ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

প্রথম নির্মাণেই নুহাশের পুরস্কার


গো নিউজ২৪ | বিনোদন প্রতিবেদক: প্রকাশিত: মার্চ ১৩, ২০১৮, ০৭:৫৯ পিএম
প্রথম নির্মাণেই নুহাশের পুরস্কার

কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদের ছেলে নুহাশ হুমায়ূন। বাবার দেখানো পথেই হাঁটছেন ছেলে। ‘হোটেল আলবাট্রস’ শীর্ষক প্রথম নাটক নির্মাণ করেন নুহাশ। এই নাটকের জন্য পরিচালক নুহাশ হ‌ুমায়ূন ‘চারুনীড়ম টেলিভিশন কাহিনিচিত্র পুরস্কার ২০১৮’ আয়োজনে বিশেষ পুরস্কার ‘চিত্রকুসুম’ পেয়েছেন। 

রাজধানীর শাহবাগের পাবলিক লাইব্রেরির শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে ২০১৭ ও ২০১৮ সালের পুরস্কার একত্রে প্রদান করা হয়। 

পুরস্কার হাতে নিয়ে নুহাশ হুমায়ূন বলেন, ‘হোটেল আলবাট্রস’ তিনটি ক্যাটাগরিতে পুরস্কার জিতেছে। আমি ধন্যবাদ দিতে চাই, এ নাটকের সঙ্গে যুক্ত প্রতিটি মানুষকে। সবাই এ পুরস্কারের ভাগীদার। নাটকটির জন্য সেরা অভিনেতা হয়েছেন সংস্কৃতিমন্ত্রী ও খ্যাতনামা অভিনেতা আসাদুজ্জামান নূর।

উল্লেখ্য, পুরস্কার প্রদানের আগে ৫ মার্চ থেকে ১০ মার্চ পর্যন্ত চলে বিভিন্ন চ্যানেলে প্রচারিত সেরা ২৪টি কাহিনিচিত্রের প্রদর্শন। প্রদর্শনী থেকে ১২টি বিভাগে ৬০ জন শিল্পী ও কলাকুশলী মনোনয়ন পান। মনোনীত থেকে শিল্পী ও কলাকুশলীদের এ পুরস্কার প্রদান করা হলো। বিচারকের দায়িত্ব পালন করেছেন সাইদুল আনাম টুটুল, মানজারে হাসিন মুরাদ ও গাজী রাকায়েত।

২০১৮ সালের বিজয়ীরা হলেন—
চিত্রকুসুম (অভিনয়): শার্লিন ফারজানা (দাস কেবিন) 
চিত্রকুসুম (পরিচালক): নুহাশ হ‌ুমায়ূন (হোটেল আলবাট্রস) 
শ্রেষ্ঠ কাহিনিচিত্র: (গোল্ডেন এ প্লাস) 
শ্রেষ্ঠ পরিচালক: গৌতম কৈরি (শেষটা একটু অন্য রকম) 
শ্রেষ্ঠ অভিনেতা: আসাদুজ্জামান নূর (হোটেল আলবাট্রস) 
শ্রেষ্ঠ অভিনেত্রী: দীপান্বিতা মার্টিন (গোল্ডেন এ প্লাস) 
শ্রেষ্ঠ কাহিনিকার: আবু শাহেদ ইমন (গোল্ডেন এ প্লাস) 
শ্রেষ্ঠ চিত্রনাট্যকার: মেসবাহ উদ্দিন সুমন (মায়া) 
শ্রেষ্ঠ চিত্রগ্রাহক: নাজমুল হাসান (মায়া) 
শ্রেষ্ঠ চিত্র সম্পাদক: বাশার জর্জিস (হোটেল আলবাট্রস) 
শ্রেষ্ঠ রূপসজ্জাকারী: খলিল (মায়া) 
শ্রেষ্ঠ আবহ সংগীতকার: রাশিদ শরীফ শোয়েব (মার্চ মাসে শুটিং)

২০১৭ সালের বিজয়ীরা—
চিত্রকুসুম পুরস্কার (অভিনয়): নাজিয়া হক অর্ষা (রূপকথার গল্প) 
চিত্রকুসুম (পরিচালক): সেরনিয়াবাত শাওন (লিফলেট) 
শ্রেষ্ঠ কাহিনিচিত্র: মিছিলের মুখ (আবু হায়াত মাহমুদ) 
শ্রেষ্ঠ পরিচালক: গোলাম সোহরাব দোদুল (ডুয়েল প্লে) 
শ্রেষ্ঠ অভিনেতা: তারিক আনাম খান (মিছিলের মুখ) 
শ্রেষ্ঠ অভিনেত্রী: বিপাশা হায়াত (ডুয়েল প্লে) 
শ্রেষ্ঠ কাহিনিকার: মাসুদ হাসান উজ্জ্বল (ফসিলের কান্না) 
শ্রেষ্ঠ চিত্রনাট্যকার: মাসুম শাহরীয়ার (মিছিলের মুখ) 
শ্রেষ্ঠ চিত্রগ্রাহক: কামরুল ইসলাম শুভ (ফসিলের কান্না) 
শ্রেষ্ঠ চিত্র সম্পাদক: বাশার জর্জিস (শেষ আড্ডা) 
শ্রেষ্ঠ রূপসজ্জাকারী: জাহাঙ্গীর মেহদী (অনুরণন) 
শ্রেষ্ঠ আবহ সংগীতকার: তানভীর আলম সজীব (ডুয়েল প্লে) 

গো নিউজ২৪/জাবু

বিনোদন বিভাগের আরো খবর
বুকটা ফেটে যায় কষ্টে: মাহিয়া মাহি

বুকটা ফেটে যায় কষ্টে: মাহিয়া মাহি

সংরক্ষিত নারী আসনে এমপি হতে মরিয়া যেসব অভিনেত্রী

সংরক্ষিত নারী আসনে এমপি হতে মরিয়া যেসব অভিনেত্রী

পরকীয়া এবং ফাঁদে পড়া নিয়ে মুখ খুললেন অপু বিশ্বাস

পরকীয়া এবং ফাঁদে পড়া নিয়ে মুখ খুললেন অপু বিশ্বাস

দেড় মাসে ওজন অনেকটা কমিয়ে ফেলেছেন শাবনূর

দেড় মাসে ওজন অনেকটা কমিয়ে ফেলেছেন শাবনূর

এই ফিটনেসে ভক্তদের খুশি করাতে পারবেন শাবনূর?

এই ফিটনেসে ভক্তদের খুশি করাতে পারবেন শাবনূর?

কাজ নেই অথচ ঘন ঘন বিদেশ ভ্রমণ, এতো টাকা কোথায় পান এই অভিনেত্রী

কাজ নেই অথচ ঘন ঘন বিদেশ ভ্রমণ, এতো টাকা কোথায় পান এই অভিনেত্রী