ঢাকা মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪, ২ বৈশাখ ১৪৩১

কাদামাটির শিশুদের ছাঁচে ফেলে গড়ে তুলছে ‘ওমেন্স কর্নার’


গো নিউজ২৪ | নিজস্ব প্রতিনিধি: প্রকাশিত: এপ্রিল ১২, ২০১৯, ০৪:১৮ পিএম আপডেট: এপ্রিল ১২, ২০১৯, ১০:১৮ এএম
কাদামাটির শিশুদের ছাঁচে ফেলে গড়ে তুলছে ‘ওমেন্স কর্নার’

আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে নৈতিক শিক্ষায় শিক্ষিত করে তুলতে নিরন্তর কাজ করে যাচ্ছে ওমেন্স কর্নার। কেননা আজকের শিশুরাই আগামী দিনে রাষ্ট্র ও সমাজের দায়িত্ব নেবে। তাদেরকে আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে না পারলে সামাজিক অবক্ষয় ঠেকানো কোনো ভাবেই সম্ভবপর হবে না। 

এজন্য সমাজের নিম্নস্তরে যেসব শিশুদের বাস তাদেরকে নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে সামাজিক এই সংগঠনটি। 

ওমেন্স কর্নার মনে করে হুট করে সমাজের বিশাল কোন পরিবর্তন কারো পক্ষে সম্ভব না। সমাজের পিছিয়ে পরা শিশুদের নৈতিক শিক্ষায় শিক্ষিত করে তুলতে পারলে তারাই ধীরে ধীরে এই সমাজটাকে এগিয়ে নিয়ে যাবে।  

এ লক্ষ্যে রাজধানীর বিভিন্ন বস্তি এলাকায় শিশুদের নৈতিক শিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলার কাজ করে যাচ্ছে ওমেন্স কর্নার।

দীর্ঘদিনের এই কাজের অভিজ্ঞতা থেকে ওমেন্স কর্নার দেখেছে, বস্তির ছোট ছোট এ শিশুদের মাঝে শেখার আগ্রহ অত্যন্ত প্রবল। তাদের প্রয়োজন একটু ভালো ব্যবহার এবং সঠিক দিক নির্দশনা। 

ওমেন্স কর্নারের কার্যক্রম

ওমেন্স কর্নারের সম্পাদক ফারজানা আক্তারের দুটি পোস্ট থেকে এসব শিশুদের আচার আচরণ এবং শেখার আগ্রহ সম্পর্কে একটু ধারণা নেয়া যাক। 

ফারজানা আক্তার তার পোস্টে লিখেছেন- প্রথমদিন থেকেই বাচ্চাদের মাঝে একটি বিষয় খেয়াল করছিলাম। তারা একে অন্যের উপর খুব সহজে রেগে যায়, সাথে গালিও দিয়ে ফেলে।

তাদের মধ্যে কেউ একজন যদি বলে 'একটু সরে বস', যাকে বলে সে এমনভাবে রিয়্যাক্ট করে যেন তাকে কি না কি দিয়ে দিতে বলেছে!

প্রথমদিন খুব নরমালি বলেছিলাম অন্যের উপর এতো সহজে রেগে না যাওয়ার জন্য। কারো সাথে এতো খারাপ ব্যবহার না করার জন্য।

দ্বিতীয়দিনও আমি খেয়াল করলাম তাদের ব্যবহারে এই সমস্যাটা প্রকট।

আজকে আমি ভাবলাম অতিরিক্ত রাগের ভয়াবহতা নিয়ে বাচ্চাদের সাথে গল্প করবো।

গল্প আমি করেছি কিন্তু আজকে একটা ব্যাপার আমার কাছে অদ্ভুত লেগেছে। একজন মেয়ের পড়াশোনা করার আগ্রহ, শেখার আগ্রহ, জানার আগ্রহ কতটা গভীর হতে পারে আজকে আমি দেখেছি।

আজকে বয়সের তুলনায় অতিরিক্ত বড় হয়ে যাওয়া নতুন ৩টি মেয়ে এসেছে। এই ৩মেয়ের মধ্যে একজন সদ্য বিবাহিত। এই তিনজনের বয়স ১৪বছরের বেশি হবে না কিন্তু বাড়ন্ত খুব বেশি।

ওমেন্স কর্নারের কার্যক্রম

বাড়ন্ত শরীরের জন্য ওদের ঘর থেকে বের হওয়া বন্ধ হয়ে গেছে। ৩জনের ইচ্ছে পড়াশোনা করবে, বাহিরের জগৎ সম্পর্কে জানবে।

কিন্তু আশেপাশের সবাই তাদের নিয়ে হাসাহাসি করে আর দুষ্ট লোকের ভয়ে তাদের বাবা মায়েরা তাদেরকে ঘরের বাহিরে বেশি দিতে চায় না।

