ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

দুই শতাধিক শিল্পীর বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে শিল্পী সমিতি


গো নিউজ২৪ | বিনোদন প্রতিবেদক: প্রকাশিত: ফেব্রুয়ারি ১৮, ২০১৮, ০৯:১৬ পিএম
দুই শতাধিক শিল্পীর বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে শিল্পী সমিতি

চলচ্চিত্র শিল্পী সমিতির গঠনতন্ত্র অনুযায়ী পূর্ণ সদস্য হতে হলে একজন শিল্পীকে নির্দিষ্ট কিছু যোগ্যতা অর্জন করতে হয়। প্রায় দুই শতাধিক শিল্পীর সে ধরনের যোগ্যতা নেই বলে প্রমাণ পেয়েছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি। আর এ কারণে সমিতি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন সংগঠনটির সাধারণ সম্পাদক চিত্রতারকা জায়েদ খান।

শিল্পী সমিতির এ নেতা বলেন, অভিযুক্তদের সাক্ষাৎকার নেওয়া হবে। সেখানে তারা যদি তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিরুদ্ধে যথাপোযুক্ত উত্তর দিতে পারেন, তাহলে তাদের পূর্ণ সদস্যপদ থাকবে। আর না হলে সমিতির সংবিধান (গঠনতন্ত্র) অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। তখন তারা সহযোগী সদস্য হিসেবে থাকবেন। কিন্তু তারা ভোটাধিকার প্রয়োগের অধিকার হারাবেন।’

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির বর্তমানে সদস্য সংখ্যা ৬২৪ জন। সমিতির নেতারা খোঁজ নিয়ে জানতে পেরেছেন, বর্তমানে অনেকেই চলচ্চিত্রের নিয়মিত অভিনয়শিল্পী নয়। এমনকি একটি ছবিতে অভিনয় করে সদস্যপদ নিয়েছেন এমন সদস্যও আছেন। আবার অনেকে আছেন, যারা একটি ছবিতেও অভিনয় করেননি। এ কারণে আগামী ২৮ ফেব্রুয়ারি সমিতির কক্ষে সেই সদস্যদের মধ্য থেকে ১০০ সদস্য ডাকা হয়েছে। এ ছাড়া পর্যায়ক্রমে অন্যদেরও ডাকা হবে।

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির এই মেয়াদের নির্বাচনের সময় অনেক সদস্যের আচরণ নিয়ে নানা অভিযোগ ওঠে। একসঙ্গে এতসংখ্যক চলচ্চিত্রশিল্পীকে দেখে অনেকেই অবাক হন। নিজেদের ভাবমূর্তি রক্ষা করার জন্য চলচ্চিত্র শিল্পী সমিতির বর্তমান কমিটি অযোগ্য ব্যক্তিদের পূর্ণ সদস্যপদ বাতিলের সিদ্ধান্ত নিয়েছে।

চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান বলেন, ‘যেহেতু আমাদের সংবিধানের ছয় অনুচ্ছেদের ক-তে পরিষ্কারভাবে বলা আছে, পূর্ণ সদস্য হতে হলে পাঁচটি অবিতর্কিত পূর্ণদৈর্ঘ্য ছবিতে অভিনয় করতে হবে। এরপর একজন চলচ্চিত্রকর্মী সমিতির পূর্ণ সদস্য হওয়ার জন্য আবেদন করতে পারবেন। এ আবেদন যদি কার্যকরী পরিষদে গৃহীত হয়, তাহলে তিনি পূর্ণ সদস্যপদ লাভ করবেন, নির্বাচনসহ যেকোনো কর্মকাণ্ডে অংশ নিতে পারবেন। শুধু তা-ই নয়, একজন পূর্ণ সদস্যকে অবশ্যই পেশাদার চলচ্চিত্র অভিনয়শিল্পী হতে হবে।’

উল্লেখ্য, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বিবার্ষিক (২০১৭-১৮) নির্বাচনে মিশা সওদাগর সভাপতি ও জায়েদ খান সাধারণ সম্পাদক  নির্বাচিত হন। সভাপতি পদে মিশা সওদাগর পান ২৫৯ ভোট। অপরদিকে সাধারণ সম্পাদক পদে জায়েদ খান পান ২৭৯ ভোট।

গোনিউজ২৪/এআরএম

বিনোদন বিভাগের আরো খবর
বুকটা ফেটে যায় কষ্টে: মাহিয়া মাহি

বুকটা ফেটে যায় কষ্টে: মাহিয়া মাহি

সংরক্ষিত নারী আসনে এমপি হতে মরিয়া যেসব অভিনেত্রী

সংরক্ষিত নারী আসনে এমপি হতে মরিয়া যেসব অভিনেত্রী

পরকীয়া এবং ফাঁদে পড়া নিয়ে মুখ খুললেন অপু বিশ্বাস

পরকীয়া এবং ফাঁদে পড়া নিয়ে মুখ খুললেন অপু বিশ্বাস

দেড় মাসে ওজন অনেকটা কমিয়ে ফেলেছেন শাবনূর

দেড় মাসে ওজন অনেকটা কমিয়ে ফেলেছেন শাবনূর

এই ফিটনেসে ভক্তদের খুশি করাতে পারবেন শাবনূর?

এই ফিটনেসে ভক্তদের খুশি করাতে পারবেন শাবনূর?

কাজ নেই অথচ ঘন ঘন বিদেশ ভ্রমণ, এতো টাকা কোথায় পান এই অভিনেত্রী

কাজ নেই অথচ ঘন ঘন বিদেশ ভ্রমণ, এতো টাকা কোথায় পান এই অভিনেত্রী