ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

আরও ৫০ হাজার শিক্ষক নিয়োগ চলতি বছরই


গো নিউজ২৪ | শিক্ষা প্রকাশিত: জুলাই ২৬, ২০২১, ০৯:৫৯ এএম
আরও ৫০ হাজার শিক্ষক নিয়োগ চলতি বছরই

চলতি বছরেই আরও ৫০ হাজারের বেশি শিক্ষক নিয়োগের চতুর্থ গণবিজ্ঞপ্তি প্রকাশ করতে যাচ্ছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এই নিয়োগসংক্রান্ত কাজ ইতিমধ্যে শুরু হয়েছে বলে এনটিআরসিএ সূত্রে জানা গেছে।

এনটিআরসিএর একজন কর্মকর্তা বলেন, এনটিআরসিএ ইতিমধ্যেই সারা দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে প্রায় ৩৫ হাজার শূন্য পদের চাহিদা পেয়েছে। ওই কর্মকর্তা বলেন, ‘আমরা ইতিমধ্যেই ৩৫ হাজারের মতো শূন্য পদের চাহিদা পেয়েছি। পাশাপাশি তৃতীয় গণবিজ্ঞপ্তির ১৫ হাজারের বেশি পদ ফাঁকা রয়েছে। চতুর্থ গণবিজ্ঞপ্তিতে এসব পদের বিপরীতেই আবেদন চাওয়া হবে।’

এই কর্মকর্তা আরও বলেন, ‘কঠোর বিধিনিষেধের কারণে আমাদের কাজ আটকে আছে। তৃতীয় গণবিজ্ঞপ্তির নিয়োগ এখনো শেষ হয়নি। সেটা শেষ হলেই চতুর্থ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। মুজিববর্ষ এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বেকার সমস্যা নিরসনে সরকারের নির্দেশনা রয়েছে। এ জন্য চলতি বছরেই আমরা প্রায় এক লাখ শিক্ষক নিয়োগের কাজ শেষ করতে চাই।’

গত ৩০ মার্চ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ৫৪ হাজার ৩০৪ শিক্ষক নিয়োগের লক্ষ্যে তৃতীয় গণবিজ্ঞপ্তি প্রকাশ করে এনটিআরসিএ। এর মধ্যে স্কুল ও কলেজ পর্যায়ে ৩১ হাজার ১০১টি পদ ছিল। আর মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানের পদ ছিল ২০ হাজার ৯৯৬টি। মামলাসংক্রান্ত জটিলতার কারণে ২ হাজার ২০৭টি পদ সংরক্ষিত রাখা হয়।

১৫ ও ১৬ জুলাই তৃতীয় গণবিজ্ঞপ্তির ফল প্রকাশ করা হয়। এতে এমপিও পদে ৩৪ হাজার ৬১০ জন এবং নন-এমপিও পদে ৩ হাজার ৬৭৬ জনকে প্রাথমিকভাবে সুপারিশ করে এনটিআরসিএ। কিন্তু ৮ হাজার ৪৪৮টি পদে কোনো আবেদন না পাওয়ায় এবং ৬ হাজার ৭৭৭টি নারী কোটা পদে যোগ্য প্রার্থী না পাওয়ায় মোট ১৫ হাজার ৩২৫টি পদে ফলাফল দিতে পারেনি এনটিআরসিএ। 

শিক্ষা বিভাগের আরো খবর
রমজান মাসের কোন কোন দিন প্রাইমারিসহ স্কুল-কলেজ খোলা থাকবে

রমজান মাসের কোন কোন দিন প্রাইমারিসহ স্কুল-কলেজ খোলা থাকবে

‘শরীফার গল্প’ রেখেই ষষ্ঠ থেকে নবম শ্রেণির বইয়ে হবে সংশোধন

‘শরীফার গল্প’ রেখেই ষষ্ঠ থেকে নবম শ্রেণির বইয়ে হবে সংশোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপ-উপাচার্য হলেন অধ্যাপক সীতেশ চন্দ্র বাছার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপ-উপাচার্য হলেন অধ্যাপক সীতেশ চন্দ্র বাছার

‍‍`শরিফ থেকে শরিফা‍‍` ইস্যুতে সুখবর দিলেন শিক্ষামন্ত্রী

‍‍`শরিফ থেকে শরিফা‍‍` ইস্যুতে সুখবর দিলেন শিক্ষামন্ত্রী

৫ জেলার স্কুল বন্ধ

৫ জেলার স্কুল বন্ধ

সকল শিক্ষাপ্রতিষ্ঠানে শনিবারের সাপ্তাহিক ছুটি কি বাতিল, যা জানা গেল

সকল শিক্ষাপ্রতিষ্ঠানে শনিবারের সাপ্তাহিক ছুটি কি বাতিল, যা জানা গেল