ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ঈদের ষষ্ঠ দিনের আয়োজন


গো নিউজ২৪ | বিনোদন প্রতিবেদক: প্রকাশিত: জুন ২১, ২০১৮, ১২:৩৫ পিএম
ঈদের ষষ্ঠ দিনের আয়োজন

ঈদ উৎসবে ৭ দিনের আয়োজনে সেজেছে ছোট পর্দা। জেনে নিন ষষ্ঠ দিনে কী কী থাকছে।

১. দেশ টিভি:
নাটক 'দ্বিতীয় গল্প সন্ধ্যা' ৭টা ৩৫ মিনিট: অভিনয়ে প্রভা, আনিসুর রহমান মিলন। নাটক 'পাঞ্জাবী' রাত ৮টা ৪৫ মিনিট: অভিনয়ে রওনক হাসান, অর্ষা। 'মিউজিক্যাল লাইভ' রাত ১১টা: অংশগ্রহণে মিনার।

২. চ্যানেল আই:
টেলিফিল্ম 'কী জানি কী হয়' দুপুর ২টা ৩০ মিনিট। টেলিফিল্ম 'ভ্যারাইটি শো' বিকেল ৪টা ৩০ মিনিট: অভিনয়ে সজল, তানজিন তিশা। নাটক 'মুরগি মতিন' সন্ধ্যা ৭টা ৪৫ মিনিট। নাটক 'রাজু মাস্তান' রাত ৯টা ৩৫ মিনিট: অভিনয়ে অপু, জেসিয়া ইসলাম।

৩. চ্যানেল নাইন:
'সিনে বিট' দুপুর ২টা ৩০ মিনিট: সিনেমার গান নিয়ে অনুষ্ঠান। টেলিফিল্ম 'কৃষ্ণচূড়ার ডাকে' বিকেল ৪টা: অভিনয়ে সুবর্ণা মুস্তাফা, মনোজ কুমার। 'স্টার বক্স' সন্ধ্যা ৬টা: অতিথি চিত্রনায়িকা অপু বিশ্বাস। উপস্থাপনা আঁখি আলমগীর। নাটক 'অন্তহীন অপেক্ষা' রাত ৮টা ৪৫ মিনিট: অভিনয়ে মিশু সাব্বির, স্নিগ্ধা মমিন। 'লাল দরিয়া' রাত ১১টা: অভিনয়ে আমিন খান, মৌসুমী, রিয়াজ, পূর্ণিমা। কাবুলিওয়ালা রাত ১১টা: অভিনয়ে মান্না, দিঘী।

৪. বাংলাভিশন:
'পরদেশী বাবু' বিকেল ৪টা ৩০ মিনিট: অভিনয়ে ফেরদৌস, রচনা ব্যানার্জি। টেলিফিল্ম 'কমলার বনবাস' দুপুর ২টা ১০ মিনিট। নাটক 'স্টার জনশাহ্' সন্ধ্যা ৭টা ৫০ মিনিট: অভিনয়ে মোশাররফ করিম, শখ। 'নাটক ভয়েস ডাউন' রাত ৯টা ৫ মিনিট। নাটক 'জিরো আওয়ার' রাত ১১টা ৫৫ মিনিট।

৫. এটিএন বাংলা:
'স্টার ক্যানভাস' দুপুর ২টা ২০ মিনিট: অতিথি বাপ্পী। উপস্থাপনা এ্যানি খান। নাটক 'সিন্দুকের চাবি' রাত ৮টা ৩০ মিনিট। অভিনয়ে নাঈম, তানজিকা। টেলিফিল্ম 'ভিন দেশী তারা' রাত ১১টা ৩০ মিনিট: অভিনয়ে আফরান নিশো, মোনালিসা। 'হৃদয়ে লিখে দিলাম তোমার নাম' রাত ১১টা: আনজানার একক সংগীতানুষ্ঠান।

৬. একুশে টিভি:
নাটক 'মেয়ে অথবা মাধবীলতার গল্প' রাত ৮টা: অভিনয়ে মৌটুসী, শতাব্দী ওয়াদুদ। 'আমার ছবি আমার গান' দুপুর ১টা: চলচ্চিত্রের গানের অনুষ্ঠান। অতিথি ও উপস্থাপনা ফেরদৌস। 'লোকগানে ঈদ আয়োজন' রাত ১১টা ২০ মিনিট: পরিবেশনা শফিকুল ইসলাম। 'স্টার কুইজ' রাত ১০টা: উপস্থাপনা দেবাশীষ বিশ্বাস। 'কিস্তিমাত' দুপুর ২টা ৩০ মিনিট: অভিনয়ে আরিফিন শুভ, আঁচল, মিশা সওদাগর। পরিচালনা আশিকুর রহমান।

