ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বন্ধ ছাড়াও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের জরুরী বিজ্ঞপ্তি


গো নিউজ২৪ | নিউজ ডেস্ক প্রকাশিত: মার্চ ১৬, ২০২০, ০১:২৪ পিএম আপডেট: মার্চ ১৬, ২০২০, ০৭:২৪ এএম
বন্ধ ছাড়াও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের জরুরী বিজ্ঞপ্তি

করোনাভাইরাস থেকে শিক্ষার্থীদের নিরাপদ রাখতে সাময়িকভাবে সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

সোমবার (১৬ মার্চ) দুপুরে শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বিষয়টি নিশ্চিত করে বলেন, সোমবার মন্ত্রিসভার বৈঠকে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের বিষয়ে আলোচনা হয়েছে। সেখানে প্রধানমন্ত্রী কিছু নির্দেশনা দিয়েছেন। তার প্রেক্ষিতে শিক্ষার্থীদের নিরাপদে রাখতে আমরা আগামী ৩১ মার্চ পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি।

সোমবার (১৬ মার্চ) মন্ত্রিপরিষদ সভায় এ বিষয়ে সিদ্ধান্ত হওয়ার পর বিষয়টি নিশ্চিত করেছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আকরাম আল হোসেনও।

এদিকে, ২০২০ খ্রিষ্টাব্দের প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনীপরীক্ষার্থীদের ডিআর তথ্য আগামী ৩১ মার্চের মধ্যে সংগ্রহের নির্দেশ দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। অধিদপ্তর নির্ধারিত ছকে এসব তথ্য সংগ্রহ করতে বলা হয়েছে উপজেলা ও থানা শিক্ষা কর্মকর্তাদের।

সোমবার (১৫ মার্চ) প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে এ নির্দেশনা উপজেলা শিক্ষা কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্র জানায়, এনসিটিবির পাঠ্যক্রম অনুযায়ী পরিচালিত প্রাথমিক বিদ্যালয়, স্বতন্ত্র ও সংযুক্ত ইবতেদায়ি মাদরাসা থেকে পরীক্ষার্থীদের তথ্য সংগ্রহ করতে বলা হয়েছে উপজেলা ও থানা শিক্ষা কর্মকর্তাদের। ১৫ মার্চ এ বিষয়ে লিখিত নির্দেশনা পাঠানো হয়েছে। একই সাথে শিক্ষার্থীদের তথ্য সংগ্রহের দুইটি পৃথক ছক পাঠানো হয়েছে উপজেলা শিক্ষা কর্মকর্তাদের। প্রাথমিক ও ইবতেদায়ি সমাপনী পরীক্ষার্থীদের তথ্য নির্ধারিত ছক মোতাবেক করতে বলা হয়েছে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের। 

সূত্র আরও জানায়, একই সাথে আইএমডির পাঠানো সফটওয়্যারে ডিআর এন্ট্রি সম্পন্ন করে আগামী ২৭ এপ্রিলের মধ্যে তা জেলা শিক্ষা অফিসে দাখিল করতে বলা হয়েছে উপজেলা শিক্ষা কর্মকর্তাদের। জেলা শিক্ষা অফিস থেকে আগামী ৭ মের মধ্যে ডিআর তথ্য আবশ্যিকভাবে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আইএমডিতে পাঠানোর নির্দেশনাও দেয়া হয়েছে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের। 

গোনিউজ২৪/এন

শিক্ষা বিভাগের আরো খবর
রমজান মাসের কোন কোন দিন প্রাইমারিসহ স্কুল-কলেজ খোলা থাকবে

রমজান মাসের কোন কোন দিন প্রাইমারিসহ স্কুল-কলেজ খোলা থাকবে

‘শরীফার গল্প’ রেখেই ষষ্ঠ থেকে নবম শ্রেণির বইয়ে হবে সংশোধন

‘শরীফার গল্প’ রেখেই ষষ্ঠ থেকে নবম শ্রেণির বইয়ে হবে সংশোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপ-উপাচার্য হলেন অধ্যাপক সীতেশ চন্দ্র বাছার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপ-উপাচার্য হলেন অধ্যাপক সীতেশ চন্দ্র বাছার

‍‍`শরিফ থেকে শরিফা‍‍` ইস্যুতে সুখবর দিলেন শিক্ষামন্ত্রী

‍‍`শরিফ থেকে শরিফা‍‍` ইস্যুতে সুখবর দিলেন শিক্ষামন্ত্রী

৫ জেলার স্কুল বন্ধ

৫ জেলার স্কুল বন্ধ

সকল শিক্ষাপ্রতিষ্ঠানে শনিবারের সাপ্তাহিক ছুটি কি বাতিল, যা জানা গেল

সকল শিক্ষাপ্রতিষ্ঠানে শনিবারের সাপ্তাহিক ছুটি কি বাতিল, যা জানা গেল