ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

হোটেল সোনারগাঁতে ঢাকা কলেজ এইচএসসি ১৯৯৪ ব্যাচের ইফতার অনুষ্ঠিত


গো নিউজ২৪ | বিএস প্রকাশিত: মে ১০, ২০১৯, ১০:৪৩ পিএম আপডেট: মে ১১, ২০১৯, ০১:১৭ পিএম
হোটেল সোনারগাঁতে ঢাকা কলেজ এইচএসসি  ১৯৯৪ ব্যাচের ইফতার  অনুষ্ঠিত

আজ ১০মে (শুক্রবার) ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁ হোটেলে ঢাকা কলেজ এইচএসসি ১৯৯৪ ব্যাচের উদ্যোগে এক ইফতার মাহফিল ও ডিনার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে ঢাকা কলেজ এইচএসসি ১৯৯৪ ব্যাচের প্রায় শতাধিক ছাত্র অংশগ্রহন করেন।

বেলা ৩.০০ থেকে এই অনুষ্ঠান শুরু হয়ে শেষ হয় ডিনারের মাধ্যমে। ইফতারের আগে প্রানবন্ত আলোচনায় অংশ নেন এই ব্যাচের সাবেক শিক্ষার্থীরা। এই ইফতার আয়োজনে সার্বিক সহযোগীতায় ছিলেন ঢাকা কলেজ এইচএসসি ১৯৯৪ ব্যাচের সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি বোরহান উদ্দীন, সাধারন সম্পাদক জাভেদ হাসান স্বাধীন, যুগ্ম সাধারন সম্পাদক খান মোহাম্মদ জাহাঙ্গীর বাবুল, সাংগঠনিক সম্পাদক মাসুম আহমেদ, অর্থ সম্পাদক মোঃ লোকমান হোসেন খান, সহ-অর্থ সম্পাদক এ কে আজাদ খান, কল্যাণ সম্পাদক এএসএম ওবায়দুল্লাহ সাদী, ইভেন্ট ম্যানেজমেন্ট সম্পাদক এএম জাহিদ হোসেন, দপ্তর সম্পাদক শেখ গোলাম মাহমুদ, ক্রীড়া সম্পাদক শরীফ মুস্তাফিজ, প্রকাশনা সম্পাদক মোঃ আতাউর রহমান, মোঃ মুক্তার হোসেন, মোয়াজ্জেম হোসেন শিকদার, মোঃ মজিবুর রহমান প্রমুখ।

উপস্থিত সদস্যরা ইফতার পূর্ব আলোচনা সভায় অংশ নেন এবং বক্তব্য প্রদান করেন। সকলের উপস্থিতিতে অনুষ্ঠানটি বন্ধুদের মিলন মেলায় পরিনত হয়। ইফতারের পুর্বে ঢাকা কলেজ এইচএসসি ১৯৯৪ ব্যাচের সকলের এবং তাদের পরিবারের সকলের সুখ, শান্তি, সমৃদ্ধি এবং দেশ ও জাতির কল্যান কামনা করে এক মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাত পরিচালনা করেন উপসচিব এএসএম ওবায়দুল্লাহ। এরপর মাগরিবের আযানের পর ইফতার গ্রহন এবং রাতের ডিনারের মধ্য দিয়ে শেষ হয় অনুষ্ঠান।

বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে ইফতারে যোগদেন এই ব্যাচের সাবেক শিক্ষার্থিরা যাদের মধ্যে ছিলেন সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা, পুলিশ, রাজনীতিবিদ, আইনজীবী, ডাক্তার, শিক্ষক, ব্যাংকারসহ বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত বন্ধুরা। তাদের মধ্যে উল্লেখযোগ্য উপসচিব মোঃ আসাদুল হক, উপসচিব মোঃ আনোয়ার হোসেন, উপসচিব মোঃ আশরাফ হোসেন, উপসচিব খন্দকার ইয়াসির আরেফিন, উপ পুলিশ কমিশনার (লজিস্টিকস) জিয়াউল আহসান তালুকদার, পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ, হিসাব ও নিরীক্ষা অধিদপ্তরের বিভাগীয় কমিশনার এ কে আজাদ খান, সমবায় অধিদপ্তরের উপ রেজিস্টার (প্রশাসন) মোঃ গালিব খান, সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক সাইফুল ইসলাম, থানা শিক্ষা অফিসার মোঃ মাসুদ রানা, ডা. মোস্তফা কামাল রউফ, আরপিসিএলের মোঃ আশিকুর রহমান, বাংলাদেশ রেলওয়ের মোঃ কামরুজ্জামান মল্লিক, এডভোকেট বাকির উদ্দিন ভুঁইয়া, এডভোকেট ওয়ায়েস আল হারুনী, এডভোকেট খালেকুজ্জামান ভুঁইয়া, এডভোকেট খালেদ হাসান সুমন, এডভোকেট খায়রুল ইসলাম, ড. ইসমাইল হায়দার মল্লিক, ড. জাহাঙ্গীর আলম তপু প্রমুখ।

গোনিউজ২৪/বিএস

 
শিক্ষা বিভাগের আরো খবর
রমজান মাসের কোন কোন দিন প্রাইমারিসহ স্কুল-কলেজ খোলা থাকবে

রমজান মাসের কোন কোন দিন প্রাইমারিসহ স্কুল-কলেজ খোলা থাকবে

‘শরীফার গল্প’ রেখেই ষষ্ঠ থেকে নবম শ্রেণির বইয়ে হবে সংশোধন

‘শরীফার গল্প’ রেখেই ষষ্ঠ থেকে নবম শ্রেণির বইয়ে হবে সংশোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপ-উপাচার্য হলেন অধ্যাপক সীতেশ চন্দ্র বাছার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপ-উপাচার্য হলেন অধ্যাপক সীতেশ চন্দ্র বাছার

‍‍`শরিফ থেকে শরিফা‍‍` ইস্যুতে সুখবর দিলেন শিক্ষামন্ত্রী

‍‍`শরিফ থেকে শরিফা‍‍` ইস্যুতে সুখবর দিলেন শিক্ষামন্ত্রী

৫ জেলার স্কুল বন্ধ

৫ জেলার স্কুল বন্ধ

সকল শিক্ষাপ্রতিষ্ঠানে শনিবারের সাপ্তাহিক ছুটি কি বাতিল, যা জানা গেল

সকল শিক্ষাপ্রতিষ্ঠানে শনিবারের সাপ্তাহিক ছুটি কি বাতিল, যা জানা গেল