ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ভ্যাকসিন দেশে না আসা পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার দাবি


গো নিউজ২৪ | নিউজ ডেস্ক প্রকাশিত: সেপ্টেম্বর ২৯, ২০২০, ০৬:৫০ পিএম আপডেট: সেপ্টেম্বর ২৯, ২০২০, ১২:৫০ পিএম
ভ্যাকসিন দেশে না আসা পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার দাবি

করোনার ভ্যাকসিন দেশে না আসা পর্যন্ত পাবলিক পরীক্ষা ও শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার দাবি জানিয়েছেন অভিবাবকরা। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) এক বিবৃতিতে এ দাবি জানিয়েছে অভিভাবক ঐক্য ফোরাম।

ফোরামের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. জিয়াউল কবির দুলু ও প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. আতিকুর রহমান টুলু স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যতক্ষণ পর্যন্ত করোনা ভ্যাকসিন বাজারে না আসবে বা বাজারে সহজলভ্য না হবে ততক্ষণ পর্যন্ত সন্তানদের মৃত্যুর ঝুঁকি নিয়ে কোনো শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়া সমীচীন হবে না। সেই সঙ্গে এইচএসসি পরীক্ষাসহ কোনো পরীক্ষাই নেয়া ঠিক হবে না।

প্রধানমন্ত্রীর নির্দেশে শিক্ষার্থী-শিক্ষক-অভিভাবকদের জীবনের নিরাপত্তার কথা বিবেচনায় নিয়ে গত ১৭ মার্চ থেকে সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে। তাই ১৭ মার্চের আগের অবস্থা ফিরে না আসা পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান খোলা বা পরীক্ষা নেয়া উচিত হবে না।

বলা হয়েছে, শিক্ষাপ্রতিষ্ঠান খুলে পরীক্ষা নেয়া হলে যদি শিক্ষার্থী, পরীক্ষার্থী, শিক্ষক, অভিভাবক করোনায় আক্রান্ত হয় তার দায়ভার কে নেবে? আমাদের সন্তানরা বেঁচে থাকলে পরবর্তীতে লেখাপড়া ও পরীক্ষা দিতে পারবে।

বিবৃতিতে আরও বলা হয়, ১৯৭১ সালে বঙ্গবন্ধু ঘোষিত অসহযোগ আন্দোলন চলাকালীন এবং মহান মুক্তিযুদ্ধের সময়ে শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো ক্লাস বা পরীক্ষা হয়নি। পরবর্তীতে স্বাধীনতার পর বঙ্গবন্ধুর সরকার অটোপাসের ব্যবস্থা এবং ১৯৭১ ও ১৯৭২ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষা ৩-৪ মাস গ্যাপ দিয়ে অনুষ্ঠিত হয়।

প্রধানমন্ত্রী আশংকা করেছেন আসন্ন শীতে করোনার দ্বিতীয় ঢেউ শুরু হতে পারে। এ বিষয়ে তিনি সর্বস্তরে আগাম প্রস্তুতি নিতে বলেছেন। অভিভাবকরা স্কুল-কলেজ খোলা ও এইচএসসিসহ সব পরীক্ষা নিয়ে উদ্বিগ্ন। তাই কোনোভাবেই শীতের সময় শিক্ষাপ্রতিষ্ঠান না খোলার দাবি জানান তারা।

শিক্ষা বিভাগের আরো খবর
রমজান মাসের কোন কোন দিন প্রাইমারিসহ স্কুল-কলেজ খোলা থাকবে

রমজান মাসের কোন কোন দিন প্রাইমারিসহ স্কুল-কলেজ খোলা থাকবে

‘শরীফার গল্প’ রেখেই ষষ্ঠ থেকে নবম শ্রেণির বইয়ে হবে সংশোধন

‘শরীফার গল্প’ রেখেই ষষ্ঠ থেকে নবম শ্রেণির বইয়ে হবে সংশোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপ-উপাচার্য হলেন অধ্যাপক সীতেশ চন্দ্র বাছার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপ-উপাচার্য হলেন অধ্যাপক সীতেশ চন্দ্র বাছার

‍‍`শরিফ থেকে শরিফা‍‍` ইস্যুতে সুখবর দিলেন শিক্ষামন্ত্রী

‍‍`শরিফ থেকে শরিফা‍‍` ইস্যুতে সুখবর দিলেন শিক্ষামন্ত্রী

৫ জেলার স্কুল বন্ধ

৫ জেলার স্কুল বন্ধ

সকল শিক্ষাপ্রতিষ্ঠানে শনিবারের সাপ্তাহিক ছুটি কি বাতিল, যা জানা গেল

সকল শিক্ষাপ্রতিষ্ঠানে শনিবারের সাপ্তাহিক ছুটি কি বাতিল, যা জানা গেল