ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ঢাবি ফিন্যান্স অ্যালামনাই এসোসিয়েশনের পূণর্মিলনী অনুষ্ঠিত


গো নিউজ২৪ | বিএস প্রকাশিত: ফেব্রুয়ারি ৯, ২০২০, ০১:২৭ পিএম আপডেট: ফেব্রুয়ারি ৯, ২০২০, ০৪:৩২ পিএম
ঢাবি ফিন্যান্স অ্যালামনাই এসোসিয়েশনের পূণর্মিলনী অনুষ্ঠিত

গতকাল ৮ ফেব্রুয়ারী শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র-শিক্ষক মিলনায়তন কেন্দ্রে {টিএসসি) ঢাকা বিশ্ববিদ্যালয় ফিন্যান্স অ্যালামনাই এসোসিয়েশনের উদ্দ্যোগে বার্ষিক পূণর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের শুরুতেই ফিন্যান্স বিভাগের সাবেক প্রয়াত ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে সবাই দাড়িয়ে এক মিনিট নিরবতা পালন করেন। এরপর তাদের স্মৃতিকে ধারন করে তৈরি করা একটি ভিডিও প্রদর্শন করা হয়।

অনুষ্ঠানে বিশেষ সম্মাননা প্রদান করা হয় ফিন্যান্স বিভাগের সাবেক কৃতী ছাত্র, বাংলাদেশের তারকা ব্যাডমিন্টন খেলোয়ার এবং জাতীয় ব্যাডমিন্টনে ৩ বার একক, ৬ বার দ্বৈত এবং ৪ বারের মিশ্র দ্বৈতসহ মোট ১৩ বারের চ্যাম্পিয়ন মোঃ মাহবুবুর রবকে। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন ফিন্যান্স অ্যালামনাই এসোসিয়েশনের সভাপতি ফিন্যান্স বিভাগের শিক্ষক প্রফেসর ড. মাহমুদ ওসমান ইমাম। এছাড়াও আরো বক্তব্য রাখেন এ্সোসিয়েশনের সাধারন সম্পাদক আজিজ আহমেদ ভূঁইয়া রুজভেল্ট, সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ও ফিন্যান্স বিভাগের শিক্ষক প্রফেসর ড. এম খায়রুল হোসেন, ফিন্যান্স বিভাগের সাবেক শিক্ষক প্রফেসর ড.বাকী খলিলী প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে ছিলেন জনপ্রিয় মিডিয়া ব্যাক্তিত্ব ও ফিন্যান্স অ্যালামনাই এসোসিয়েশনের সাংস্কৃতিক সম্পাদক ফেরদৌসুর রহমান বাপ্পী। জাঁকজমকপূর্ণ সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করে সবাইকে মাতিয়ে রাখেন জনপ্রিয় সংগীত শিল্পী বাপ্পা মজুমদারের দলছুট। 

অনুষ্ঠানের অন্যতম আকর্ষন ছিল র‍্যাফল ড্র, যাতে পুরষ্কার হিসাবে ছিল ঢাকা-সিঙ্গাপুর, ঢাকা-মালয়েশিয়া, ঢাকা-ব্যাংকক, ঢাকা-কলকাতা, ঢাকা-কক্সবাজারের বিমানের টিকেট, মোবাইল সেটসহ বিভিন্ন আকর্ষনীয় পুরষ্কার। বিকাল চারটা থেকে শুরু হয়ে ডিনার শেষে রাত এগারোটা পর্যন্ত চলে অনুষ্ঠান।

অনুষ্ঠান আয়োজনে সর্বাত্মক সহযোগীতা করেন ফিন্যান্স অ্যালামনাই এসোসিয়েশনের কার্যকরী কমিটির সদস্যবৃন্দ যাদের মধ্যে উল্লেখযোগ্য ড. মাহমুদ ওসমান ইমাম, আজিজ আহমেদ ভুঁইয়া রুজভেল্ট, হোসাইন মাহমুদ, ড.এ এ মাহবুব উদ্দিন চৌধুরী, মীর আক্তার হোসেন দুলাল, ড. শিবলী রুবাইয়াত-উল-ইসলাম, নাজিম আফসিন চৌধুরী, প্রফেসর এম এ মোমেন, প্রফেসর ড. সাব্বির আহমেদ, মাহবুবুল হক তাল্লু, জাকির হোসেন মনা, ফেরদৌসুর রহমান বাপ্পী, বোরহান উদ্দীন, আবু সালেহ মোহাম্মদ মুসা, কাজী মাহমুদ রতনপুরী, শাবনাজ আমিন অদ্বিতী, মোঃ সাজ্জাদ হোসেন ভুঁইয়া, ফারজানা লালারুখ, মোঃ জাকির হোসেন, মোঃ শহীদুল ইসলাম্‌, মোঃ রকিবুল ইসলাম রুশো, মোঃ সজীব হোসেন, মুহাম্মদ শহীদুজ্জামান, ইস্তেকমাল হোসেন, কাজী গোলাম রাব্বানী মাওলা, মোহাম্মদ হাফিজ উদ্দী্‌ন, মোঃ কামরুল হাসান, নুর এলাহী মোল্লা, মোঃ আশফাকুর রহমান প্রমুখ।

উল্লেখ্য, ফিন্যান্স অ্যালামনাই এসোসিয়েশন (এফএএ‍‍) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের একটি সংগঠন যা সদস্যদের মধ্যে মৈত্রী ও ভ্রাতৃত্ব প্রতিষ্ঠার মাধ্যমে বিভিন্ন সামজিক কল্যানমূলক উদ্যোগ গ্রহন করে। 

গোনিউজ২৪

শিক্ষা বিভাগের আরো খবর
রমজান মাসের কোন কোন দিন প্রাইমারিসহ স্কুল-কলেজ খোলা থাকবে

রমজান মাসের কোন কোন দিন প্রাইমারিসহ স্কুল-কলেজ খোলা থাকবে

‘শরীফার গল্প’ রেখেই ষষ্ঠ থেকে নবম শ্রেণির বইয়ে হবে সংশোধন

‘শরীফার গল্প’ রেখেই ষষ্ঠ থেকে নবম শ্রেণির বইয়ে হবে সংশোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপ-উপাচার্য হলেন অধ্যাপক সীতেশ চন্দ্র বাছার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপ-উপাচার্য হলেন অধ্যাপক সীতেশ চন্দ্র বাছার

‍‍`শরিফ থেকে শরিফা‍‍` ইস্যুতে সুখবর দিলেন শিক্ষামন্ত্রী

‍‍`শরিফ থেকে শরিফা‍‍` ইস্যুতে সুখবর দিলেন শিক্ষামন্ত্রী

৫ জেলার স্কুল বন্ধ

৫ জেলার স্কুল বন্ধ

সকল শিক্ষাপ্রতিষ্ঠানে শনিবারের সাপ্তাহিক ছুটি কি বাতিল, যা জানা গেল

সকল শিক্ষাপ্রতিষ্ঠানে শনিবারের সাপ্তাহিক ছুটি কি বাতিল, যা জানা গেল