভাগের আরো খবর
বুকটা ফেটে যায় কষ্টে: মাহিয়া মাহি

বুকটা ফেটে যায় কষ্টে: মাহিয়া মাহি

সংরক্ষিত নারী আসনে এমপি হতে মরিয়া যেসব অভিনেত্রী

সংরক্ষিত নারী আসনে এমপি হতে মরিয়া যেসব অভিনেত্রী

পরকীয়া এবং ফাঁদে পড়া নিয়ে মুখ খুললেন অপু বিশ্বাস

পরকীয়া এবং ফাঁদে পড়া নিয়ে মুখ খুললেন অপু বিশ্বাস

দেড় মাসে ওজন অনেকটা কমিয়ে ফেলেছেন শাবনূর

দেড় মাসে ওজন অনেকটা কমিয়ে ফেলেছেন শাবনূর

এই ফিটনেসে ভক্তদের খুশি করাতে পারবেন শাবনূর?

এই ফিটনেসে ভক্তদের খুশি করাতে পারবেন শাবনূর?

কাজ নেই অথচ ঘন ঘন বিদেশ ভ্রমণ, এতো টাকা কোথায় পান এই অভিনেত্রী

কাজ নেই অথচ ঘন ঘন বিদেশ ভ্রমণ, এতো টাকা কোথায় পান এই অভিনেত্রী