৭. আরটিভি:
'ভালোবাসার দুশমন' দুপুর ২টা ১০ মিনিট: অভিনয়ে মান্না, শাকিব খান, শাবনূর। 'ঝাল টক' বিকেল ৫টা ২০ মিনিট: অতিথি নুসরাত ফারিয়া। নাটক 'শুধুমাত্র কোম্পানির প্রচারের স্বার্থে' সন্ধ্যা ৭টা ১০ মিনিট। নাটক 'ঘাউরা মজিদ হানিমুনে' রাত ৮টা ৩৫ মিনিট: অভিনয়ে মোশাররফ করিম, মম। নাটক 'কতটা পথ পেরুলে' রাত ১১টা ৫ মিনিট: অভিনয়ে নিশো, মেহজাবিন।

৮. এনটিভি:
'এক্কা দোক্কা' বিকেল ৫টা ২০ মিনিট: অংশগ্রহণে ব্যান্ড অবসকিওর ও ডিফারেন্ট টাচ। উপস্থাপনা লাবণ্য। টেলিফিল্ম 'শিলংয়ে দেখা' দুপুর ২টা ২০ মিনিট। নাটক 'সুখ' রাত ৮টা ৫ মিনিট: অভিনয়ে ইয়াশ রোহান, সাফা কবির। নাটক 'দ্বৈরথ' রাত ১১টা ১০ মিনিট: অভিনয়ে মেহজাবিন, আফরান নিশো।

৯. জিটিভি:
'জন্ম' দুপুর ২টা ৪০ মিনিট: অভিনয়ে শাকিব খান, শাবনূর, মিশা সওদাগর। আঞ্চলিক নাটক 'আর ননাই' সন্ধ্যা ৬টা। নাটক 'হাত বাড়ালেই ভালোবাসা' রাত ৮টা। নাটক 'খড়কুটো' রাত ৯টা ৩০ মিনিট। টেলিফিল্ম 'র‌্যাম্পরান' রাত ১১টা ৫০ মিনিট।

১০. এসএটিভি:
টেলিফিল্ম 'জলভ্রমণ' দুপুর ২টা ২০ মিনিট: অভিনয়ে রওনক হাসান, অহনা। নাটক 'নিঃশব্দে নীরবে' রাত ৮টা ৫০ মিনিট: অভিনয়ে ইমন, তানিম। 'স্টার কার্টেসি' সন্ধ্যা ৬টা: অতিথি মুহিন ও লিজা। উপস্থাপনা ফুয়াদ।

১১. বৈশাখী টিভি:
নাটক 'চতুর্থ শ্রেণির ধর্মঘট' রাত ৮টা ১০ মিনিট: অভিনয়ে আ খ ম হাসান, শামীম জামান, নাদিয়া নদী। 'সাহেব নামে গোলাম' দুপুর ২টা ২০ মিনিট: অভিনয়ে ওমর সানী, মৌসুমী, শাকিব খান, সাহারা, মিশা সওদাগর। 'চিটার নাম্বার ওয়ান' রাত ১১টা ৪৫ মিনিট: অভিনয়ে মান্না, মৌসুমী, ফেরদৌস।

গোনিউজ২৪/এআরএম

বিনোদন বিভাগের আরো খবর
বুকটা ফেটে যায় কষ্টে: মাহিয়া মাহি

বুকটা ফেটে যায় কষ্টে: মাহিয়া মাহি

সংরক্ষিত নারী আসনে এমপি হতে মরিয়া যেসব অভিনেত্রী

সংরক্ষিত নারী আসনে এমপি হতে মরিয়া যেসব অভিনেত্রী

পরকীয়া এবং ফাঁদে পড়া নিয়ে মুখ খুললেন অপু বিশ্বাস

পরকীয়া এবং ফাঁদে পড়া নিয়ে মুখ খুললেন অপু বিশ্বাস

দেড় মাসে ওজন অনেকটা কমিয়ে ফেলেছেন শাবনূর

দেড় মাসে ওজন অনেকটা কমিয়ে ফেলেছেন শাবনূর

এই ফিটনেসে ভক্তদের খুশি করাতে পারবেন শাবনূর?

এই ফিটনেসে ভক্তদের খুশি করাতে পারবেন শাবনূর?

কাজ নেই অথচ ঘন ঘন বিদেশ ভ্রমণ, এতো টাকা কোথায় পান এই অভিনেত্রী

কাজ নেই অথচ ঘন ঘন বিদেশ ভ্রমণ, এতো টাকা কোথায় পান এই অভিনেত্রী