ঢাকা বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ভাষা নিয়ে যত নাটক


গো নিউজ২৪ | বিনোদন প্রতিবেদক: প্রকাশিত: ফেব্রুয়ারি ২১, ২০১৮, ০৪:৪০ পিএম
ভাষা নিয়ে যত নাটক

আজ একুশে ফেব্রুয়ারি। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। মায়ের ভাষার অধিকার রক্ষায় সংগ্রামে এক গৌরবোজ্জ্বল দিন। বাংলাদেশসহ সারা বিশ্বে ভাষা শহীদদের স্মরণে দিবসটি যথাযথ মর্যাদায় পালিত হচ্ছে।

এই উপলক্ষে টিভি পর্দাও সেজেছে ভিন্ন রুপে। বুধবার দিনভর বিভিন্ন টিভি চ্যানেলে প্রচার হচ্ছে ভাষা নিয়ে নির্মিত নাটক। এর মধ্যে উল্লেখযোগ্য ‘উত্তরাধিকার’, ‘ফেরা’, ‘বর্ণ ব্যঞ্জন’, ‘স্বরে অ’।

‘উত্তরাধিকার’ নাটকে দেখা যাবে ফারজানা ছবিকে। নাটকের গল্পে দেখা যায় তার বাবা স্বাধীনতা সংগ্রামের একজন যোদ্ধা। তার বাবার লেখা ইতিহাসের সঠিক তথ্যে আগ্রাসী হয়ে উঠে স্বাধীনতা বিরোধী অপশক্তি। অমানবিকভাবে এশার উপর শারীরিক নির্যাতন চালায় মুক্তিযুদ্ধের বিপক্ষে অবস্থানকারীরা। নাটকটি বুধবার রাত ৮টার বাংলা সংবাদের পর বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত হবে।

এদিকে  ‘ফেরা’ নামের নাটকে অভিনয় করেছেন ঈশানা। তার বিপরীতে অভিনয় করেছেন নীলয় আলমগীর।

নাটকের গল্পে দেখা যাবে, ঈশানার সঙ্গে প্রেম হয় নীলয়ের। নীলয়ের কাছে ভাষা দিবসের তেমন কোনো মূল্য নেই। আদর্শিক দ্বন্দ্বের কারণেই একদিন তাদের সম্পর্ক ভেঙে যায়। পরে নীলয়ের মধ্যে অপরাধবোধ কাজ করে। সম্পর্কের সূচনা হয় নতুনভাবে।

এদিকে ‘বর্ণ ব্যঞ্জন’-এ অভিনয় করেছেন মাজনুন মিজান। তার বিপরীতে আছেন সোহানা সাবা। এতে ডাক্তার মাহমুদের চরিত্রে অভিনয় করেন মাজনুন মিজান। বুধবার ৮টায় মাছরাঙা টেলিভিশনে নাটকটি প্রচারিত হবে।

এছাড়া ‘স্বরে অ’ নামের নাটকে অভিনয় করেছেন বড় পর্দার অভিনেতা ইমন। তার বিপরীতে দেখা যাবে ছোটপর্দার আরেক অভিনেত্রী সুমাইয়া শিমুকে। বুধবার এনটিভিতে রাত ৯টা ৫ মিনিটে নাটকটি প্রচার হবে।

গোনিউজ২৪/এআরএম

বিনোদন বিভাগের আরো খবর
বুকটা ফেটে যায় কষ্টে: মাহিয়া মাহি

বুকটা ফেটে যায় কষ্টে: মাহিয়া মাহি

সংরক্ষিত নারী আসনে এমপি হতে মরিয়া যেসব অভিনেত্রী

সংরক্ষিত নারী আসনে এমপি হতে মরিয়া যেসব অভিনেত্রী

পরকীয়া এবং ফাঁদে পড়া নিয়ে মুখ খুললেন অপু বিশ্বাস

পরকীয়া এবং ফাঁদে পড়া নিয়ে মুখ খুললেন অপু বিশ্বাস

দেড় মাসে ওজন অনেকটা কমিয়ে ফেলেছেন শাবনূর

দেড় মাসে ওজন অনেকটা কমিয়ে ফেলেছেন শাবনূর

এই ফিটনেসে ভক্তদের খুশি করাতে পারবেন শাবনূর?

এই ফিটনেসে ভক্তদের খুশি করাতে পারবেন শাবনূর?

কাজ নেই অথচ ঘন ঘন বিদেশ ভ্রমণ, এতো টাকা কোথায় পান এই অভিনেত্রী

কাজ নেই অথচ ঘন ঘন বিদেশ ভ্রমণ, এতো টাকা কোথায় পান এই অভিনেত্রী