ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

‘আমার বুকের দিকে তাকিয়েছিল’, মুখ খুললেন বিদ্যা


গো নিউজ২৪ | বিনোদন ডেস্ক প্রকাশিত: নভেম্বর ১০, ২০১৭, ১২:৫৯ পিএম
‘আমার বুকের দিকে তাকিয়েছিল’, মুখ খুললেন বিদ্যা

হলিউডের একজন প্রখ্যাত প্রযোজক হার্ভে ওয়েনস্টাইন। ওতপ্রোতভাবে যৌন কেলেঙ্কারির সাথে জড়িয়ে পড়েন তিনি।  তাঁর যৌন কুকীর্তি ছড়িয়ে পড়ার পর থেকেই বিভিন্ন সিনে ইন্ডাস্ট্রির মুখোশ খুলছে। বাকি নেই হিন্দি সিনেমার দুনিয়াও। সম্প্রতি এ নিয়ে মুখ খুললেন জাতীয় পুরস্কারজয়ী অভিনেত্রী বিদ্যা বালান।

কি ঘটেছিল বিদ্যার জীবনে?

ক্যারিয়ারে নিজের যৌন হেনস্তার কথা বলতে গিয়ে বিদ্যা বলেন, ‘এরকম পরিস্থিতির শিকার তিনিও হয়েছিলেন। সে সময় একেবারে নতুন তিনি। বাবাকে সঙ্গে নিয়ে গিয়েছিলেন অডিশনে। সেখানেই তিনি দেখেন, এক পরিচালক সবসময় তাঁর বুকের দিকে তাকিয়ে আছেন। স্বাভাবিকভাবেই একজন মেয়ের কাছে এই পরিস্থিতি রীতিমতো অস্বস্তিকর। কিন্তু বিদ্যা চুপ করে থাকেননি। মুখের উপর জানতে চেয়েছিলেন, কী দেখছেন? তাতেই হকচকিয়ে যান ওই ব্যক্তি। সেদিন বাবাকে অবশ্য ঘুণাক্ষরেও কিছু জানতে দেননি বিদ্যা। তাতে বাবা ভেঙে পড়তে পারতেন।’ 

কিন্তু সেদিনের ঘটনা আজও ভোলেননি নায়িকা। আজ তাই সকলেই যখন যৌন হেনস্তা নিয়ে সরব, তখন তাঁর জীবনে ঘটা একমাত্র ঘটনাটির কথাও তুলে এনেছেন বিদ্যা।

এর আগে বলিউডের একাধিক অভিনেত্রী যখন যৌন হেনস্তা নিয়ে মুখ খুলেছিলেন, তখন বিদ্যা জানিয়েছিলেন, এই কমপ্রোমাইজের জায়গাটা মহিলাদের উপরই নির্ভর করে। প্রশ্ন ওঠে, তাহলে কি বিদ্যা মহিলাদেরই কাঠগড়ায় দাঁড় করাচ্ছেন? পরে এক সাক্ষাৎকারে বিদ্যা পুরো বিষয়টি খোলসা করেন। জানান, মহিলাদের দোষ দিচ্ছেন না তিনি। কিন্তু এরকম কোনও ঘটনা ঘটলে কেউ যেন চুপ করে না থাকেন। প্রতিবাদে সরব হন। সে কথাই বলতে চেয়েছেন তিনি। ইন্ডাস্ট্রিতে বলিষ্ঠ অভিনেত্রীই শুধু নন, সাহসী মানসিকতার নারী হিসেবেও তিনি পরিচিত। নিজের ঘটনার উদাহরণ টেনেই বিদ্যা বুঝিয়ে দিয়েছেন, এই হেনস্তা একবারে গোড়াতেই বিনাশ করতে হয়। নয়তো লতায়-পাতায় তা বাড়তে থাকে। এবং অভিনেত্রীদের গ্রাস করে নেয়।

তিনি জানান, প্রতি ইন্ডাস্ট্রিতে হার্ভে ওয়েনস্টাইনের মতো ব্যক্তিরা আছেন। বিদ্যার সাফ কথা, প্রত্যেক মহিলারই সিক্স সেন্স আছে। মহিলারা ঠিক বুঝতে পারেন কোনটা খারাপ ইঙ্গিত, আর কোনটা নয়। 

তিনি তাঁর ব্যক্তিগত দর্শন ভাগ করে জানান, রুটি-রুজির জন্য তিনি নিজের মর্যাদা খোয়াতে পারবেন না। কিন্তু কোনও একজন মহিলা যখন কারও সঙ্গে কফি খেতে যাচ্ছেন, তখন নিশ্চয়ই তিনি চাইছেন বলেই যাচ্ছেন। এখন সেটা ভাল না খারাপ সেটা মহিলারা নিশ্চয়ই অনুভূতি দিয়ে বুঝতে পারেন। তিনি কমপ্রোমাইজ করবেন কি করবেন না সেটা একান্তই তাঁর ব্যাপার। কিন্তু অস্বস্তি বোধ হলে গোড়াতেই রুখে দাঁড়ালে বা তা এড়িয়ে গেলে বড় বিপদের হাত থেকে রক্ষা পাওয়া যাবে বলে মত অভিনেত্রীর। তাতে একজন মহিলা তাঁর কর্মক্ষেত্রে মর্যাদা নিয়ে কাজ করতে পারবেন বলেই মনে করেন জাতীয় পুরস্কারজয়ী এই অভিনেত্রী।

গো নিউজ২৪/কাসা  

বিনোদন বিভাগের আরো খবর
বুকটা ফেটে যায় কষ্টে: মাহিয়া মাহি

বুকটা ফেটে যায় কষ্টে: মাহিয়া মাহি

সংরক্ষিত নারী আসনে এমপি হতে মরিয়া যেসব অভিনেত্রী

সংরক্ষিত নারী আসনে এমপি হতে মরিয়া যেসব অভিনেত্রী

পরকীয়া এবং ফাঁদে পড়া নিয়ে মুখ খুললেন অপু বিশ্বাস

পরকীয়া এবং ফাঁদে পড়া নিয়ে মুখ খুললেন অপু বিশ্বাস

দেড় মাসে ওজন অনেকটা কমিয়ে ফেলেছেন শাবনূর

দেড় মাসে ওজন অনেকটা কমিয়ে ফেলেছেন শাবনূর

এই ফিটনেসে ভক্তদের খুশি করাতে পারবেন শাবনূর?

এই ফিটনেসে ভক্তদের খুশি করাতে পারবেন শাবনূর?

কাজ নেই অথচ ঘন ঘন বিদেশ ভ্রমণ, এতো টাকা কোথায় পান এই অভিনেত্রী

কাজ নেই অথচ ঘন ঘন বিদেশ ভ্রমণ, এতো টাকা কোথায় পান এই অভিনেত্রী