ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

গভীর রাতে রাস্তায় জাবি’র ছাত্রীরা 


গো নিউজ২৪ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: জুলাই ৩০, ২০১৯, ০৮:৩১ এএম
গভীর রাতে রাস্তায় জাবি’র ছাত্রীরা 

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের ছাত্রীরা হল প্রভোস্টরের পদত্যাগের দাবিতে অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন করছে।

অসদাচারণের অভিযোগ তুলে সোমবার রাত ৯টার দিকে হলটির সামনের সড়কে এ বিক্ষোভ শুরু হয়। এতে হলটির ৪৩ থেকে ৪৬ ব্যাচের প্রায় শতাধিক ছাত্রী অংশ নেন। এসময় ছাত্রীরা হল প্রভোস্ট অধ্যাপক মোহা. মুজিবুর রহমানের পদত্যাগের দাবিতে বিভিন্ন স্লোগান দেয়।

ছাত্রীদের অভিযোগ, রাতে হলের আবাসিক শিক্ষকেরা ছাত্রীদেরকে হল থেকে বের করে দেয়ার হুমকি দিয়েছে। পাশাপাশি হলের রান্নাঘর বন্ধ করে দেয়ারও হুমকি দেয়া হয়। এছাড়া হলের ৪ জনের কক্ষে ৬ জন ছাত্রীকে থাকার ব্যবস্থা করার সিদ্ধান্ত নিয়েছে হল প্রশাসন। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে ছাত্রীরা ৮ দফা দাবিতে এ বিক্ষোভ কর্মসূচি পালন করছেন।

ছাত্রীদের দাবিগুলো হলো- কোনো ছাত্রীর আসন বাতিল করা যাবে না এবং প্রতিকক্ষে চারজনের বেশি রাখা যাবে না। হলের প্রতিটি রান্নাঘর ও ক্যান্টিন চালু রাখতে হবে। এছাড়া হলে প্রবেশে উপস্থিতি বন্ধ করাসহ প্রভৃতি।

এছাড়াও, রাত ১১ টার দিকে হলের সিটের দাবিতে বিক্ষোভে নামে দ্বিতীয় বর্ষের (৪৮ ব্যাচ) শিক্ষার্থীরা। শেষ খবর পাওয়া পর্যন্ত (রাত ২টা) বিক্ষোভ চলছে। আন্দোলনরত এক ছাত্রী বলেন, আজ সিটের সুরাহা না হওয়া পর্যন্ত আমরা হলে ফিরবো না।

গো নিউজ২৪/এমআর

 

শিক্ষা বিভাগের আরো খবর
রমজান মাসের কোন কোন দিন প্রাইমারিসহ স্কুল-কলেজ খোলা থাকবে

রমজান মাসের কোন কোন দিন প্রাইমারিসহ স্কুল-কলেজ খোলা থাকবে

‘শরীফার গল্প’ রেখেই ষষ্ঠ থেকে নবম শ্রেণির বইয়ে হবে সংশোধন

‘শরীফার গল্প’ রেখেই ষষ্ঠ থেকে নবম শ্রেণির বইয়ে হবে সংশোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপ-উপাচার্য হলেন অধ্যাপক সীতেশ চন্দ্র বাছার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপ-উপাচার্য হলেন অধ্যাপক সীতেশ চন্দ্র বাছার

‍‍`শরিফ থেকে শরিফা‍‍` ইস্যুতে সুখবর দিলেন শিক্ষামন্ত্রী

‍‍`শরিফ থেকে শরিফা‍‍` ইস্যুতে সুখবর দিলেন শিক্ষামন্ত্রী

৫ জেলার স্কুল বন্ধ

৫ জেলার স্কুল বন্ধ

সকল শিক্ষাপ্রতিষ্ঠানে শনিবারের সাপ্তাহিক ছুটি কি বাতিল, যা জানা গেল

সকল শিক্ষাপ্রতিষ্ঠানে শনিবারের সাপ্তাহিক ছুটি কি বাতিল, যা জানা গেল