ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪, ৪ বৈশাখ ১৪৩১

এবারের লড়াইয়ে কে জিতবেন?


গো নিউজ২৪ | বিনোদন প্রতিবেদক: প্রকাশিত: জুলাই ১৬, ২০১৮, ০৫:২৪ পিএম আপডেট: জুলাই ১৬, ২০১৮, ১১:৪৬ এএম
এবারের লড়াইয়ে কে জিতবেন?

এর আগেও এপার বাংলার-ওপার বাংলার নায়কদের লড়াই দেখেছেন দর্শকরা। বিশেষ করে শীর্ষস্থানীয় নায়কদের লড়াই জমিয়ে তোলে বক্স অফিস। সেই ধারাবাহিকতায় বাংলাদেশের সুপারস্টার শাকিব খানের সঙ্গে কলকাতার তারকা জিতের লড়াইও প্রত্যক্ষ করেছেন সিনেমাপ্রেমীরা।

বিশেষ করে যৌথ প্রযোজনার ছবি দিয়ে নিজেদের আধিপত্য দেখিয়েছিলেন দুই নায়ক। লড়াইয়ের শুরুটা শাকিবের 'শিকারি' এবং জিতের 'বাদশা' দিয়ে। এরপর আবার 'নবাব' ও রবস-২'র লড়াইও দেখা যায়। এবার আর যৌথ প্রযোজনার সিনেমা নয়, একক নির্মাণের ছবি দিয়েই লড়াইয়ে নামছেন তারা। দুটি ছবিই কলকাতার একক নির্মাণ। সেখানে লড়াইটা হয়েছে আগেই। এবার হবে বাংলাদেশে।

শাকিব হাজির হচ্ছেন ‘ভাইজান এলো রে’ নিয়ে, অন্যদিকে জিৎ হাজির হচ্ছেন ‘সুলতান’ নিয়ে। দুটি ছবিটি বাংলাদেশের মুক্তি পাচ্ছে আমদানির ভিত্তিতে। তার আগে পশ্চিমবঙ্গে ঈদ উপলক্ষে দুটি ছবি মুক্তি পেয়েছিল। শাকিবের ‘ভাইজান’ ছবিটি দেখে মুগ্ধ হয়েছিলেন ওপার বাংলার কিংবদন্তি অভিনেতা রঞ্জিত মল্লিক।

ছবিটি দেখে উচ্ছ্বাস প্রকাশ করে তিনি নিজেই টুইট করেছিলেন। শাকিব খানকে উদ্দেশ্য করে তিনি বলেছিলেন, ‘বাংলাদেশের নায়ক শাকিব খানের অভিনয় দেখে আমি মুগ্ধ। শুধু অভিনয় নয়, নাচ এবং ফাইটিং এও তার জুড়ি নেই। আমি তার ‘ভাইজান এলো রে’ ছবি এবং আগামীর জন্য সফলতা কামনা করছি।’ ‘ভাইজান এলো রে’ আমদানি করছে এন ইউ আহমেদ ট্রেডার্স অন্যদিকে ‘সুলতান’ আনছে জাজ মাল্টিমিডিয়া।

দুই ছবির আমদানি কারক সংস্থা গণমাধ্যমকে জানায়, ২০ জুলাই (শুক্রবার) ‘ভাইজান এলো রে’ ও ‘সুলতান’ মুক্তি পাবে। এরই মধ্যে দুটি ছবিই সেন্সর বোর্ডের অনুমতি পেয়েছে বলে জানা গেছে।

জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিল বলেন, ২০ জুলাই ‘সুলতান’ মুক্তি পাবে বাংলাদেশের শতাধিক সিনেমা হলে। হল বুকিংয়ের প্রক্রিয়া চলমান। অন্যদিকে এন ইউ আহমেদ ট্রেডার্সের এক কর্মকর্তা জানান, প্রত্যেকেরই ব্যবসায়িক পলিসি আলাদা থাকে। অনেকেই কমিশনে ছবি দিয়ে চালিয়ে টাকা নেন। কিন্তু আমরা এমজি ছাড়া ছবি দিচ্ছি না। সেজন্য আমরা ভাইজান এলো রে যদি ৫০টি হলে মুক্তি দিতে পারি সেদিক থেকে হ্যাপী হব।

তিনি আরো বলেন, এর আগে বাইরের দেশের নায়কের সঙ্গে প্রতিযোগিতায় শাকিব খানের ছবি কেমন চলেছে এটা সবাই জানে। আমরা বিশ্বাস করি, ‘ভাইজান এলো রে’ অতীতের ছবিগুলোর থেকে আরও ভালো চলবে।

উল্লেখ্য, জয়দীপ মুখার্জি পরিচালিত ‘ভাইজান এলো রে’ ছবিতে শাকিব খান ছাড়াও অভিনয় করেছেন শ্রাবন্তী, পায়েল, শান্তিলাল, রজতাভ দত্ত প্রমুখ। অন্যদিকে রাজা চন্দ পরিচালিত সুলতান ছবিতে জিৎ ছাড়াও অভিনয় করেছেন বিদ্যা সিনহা মিম, আমান রেজা, প্রিয়াঙ্কা, তাসকিন প্রমুখ। এখন দেখার বিষয় দুই বাংলার শীর্ষ দুই নায়কের লড়াইয়ে কে জেতেন?

গোনিউজ২৪/এআরএম

বিনোদন বিভাগের আরো খবর
বুকটা ফেটে যায় কষ্টে: মাহিয়া মাহি

বুকটা ফেটে যায় কষ্টে: মাহিয়া মাহি

সংরক্ষিত নারী আসনে এমপি হতে মরিয়া যেসব অভিনেত্রী

সংরক্ষিত নারী আসনে এমপি হতে মরিয়া যেসব অভিনেত্রী

পরকীয়া এবং ফাঁদে পড়া নিয়ে মুখ খুললেন অপু বিশ্বাস

পরকীয়া এবং ফাঁদে পড়া নিয়ে মুখ খুললেন অপু বিশ্বাস

দেড় মাসে ওজন অনেকটা কমিয়ে ফেলেছেন শাবনূর

দেড় মাসে ওজন অনেকটা কমিয়ে ফেলেছেন শাবনূর

এই ফিটনেসে ভক্তদের খুশি করাতে পারবেন শাবনূর?

এই ফিটনেসে ভক্তদের খুশি করাতে পারবেন শাবনূর?

কাজ নেই অথচ ঘন ঘন বিদেশ ভ্রমণ, এতো টাকা কোথায় পান এই অভিনেত্রী

কাজ নেই অথচ ঘন ঘন বিদেশ ভ্রমণ, এতো টাকা কোথায় পান এই অভিনেত্রী