ঢাকা শনিবার, ১৮ মে, ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১

যুদ্ধে নামলেন রানী ‘কঙ্গনা’


গো নিউজ২৪ | বিনোদন প্রতিবেদন: প্রকাশিত: আগস্ট ১৫, ২০১৮, ০৯:২০ পিএম আপডেট: আগস্ট ১৫, ২০১৮, ০৯:২৩ পিএম
যুদ্ধে নামলেন রানী ‘কঙ্গনা’

ঘোড়ার পিঠে চড়ে এতদিন কেবল হিরোদেরই দেখা গিয়েছিল যুদ্ধে নামতে৷ নানা বায়োপিক কিংবা অন্যান্য ছবির কারণে যুদ্ধের বেশে দেখা গিয়েছে বিভিন্ন অভিনেতাদের৷ এবার পালা নায়িকাদের৷ সেই কাজই সফলভাবে করে দেখিয়েছেন অভিনেত্রী কঙ্গনা রনাওয়াত৷ 

পোস্টার জুড়ে থাকবে কেবল রানি লক্ষ্মীবাইয়ের সাহসিকতার গল্প৷ এমনই প্রত্যাশা পেয়েছিল কঙ্গনা-ভক্তরা৷ সেই আশায় রঙ ভরল সম্প্রতি মুক্তি পাওয়া ‘মণিকর্ণিকা: দ্য কুইন অফ ঝাঁসি’র পোস্টার৷

পোস্টারে কঙ্গনাকে অবিকল যে রানি লক্ষ্মীবাইয়ের মতোই দেখাচ্ছে৷ কিন্তু সেখানেও রয়েছে চমক৷ ঘোড়ায় বসা কঙ্গনার পেছনে রয়েছে একটি বাচ্চা মেয়ে৷ যাকে পিঠে বেঁধে লড়াইয়ের ময়দানে নেমেছেন রানি লক্ষ্মীবাই রূপী কঙ্গনা৷ 

তার চোখে, মুখে রয়েছে যুদ্ধজয় করার খিদে৷ সামনে কোটি কোটি শত্রু ধেয়ে এলেও এক নিমেষে খতম করার রোষ নিয়েও ঘোড়া ছুটিয়ে চলেছে সে৷ একটি মাত্র পোস্টার৷ তা থেকেই যেন ঝড়ে পড়ছে অসংখ্য গল্প৷ নিংসন্দেহে দর্শকদের অ্যাড্রিনালিন রাশ বাড়িয়ে দিয়েছে এই পোস্টার৷

রিচালক রাধা কৃষ্ণ জগরলামুড়ি ‘মণিকর্নিকা’তে কঙ্গনার স্বামীর চরিত্রে সাইন করেন যিশু সেনগুপ্তকে৷ সম্প্রতি জানালেন কঙ্গনার সঙ্গে কাজ করে তিনি খুব আনন্দিত বোধ করছেন৷ অবশ্য কঙ্গনার সঙ্গে কাজ করার অভিজ্ঞতা তিনি আগেও শেয়ার করেছিলেন। 

সেসময় তিনি বলেছিলেন, “ফিল্মে সেটে তিনি একেবারে দেবীর মতো৷ তার কাজ এতটাই নিখুঁত যে আপনি অবাক হয়ে যাবেন৷ সকলকে খুবই সাপোর্ট করেন তিনি৷” এবং অঙ্কিতা লোখান্ডেকে দেখা যাবে ঝলকারী বাঈয়ের চরিত্রে৷

ঝাঁসির রানি লক্ষ্মীবাঈ৷ ইতিহাসের পাতায় যার নাম লেখা স্বর্ণাক্ষরে৷ যাকে নিয়ে মানুষের মনে কৌতূহল চারা দেয় আজও৷ রানি লক্ষ্মীবাঈ-এর জীবনী নিয়েই তৈরি হওয়া ছবি ‘মণিকর্ণিকা: দ্য কুইন অব ঝাঁসি’তে মুখ্য ভূমিকায় রয়েছেন কঙ্গনা৷ 

ছবিটি মুক্তি পাবে আগামী বছর ২৫ জানুয়ারি৷ ছবির পোস্টার লঞ্চ হয়েছিল বারাণসীতে৷ সেখানে হাজির ছিলেন রানি লক্ষ্মীবাঈ রূপী কঙ্গনা৷ বারাণসীর ঘাটে ডুব দেওয়া থেকে থেকে শুরু করে আরতি দর্শন, সমগ্র পর্বেই ছিলেন কঙ্গনা৷

ছিলেন ছবির সঙ্গে যুক্ত অন্যান্যরাও৷ রাজেন্দ্রপ্রসাদ ঘাটে ছবির ২০ফিটের একটি পোস্টার প্রদর্শিত হয়৷ উল্লেখ্য, ১৮২৮সালে বারাণসীর এক মারাঠি ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেছিলেন রানি লক্ষ্মীবাঈ৷ তার জীবনের নানা চড়াই-উতরাই, ঘটনাবলীকেই তুলে ধরার চেষ্টা করে হয়েছে এই ছবিতে৷ 

বলিউডের কুইন কঙ্গনা, এবার ঝাঁসির রানির ভূমিকায় কতটা সফলভাবে আত্মপ্রকাশ করতে পারবেন, তার ভক্তদের চোখ এখন সেদিকেই৷

গো নিউজ২৪/জাবু

বিনোদন বিভাগের আরো খবর
বুকটা ফেটে যায় কষ্টে: মাহিয়া মাহি

বুকটা ফেটে যায় কষ্টে: মাহিয়া মাহি

সংরক্ষিত নারী আসনে এমপি হতে মরিয়া যেসব অভিনেত্রী

সংরক্ষিত নারী আসনে এমপি হতে মরিয়া যেসব অভিনেত্রী

পরকীয়া এবং ফাঁদে পড়া নিয়ে মুখ খুললেন অপু বিশ্বাস

পরকীয়া এবং ফাঁদে পড়া নিয়ে মুখ খুললেন অপু বিশ্বাস

দেড় মাসে ওজন অনেকটা কমিয়ে ফেলেছেন শাবনূর

দেড় মাসে ওজন অনেকটা কমিয়ে ফেলেছেন শাবনূর

এই ফিটনেসে ভক্তদের খুশি করাতে পারবেন শাবনূর?

এই ফিটনেসে ভক্তদের খুশি করাতে পারবেন শাবনূর?

কাজ নেই অথচ ঘন ঘন বিদেশ ভ্রমণ, এতো টাকা কোথায় পান এই অভিনেত্রী

কাজ নেই অথচ ঘন ঘন বিদেশ ভ্রমণ, এতো টাকা কোথায় পান এই অভিনেত্রী