ঢাকা শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

কুবির সঙ্গে মালয়েশিয়ার বাইনারি বিশ্ববিদ্যালয়ের চুক্তি স্বাক্ষর


গো নিউজ২৪ | মো. জাহিদুল ইসলাম, কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রকাশিত: জুলাই ৩, ২০১৯, ১০:০৯ পিএম
কুবির সঙ্গে মালয়েশিয়ার বাইনারি বিশ্ববিদ্যালয়ের চুক্তি স্বাক্ষর

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) সঙ্গে সমঝোতা চুক্তিতে আবদ্ধ হয়েছে মালয়েশিয়ার বাইনারি বিশ্ববিদ্যালয়। এর ফলে পিএইচডি, উচ্চতর শিক্ষায়  দুটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যৌথভাবে গবেষণা ও প্রকাশনার সুযোগ পাবে।

বুধবার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের ভার্চুয়াল ক্লাসরুমে ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাসিওরেন্স সেলের (আইকিউএসি) উদ্যোগে  এ চুক্তি-স্বাক্ষর এর আয়োজন করা হয়।   

অনুষ্ঠানে বাইনারি বিশ্ববিদ্যালয়ের পক্ষে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়টির নির্বাহী চেয়ারম্যান তান শ্রী দত্ত প্রফেসর জোসেফ আদাইকালাম। কুবির পক্ষে সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেন রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. আবু তাহের। 

আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. বিশ্বজিৎ চন্দ্র দেবের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন বাইনারি গ্র্যাজুয়েট স্কুল মালয়েশিয়ার ডিন ড. আসিফ মাহবুব করিম। 

প্রফেসর জোসেফ আদাইকালাম তার বক্তব্যে বলেন, একটি বিশ্ববিদ্যালয়ের গুনগত মান বৃদ্ধির জন্য সবচেয়ে উল্লেখযোগ্য দিক হলো গবেষণা, উদ্ভাবন ও প্রকাশনা। সেই লক্ষ্যেই কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে আমরা যৌথভাবে গবেষণায় আগ্রহ প্রকাশ করছি।

তিনি আরো বলেন, কুবি অঞ্চল মেধাবীদের তীর্থস্থান। বিশ্ববিদ্যালয়টি গবেষণার জন্য ভৌগোলিকভাবে বেশ ভালো অবস্থানে রয়েছে। এই সুযোগকে আমরা কাজে লাগাতে চাই।

জানা যায়, ১৯৮৪ সালে প্রতিষ্ঠিত বাইনারি বিশ্ববিদ্যালয়ে বর্তমানে ৬০টিরও বেশি দেশের শিক্ষার্থীরা উচ্চতর গবেষণা করছেন এবং ৩৮টিরও বেশি দেশের সঙ্গে বিশ্ববিদ্যালয়টির সরকারি চুক্তি স্বাক্ষরিত আছে। 

প্রাথমিকভাবে গবেষণার জন্য সর্বোচ্চ ফলধারী একজন কুবি শিক্ষার্থীর ৫০ শতাংশ খরচ বিশ্ববিদ্যালয়টি নিজে বহন করার ঘোষণা দিয়েছে। 

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কুবি উপাচার্য বলেন, বাইনারি বিশ্ববিদ্যালয় বাংলাদেশে প্রথমবারের মতো কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে এই চুক্তি স্বাক্ষর করছে। এজন্য এটি আমাদের কাছে আনন্দ এবং এক ঐতিহাসিক মুহূর্ত। আমরা এ সুযোগ কাজে লাগিয়ে নিজেদের উচ্চশিক্ষায় সফল করতে পারলেই এই চুক্তি স্বার্থকতা পাবে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- আইকিউএসির অতিরিক্ত পরিচালক ড. বনানী বিশ্বাস, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় সভাপতি, বিশ্ববিদ্যালয় প্রক্টর, বিভিন্ন দপ্তরপ্রধান ও কর্মকর্তারা।

গো নিউজ২৪/আই

শিক্ষা বিভাগের আরো খবর
রমজান মাসের কোন কোন দিন প্রাইমারিসহ স্কুল-কলেজ খোলা থাকবে

রমজান মাসের কোন কোন দিন প্রাইমারিসহ স্কুল-কলেজ খোলা থাকবে

‘শরীফার গল্প’ রেখেই ষষ্ঠ থেকে নবম শ্রেণির বইয়ে হবে সংশোধন

‘শরীফার গল্প’ রেখেই ষষ্ঠ থেকে নবম শ্রেণির বইয়ে হবে সংশোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপ-উপাচার্য হলেন অধ্যাপক সীতেশ চন্দ্র বাছার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপ-উপাচার্য হলেন অধ্যাপক সীতেশ চন্দ্র বাছার

‍‍`শরিফ থেকে শরিফা‍‍` ইস্যুতে সুখবর দিলেন শিক্ষামন্ত্রী

‍‍`শরিফ থেকে শরিফা‍‍` ইস্যুতে সুখবর দিলেন শিক্ষামন্ত্রী

৫ জেলার স্কুল বন্ধ

৫ জেলার স্কুল বন্ধ

সকল শিক্ষাপ্রতিষ্ঠানে শনিবারের সাপ্তাহিক ছুটি কি বাতিল, যা জানা গেল

সকল শিক্ষাপ্রতিষ্ঠানে শনিবারের সাপ্তাহিক ছুটি কি বাতিল, যা জানা গেল