ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

খুললো জাবি ক্যাম্পাস, রোববার থেকে ক্লাস-পরীক্ষা


গো নিউজ২৪ | নিজস্ব প্রতিনিধি: প্রকাশিত: ডিসেম্বর ৪, ২০১৯, ০৮:০০ পিএম আপডেট: ডিসেম্বর ৫, ২০১৯, ১২:২৯ পিএম
খুললো জাবি ক্যাম্পাস, রোববার থেকে ক্লাস-পরীক্ষা

উপাচার্যকে অপসারণের দাবিতে আন্দোলনের জেরে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়ার এক মাসের মাথায় বৃহস্পতিবার খুলে দেওয়া হলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। এদিন সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো খুলে দেওয়া হয়।এরপর রোববার থেকে ক্লাস-পরীক্ষা শুরু হবে। 

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার রহিমা কানিজ বুধবার বিকেলে এ তথ্য জানান।

তিনি বলেন, বিকেল সাড়ে চারটায় বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের কাউন্সিল কক্ষে অনুষ্ঠিত জরুরি সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সিন্ডিকেটের সদস্যদের মতামতের ভিত্তিতে হল খোলার সিদ্ধান্ত হয়। সিন্ডিকেটের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের সার্বিক কার্যক্রম সচল রাখার জন্য সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করা হয়েছে।

প্রায় তিন মাস আগে বিশ্ববিদ্যালয়ের চলমান উন্নয়ন প্রকল্পে দুর্নীতির অভিযোগে উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের পদত্যাগ দাবিতে আন্দোলন শুরু করেন শিক্ষক-শিক্ষার্থীরা। আন্দোলনের এক পর্যায়ে ১০ দিন ধর্মঘট কর্মসূচি পালন করেন আন্দোলনকারীরা। পরে ৪ নভেম্বর সন্ধ্যা সাতটা থেকে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নেন তারা। পরদিন ছাত্রলীগ নেতা-কর্মীরা আন্দোলনকারীদের ওপর হামলা চালিয়ে তাদের সরিয়ে দেন। এ ঘটনার পরে বিকেলে জরুরি সিন্ডিকেট সভায় বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। 

এরপর বন্ধ ক্যাম্পাসেই আন্দোলন চালিয়ে যান আন্দোলনকারী শিক্ষক-শিক্ষার্থীরা। একই সঙ্গে আন্দোলনকারীদের সংগঠন 'দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগর' হল খোলাসহ অন্যান্য দাবি জানিয়ে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছিল।

সর্বশেষ গত মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের পক্ষ থেকে হল খুলে ক্লাস-পরীক্ষা সচল করার দাবিতে উপাচার্য বরাবর স্মারকলিপি দেওয়া হয়। 

গো নিউজ২৪/আই

শিক্ষা বিভাগের আরো খবর
রমজান মাসের কোন কোন দিন প্রাইমারিসহ স্কুল-কলেজ খোলা থাকবে

রমজান মাসের কোন কোন দিন প্রাইমারিসহ স্কুল-কলেজ খোলা থাকবে

‘শরীফার গল্প’ রেখেই ষষ্ঠ থেকে নবম শ্রেণির বইয়ে হবে সংশোধন

‘শরীফার গল্প’ রেখেই ষষ্ঠ থেকে নবম শ্রেণির বইয়ে হবে সংশোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপ-উপাচার্য হলেন অধ্যাপক সীতেশ চন্দ্র বাছার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপ-উপাচার্য হলেন অধ্যাপক সীতেশ চন্দ্র বাছার

‍‍`শরিফ থেকে শরিফা‍‍` ইস্যুতে সুখবর দিলেন শিক্ষামন্ত্রী

‍‍`শরিফ থেকে শরিফা‍‍` ইস্যুতে সুখবর দিলেন শিক্ষামন্ত্রী

৫ জেলার স্কুল বন্ধ

৫ জেলার স্কুল বন্ধ

সকল শিক্ষাপ্রতিষ্ঠানে শনিবারের সাপ্তাহিক ছুটি কি বাতিল, যা জানা গেল

সকল শিক্ষাপ্রতিষ্ঠানে শনিবারের সাপ্তাহিক ছুটি কি বাতিল, যা জানা গেল