ঢাকা বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

স্কুল ছাত্রকে হত্যার বিচার দাবিতে জাবিতে মানববন্ধন


গো নিউজ২৪ | মারুফ হাসান ত্বোহা, জাবি প্রতিনিধি:  প্রকাশিত: মার্চ ২৫, ২০১৯, ০৫:৪৩ পিএম আপডেট: মার্চ ২৫, ২০১৯, ১১:৪৩ এএম
স্কুল ছাত্রকে হত্যার বিচার দাবিতে জাবিতে মানববন্ধন

জয়পুরহাটের পাঁচবিবিতে এক স্কুল ছাত্রকে হত্যার প্রতিবাদে জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। 

সোমবার সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন মহাসড়কে “সচেতন শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়” এর ব্যানারে এ মানববন্ধন কর্মসূচী পালিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, "বিচারহীনতার সংস্কৃতির কারণে অপরাধীরা বারবার পার পেয়ে যাচ্ছে। একটি সভ্য দেশে এই সংস্কৃতি চলতে দেওয়া যায় না। অতিদ্রুত দোষীদের শাস্তির আওতায় আনতে হবে। "

মানববন্ধনে নিহত শিশু ছাত্র আব্দুর রহমানের বড় ভাই ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি (আইআইটি) শিক্ষার্থী মমিনুল ইসলাম বলেন, "আমার ভাইয়ের কি অপরাধ ছিল, যে কারণে ঘাতকরা নিমর্মভাবে হত্যা করলো। আমি এই হত্যার বিচার চাই।" 

মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউট অব ইনফরমেশন টেকনোলজির (আইআইটি) অধ্যাপক ফজলুর রহমান পাটোয়ারী সংহতি প্রকাশ করে বলেন, “ শিশুটিকে যেভাবে হত্যা করা হয়েছে তা একজন সুস্থ মস্তিষ্কের মানুষ হিসাবে কোনভাবে মেনে নিতে পারছি না। এই হত্যাকান্ডের তীব্র নিন্দা জানাচ্ছি।

মানববন্ধনে বিভিন্ন বিভাগের প্রায় দুই শতাধিক শিক্ষক-শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

উল্লেখ্য,  গত ১৫ মার্চ পাঁচবিবি উপজেলার কুসুম্বা ইউনিয়নের এক পরিত্যক্ত স্কুল ভবন হতে ধুরইল উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী আব্দুর রহমানের গলাকাটা ও ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করা হয়।

এ ঘটনায় শিশুটির বাবা রেজাউল করিম বাদী হয়ে পাঁচবিবি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। তারপর থেকে এই হত্যাকান্ডের সাথে জড়িতদের বিচারের দাবি করে আসছে পরিবার।

গো নিউজ২৪/আই

শিক্ষা বিভাগের আরো খবর
রমজান মাসের কোন কোন দিন প্রাইমারিসহ স্কুল-কলেজ খোলা থাকবে

রমজান মাসের কোন কোন দিন প্রাইমারিসহ স্কুল-কলেজ খোলা থাকবে

‘শরীফার গল্প’ রেখেই ষষ্ঠ থেকে নবম শ্রেণির বইয়ে হবে সংশোধন

‘শরীফার গল্প’ রেখেই ষষ্ঠ থেকে নবম শ্রেণির বইয়ে হবে সংশোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপ-উপাচার্য হলেন অধ্যাপক সীতেশ চন্দ্র বাছার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপ-উপাচার্য হলেন অধ্যাপক সীতেশ চন্দ্র বাছার

‍‍`শরিফ থেকে শরিফা‍‍` ইস্যুতে সুখবর দিলেন শিক্ষামন্ত্রী

‍‍`শরিফ থেকে শরিফা‍‍` ইস্যুতে সুখবর দিলেন শিক্ষামন্ত্রী

৫ জেলার স্কুল বন্ধ

৫ জেলার স্কুল বন্ধ

সকল শিক্ষাপ্রতিষ্ঠানে শনিবারের সাপ্তাহিক ছুটি কি বাতিল, যা জানা গেল

সকল শিক্ষাপ্রতিষ্ঠানে শনিবারের সাপ্তাহিক ছুটি কি বাতিল, যা জানা গেল