ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

কেন্দ্রীয় ভর্তি পরীক্ষার ধারণা জটিল ও অস্পষ্ট, যাচ্ছে না জাবি


গো নিউজ২৪ | নিজস্ব প্রতিনিধি: প্রকাশিত: ফেব্রুয়ারি ২৫, ২০২০, ০৭:১৯ পিএম
কেন্দ্রীয় ভর্তি পরীক্ষার ধারণা জটিল ও অস্পষ্ট, যাচ্ছে না জাবি

ইউজিসির কেন্দ্রীয় ভর্তি পরীক্ষার ধারণাটি ‘জটিল’ ও ‘অস্পষ্ট’ উল্লেখ করে এতে অংশ না নেয়ার সিদ্ধান্ত নিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। এর আগে গত বুধবার বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), পরদিন বৃহস্পতিবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং রোববার ঢাকা বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ও ইউজিসির কেন্দ্রীয় পরীক্ষায় না যাওয়ার সিদ্ধান্তের কথা জানায়।

মঙ্গলবার বিকেলে জাবির সহ-উপাচার্য (প্রশাসন) আমির হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, বিকেলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা পরিষদের (একাডেমিক কাউন্সিল) জরুরি সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়।

সূত্র জানায়, উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলামের সভাপতিত্বে মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে অনুষ্ঠিত বিশেষ একাডেমিক কাউন্সিলের সভায় আগের নিয়মেই পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত নেয়া হয়। বেলা ১১টা থেকে প্রায় তিন ঘন্টাব্যাপী এ সভা অনুষ্ঠিত হয়।

ভারপ্রাপ্ত রেজিস্ট্রার রহিমা কানিজ বলেন, ‘ভর্তি পরীক্ষার বিষয়টিকে গুরুত্বের সাথে নিয়ে অনেক আলোচনা হয়েছে। সভায় উপস্থিত সকলে বিশ্ববিদ্যালয়ের স্বকীয়তা ও স্বাতন্ত্র বজায় রাখার পক্ষে মত দিয়েছেন। শিক্ষার্থীদের ভোগান্তির কথা চিন্তা করে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী যে উদ্বেগ দেখিয়েছেন সেজন্য সাধুবাদ জানান সকলে। তবে পাঁচটি বিশ্ববিদ্যালয় ব্যতীত যারা এবার সমন্বিত ভর্তি পরীক্ষায় যাচ্ছে তাদের প্রক্রিয়াটি নিবিড় পর্যবেক্ষণ করে পরবর্তীতে নতুন সিদ্ধান্ত নিতে মত দেন উপস্থিতরা।’

ভারপ্রাপ্ত প্রক্টর আ স ম ফিরোজ উল হাসান বলেন, ‘আমরা সমন্বিত ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করছি না। তবে আমাদের (জাবির) ভর্তি পরীক্ষার যে ধরণ সেটি পরিবর্তন করার প্রস্তাব দিয়েছি। শিক্ষার্থী ও অভিভাবকদের ভোগান্তি যাতে কম হয় সেদিকে নজর দেয়া হচ্ছে। এ বিষয়ে সামনে হয়তো নতুন করে সিদ্ধান্ত নেয়া হবে।’

গো নিউজ২৪/আই

শিক্ষা বিভাগের আরো খবর
রমজান মাসের কোন কোন দিন প্রাইমারিসহ স্কুল-কলেজ খোলা থাকবে

রমজান মাসের কোন কোন দিন প্রাইমারিসহ স্কুল-কলেজ খোলা থাকবে

‘শরীফার গল্প’ রেখেই ষষ্ঠ থেকে নবম শ্রেণির বইয়ে হবে সংশোধন

‘শরীফার গল্প’ রেখেই ষষ্ঠ থেকে নবম শ্রেণির বইয়ে হবে সংশোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপ-উপাচার্য হলেন অধ্যাপক সীতেশ চন্দ্র বাছার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপ-উপাচার্য হলেন অধ্যাপক সীতেশ চন্দ্র বাছার

‍‍`শরিফ থেকে শরিফা‍‍` ইস্যুতে সুখবর দিলেন শিক্ষামন্ত্রী

‍‍`শরিফ থেকে শরিফা‍‍` ইস্যুতে সুখবর দিলেন শিক্ষামন্ত্রী

৫ জেলার স্কুল বন্ধ

৫ জেলার স্কুল বন্ধ

সকল শিক্ষাপ্রতিষ্ঠানে শনিবারের সাপ্তাহিক ছুটি কি বাতিল, যা জানা গেল

সকল শিক্ষাপ্রতিষ্ঠানে শনিবারের সাপ্তাহিক ছুটি কি বাতিল, যা জানা গেল