ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

নতুন দ্বার খুলবে তৌসিফ-নাদিয়ার গল্পটি


গো নিউজ২৪ | কাহহার সামি: প্রকাশিত: ফেব্রুয়ারি ১৭, ২০১৮, ০৪:২৪ পিএম আপডেট: ফেব্রুয়ারি ১৮, ২০১৮, ০৭:২২ এএম
নতুন দ্বার খুলবে তৌসিফ-নাদিয়ার গল্পটি

বিয়োগান্তক প্রেমের গল্প নিয়ে নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘কাঁচের পুতুল’। না পাওয়া এমন মিষ্টি প্রেমের গল্পে জুটি বেঁধে কাজ করেছেন ছোট পর্দা প্রিয় মুখ তৌসিফ মাহবুব ও নাদিয়া খানম নদী। রাহাত বাপ্পির মূল ভাবনা নিয়ে স্বল্পদৈর্ঘ্যটি পরিচালনা করেন তরুণ নির্মাতা মাসুম রুবেল।

বহুল প্রতিক্ষিত ‘কাঁচের পুতুল’ অবশেষে প্রচার হতে যাচ্ছে। রাকিব মিডিয়াটেকের প্রোডাকশনটি টাইগার মিডিয়ার ব্যানারে আগামী ২৫শে ফেব্রুয়ারি প্রচার হবে। এমনটি নিশ্চিত করেছেন পরিচালক নিজেই।

এর আগে ইউটিউবে উন্মুক্ত করা হবে স্বল্পদৈর্ঘ্যের ‘চোখের জলে’ শিরোনামের একমাত্র গান। আগামীকাল ১৮ ফেব্রুয়ারি গানটি প্রকাশ পাবে। ইতোমধ্যে স্বল্পদৈর্ঘ্যটির প্রোমশনাল ভিডিও প্রকাশ পেয়েছে টাইগার মিডিয়ার ইউটিউব চ্যানেলে। ভিডিওটি প্রকাশের পর পরই দর্শক মনে বেশ সাড়া জাগিয়েছে।

গল্পে দেখা যাবে- মেয়েটিকে (নাদিয়া) দেখতে প্রতিদিন ছেলেটি (তৌসিফ) রেস্টুরেন্টে ভিড় জমায়। অসম্ভব সুন্দর এই মেয়েকে কিছুতেই বলতে পারে না সে তাকে কতটা ভালোবাসে। কারণ একটাই ছেলেটি জানতো, এ প্রেম মুকুলেই ঝরে যাবে। ছেলেটার ভালোবাসার এমন না পাওয়ার আবেগটাও শেষ পর্যন্ত দীর্ঘ হয় না।

স্বল্পদৈর্ঘ্য প্রসঙ্গে নির্মাতা মাসুম রুবেল বলেন, ‘ভালোবাসার অপূর্ণতাকে ঘিরেই ‘কাঁচের পুতুল’। যেখানে একটি ছেলে তার ভালোবাসার মানুষটিকে নিয়ে শুধু স্বপ্নই দেখে। গল্পের শেষে দর্শকদের জন্য একটা বড় চমক থাকবে। আমার বিশ্বাস এটি দর্শকদের কাঁদাবে।

অনেক সুন্দর একটা কাজ দিয়ে বছরটা শুরু করেছি। বিশেষ করে এক জনের কথা না বললেই নয়, কাঁচের পুতুলের রচয়িতা রাহাত বাপ্পি। তিনি এক সাথে স্বল্পদৈর্ঘ্যটির সিনেমাটোগ্রাফার। তাকে আমার পক্ষ থেকে কৃতজ্ঞতা ও ভালোবাসা। আমাদের পুরো টিম ওয়ার্কটাই ভালো ছিল। যার জন্য কাজটি দর্শকদের কাছে নিয়ে আসতে পেরেছি।’ 

স্বল্পদৈর্ঘ্যের একমাত্র গান ‘চোখের জলে’। গানটিতে কণ্ঠ দিয়েছেন সৈয়দ নাফিস। এর গীতি কবিতাও লিখেছেন তিনি নিজেই। শিরোনামেই গানটিকে খুঁজে পাবে দর্শক। গানের পাশাপাশি সাউন্ড ডিজাইনিং এর কাজ করেছে শুভ্র রাহা।

এদিকে স্বল্পদৈর্ঘ্যের নির্বাহী প্রযোজক শুভ্রবিশ্বাসকে গল্পের গুরুত্বপুর্ণ একটি চরিত্রে খুঁজে পাবে দর্শক। ‘কাঁচের পুতুল’-এর চিত্রনাট্য এবং সংলাপ লিখেছেন শিশির সিক্ত।

‘কাঁচের পুতুল’ বাংলাদেশে নতুন একটি দ্বার খুলে দিবে। অতীতের সকল রেকর্ড ভেঙে কাঁচের পুতুল নিজের একটি জায়গা করে নিবে স্ব-গৌরবে। এমনটাই প্রত্যাশা পরিচালকসহ এর কলাকুশলীদের।

স্বল্পদৈর্ঘ্যটির প্রোমশনাল ভিডিও...

গো নিউজ২৪/কাসা
 

বিনোদন বিভাগের আরো খবর
বুকটা ফেটে যায় কষ্টে: মাহিয়া মাহি

বুকটা ফেটে যায় কষ্টে: মাহিয়া মাহি

সংরক্ষিত নারী আসনে এমপি হতে মরিয়া যেসব অভিনেত্রী

সংরক্ষিত নারী আসনে এমপি হতে মরিয়া যেসব অভিনেত্রী

পরকীয়া এবং ফাঁদে পড়া নিয়ে মুখ খুললেন অপু বিশ্বাস

পরকীয়া এবং ফাঁদে পড়া নিয়ে মুখ খুললেন অপু বিশ্বাস

দেড় মাসে ওজন অনেকটা কমিয়ে ফেলেছেন শাবনূর

দেড় মাসে ওজন অনেকটা কমিয়ে ফেলেছেন শাবনূর

এই ফিটনেসে ভক্তদের খুশি করাতে পারবেন শাবনূর?

এই ফিটনেসে ভক্তদের খুশি করাতে পারবেন শাবনূর?

কাজ নেই অথচ ঘন ঘন বিদেশ ভ্রমণ, এতো টাকা কোথায় পান এই অভিনেত্রী

কাজ নেই অথচ ঘন ঘন বিদেশ ভ্রমণ, এতো টাকা কোথায় পান এই অভিনেত্রী