আমার এখানে আজকে তাদের দিয়ে ২বার এসে দেখে গিয়েছে তাদের মায়েরা।

৩টি মেয়ে এসে বললো বাচ্চাদের যা যা শিখানো হয়, পড়ানো হয় আমরা যেন তাদেরকেও বাচ্চাদের মতো করে শিখাই, পড়াই।

ওদের আগ্রহ দেখে বসতে বললাম। এবং পুরো সময় ধরে ওদের রেসপন্স দেখে খুব ভালো লেগেছে।

প্রতিটা কাজে ওমেন্স কর্নার টিম ক্ষুদ্র ক্ষুদ্র এই বিষয়গুলো খেয়াল করে। হুট করে বিশাল কোন পরিবর্তন কারো পক্ষে সম্ভব না।

কিন্তু প্রতিটি কাজে ক্ষুদ্র ক্ষুদ্র এই বিষয়গুলো বিশাল কিছু অর্জনের আনন্দ দেয়।

অন্য একটি পোস্টে তিনি লিখেছেন-সেদিন বস্তিতে বাচ্চাদের মিথ্যাবাদী রাখালের গল্প বলছিলাম। আমি গল্পে রাখালকে দিয়ে তিনবার মিথ্যা বলিয়েছি। আমার বলা গল্পে চতুর্থবার সত্যি সত্যি বাঘ আসে এবং রাখালকে খেয়ে ফেলে।

ওমেন্স কর্নারের কার্যক্রম

গল্প শেষ করে একটা বাচ্চাকে দাঁড় করিয়ে জিজ্ঞেস করলাম, 'গল্প থেকে কি শিখলে?' বাচ্চাটা বললো তিনবার মিথ্যা বললে কেউ বিশ্বাস করবে না।

আর তখন বিপদে পড়তে হবে। আমি হা করে বাচ্চাটার দিকে তাকিয়ে রইলাম। গল্পে আমি রাখালকে দিয়ে তিনবার মিথ্যা বলিয়েছি তার অর্থ বাচ্চাটা এভাবে বুঝবে আমি ভাবতে পারি নাই।

আমি তখন আবার সবাইকে উদেশ্য করে বললাম মিথ্যা বলা অন্যায়। সেটা হোক একবার, দুইবার কিংবা তিনবার। যদি কেউ প্রথমবারই বুঝতে পারে তুমি মিথ্যা বলছো সে তখন থেকে তোমাকে অবিশ্বাস করবে। তাই মিথ্যাকে আমাদের সবার কাছ থেকে দূরে রাখা উচিত।

ভালো লেগেছে বাচ্চারা মনোযোগ দিয়ে কথা শুনেছে, গল্প শুনেছে। রাখালকে দিয়ে কয়বার মিথ্যা বলিয়েছি সেটাও ধরতে পেরেছে। বাচ্চারা কাঁদামাটির মতো আমরা সবাই জানি। তাদেরকে যেভাবে তৈরী করা হবে তারা সেভাবেই গড়ে উঠবে।

সুবিধাবঞ্চিত বাচ্চারাও কাদামাটির মতো তবে সেখানে ভালোবাসার এবং ভালো ব্যবহার পাওয়ার বড্ড অভাব। কেউ যখন তাদের ভালোবেসে, ভালো ব্যবহার দিয়ে আপন করে নেয় তখন আরো দ্বিগুন গতিতে তারাও সেই মানুষগুলোকে আপন করে নেয়। ভালোবাসে। তাদের কথা মন দিয়ে শোনে, মেনে চলে।

গো নিউজ২৪/আই

শিক্ষা বিভাগের আরো খবর
রমজান মাসের কোন কোন দিন প্রাইমারিসহ স্কুল-কলেজ খোলা থাকবে

রমজান মাসের কোন কোন দিন প্রাইমারিসহ স্কুল-কলেজ খোলা থাকবে

‘শরীফার গল্প’ রেখেই ষষ্ঠ থেকে নবম শ্রেণির বইয়ে হবে সংশোধন

‘শরীফার গল্প’ রেখেই ষষ্ঠ থেকে নবম শ্রেণির বইয়ে হবে সংশোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপ-উপাচার্য হলেন অধ্যাপক সীতেশ চন্দ্র বাছার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপ-উপাচার্য হলেন অধ্যাপক সীতেশ চন্দ্র বাছার

‍‍`শরিফ থেকে শরিফা‍‍` ইস্যুতে সুখবর দিলেন শিক্ষামন্ত্রী

‍‍`শরিফ থেকে শরিফা‍‍` ইস্যুতে সুখবর দিলেন শিক্ষামন্ত্রী

৫ জেলার স্কুল বন্ধ

৫ জেলার স্কুল বন্ধ

সকল শিক্ষাপ্রতিষ্ঠানে শনিবারের সাপ্তাহিক ছুটি কি বাতিল, যা জানা গেল

সকল শিক্ষাপ্রতিষ্ঠানে শনিবারের সাপ্তাহিক ছুটি কি বাতিল, যা জানা গেল