ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বলিউডের যৌন হেনস্তা নিয়ে হুমার আক্ষেপ


গো নিউজ২৪ | বিনোদন ডেস্ক: প্রকাশিত: জুন ২০, ২০১৮, ০৮:১১ পিএম
বলিউডের যৌন হেনস্তা নিয়ে হুমার আক্ষেপ

ঢালিউড থেকে শুরু করে হলিউড পর্যন্ত বিশ্বের অধিকাংশ ফিল্ম ইন্ডাস্ট্রিই যৌন হেনস্তার প্রতিবাদে সোচ্ছার। শুধু হলিউডই নয়, বলিউডের তারকা অভিনেত্রীরাও এ বিষয়ে মুখ খুলছেন। জানাচ্ছেন তীব্র প্রতিবাদ। তাদের এ প্রতিবাদকে সাধুবাদ জানাচ্ছেন অনেকেই। কেউ আবার নিরব সমর্থনও দিচ্ছেন।

বিষয়টি নিয়ে বলিউড তারকা আলিয়া ভাট, ইলিয়েনা ডি’ক্রুজ, উর্বশী রাউতেলা, রাধিকা আপ্তে, কঙ্গনা রানাউত, কৃতি শ্যানন, সুরভিন চাওলাদের সোচ্চার হতে দেখা গেছে। এবার সেই তালিকায় যোগ হলেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী হুমা কুরেশিও।

এ অভিনেত্রীর মতে, ‘হ্যাশট্যাগ মি টু’ ক্যাম্পেইন হলিউডে সফল হয়েছে কারণ সেখানে অনেক সিনিয়র অভিনেত্রী এগিয়ে এসেছেন। হিন্দি সিনেমা ইন্ডাস্ট্রিতে এ ধরনের পদক্ষেপ নেই বললেই চলে।’

গত বছরের শেষের দিকে ‘হ্যাশট্যাগ মি টু’ ক্যাম্পেইনের মাধ্যমে যৌন হেনস্তার বিরুদ্ধে হলিউডে তীব্র আন্দোলন গড়ে ওঠে। গিনেথ প্যালট্রো, সালমা হায়েক এবং অ্যাঞ্জেলিনা জোলি সিনে ইন্ডাস্ট্রিতে যৌন হয়রানির শিকার হওয়ার বিষয়টি সামনে আনেন। বিপরীতে, বলিউডে হাতেগোনা কিছু তারকা ইন্ডাস্ট্রিতে যৌন হয়রানির বিষয়ে মুখ খুলেছেন এবং তা অভিযুক্তদের নাম প্রকাশ ছাড়াই।

বলিউডে এ আন্দোলন না হওয়াটা হতাশাজনক দাবি করেছেন হুমা, ‘এ আন্দোলন এখানে হচ্ছে না। এটি হলিউডে সফল হয়েছে কারণ অনেক সিনিয়র এবং সম্মানিত অভিনেত্রী এ বিষয়ে কথা বলেছেন। যা ‘হ্যাশট্যাগ মি টু’র অংশ হতে অনেককে সাহস জুগিয়েছে। আশা করি এবং কামনা করি এটি আমাদের ইন্ডাস্ট্রিতেও ঘটবে। কিন্তু আমি মনে করি এই ক্যাম্পেইন শুধু চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে শুরু হওয়ার জন্য অপেক্ষা করতে হবে না, এটা জীবনের সবক্ষেত্রের জন্য গুরুত্বপূর্ণ।  

হুমা বলেন, নারীরা নিপীড়ন বা নির্যাতন সম্পর্কে মুখ বন্ধ রাখেন নিরাপদ পরিবেশের অভাবে। তিনি মনে করেন, নারীদের জন্য নিরাপদ পরিবেশ তৈরির জন্য পর্দার চিত্রায়ন অথবা নারীর ক্ষমতায়ন সহ অনেকগুলো দায়বদ্ধতা রয়েছে।

এ অভিনেত্রী বলেন, ‘চলচ্চিত্রে নারীদের প্রতিনিধিত্ব আমাদের দেখতে হবে। এখানে ৩৬০ ডিগ্রি প্রচেষ্টার বিষয় আছে। এটা বাড়ি থেকে শুরু হতে হবে। মেয়েদেরকে ছেলেদের সমান ভাবতে হবে। যদি কোনো মেয়ে এসে জানায় যে সে হয়রানি বা নির্যাতনের শিকার হয়েছে, তাহলে এর জন্য তার চরিত্রের দোষ খোঁজা শুরু করা উচিত নয় অথবা বিস্তারিত জানতে অতীত জ্ঞিজ্ঞাসা করা উচিত নয়। এগুলো আমাদের মনে রাখা উচিত।’

গোনিউজ২৪/এআরএম

বিনোদন বিভাগের আরো খবর
বুকটা ফেটে যায় কষ্টে: মাহিয়া মাহি

বুকটা ফেটে যায় কষ্টে: মাহিয়া মাহি

সংরক্ষিত নারী আসনে এমপি হতে মরিয়া যেসব অভিনেত্রী

সংরক্ষিত নারী আসনে এমপি হতে মরিয়া যেসব অভিনেত্রী

পরকীয়া এবং ফাঁদে পড়া নিয়ে মুখ খুললেন অপু বিশ্বাস

পরকীয়া এবং ফাঁদে পড়া নিয়ে মুখ খুললেন অপু বিশ্বাস

দেড় মাসে ওজন অনেকটা কমিয়ে ফেলেছেন শাবনূর

দেড় মাসে ওজন অনেকটা কমিয়ে ফেলেছেন শাবনূর

এই ফিটনেসে ভক্তদের খুশি করাতে পারবেন শাবনূর?

এই ফিটনেসে ভক্তদের খুশি করাতে পারবেন শাবনূর?

কাজ নেই অথচ ঘন ঘন বিদেশ ভ্রমণ, এতো টাকা কোথায় পান এই অভিনেত্রী

কাজ নেই অথচ ঘন ঘন বিদেশ ভ্রমণ, এতো টাকা কোথায় পান এই অভিনেত্রী