ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ছুটির দিনেও লাইব্রেরি খোলা চান কুবি শিক্ষার্থীরা


গো নিউজ২৪ | মো. জাহিদুল ইসলাম, কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রকাশিত: মার্চ ২৪, ২০১৯, ০৪:৪১ পিএম আপডেট: মার্চ ২৪, ২০১৯, ০৪:৪২ পিএম
ছুটির দিনেও লাইব্রেরি খোলা চান কুবি শিক্ষার্থীরা

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) কেন্দ্রীয় লাইব্রেরি বহুমুখী সমস্যায় জর্জরিত। পর্যাপ্ত বই না থাকার পাশাপাশি ছুটির দিনে বন্ধ থাকে লাইব্রেরিটি । ছুটির দিনে লাইব্রেরি খোলা রাখার জন্য দাবী জানিয়ে আসছে বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা।

এ প্রসঙ্গে ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মুহাম্মদ জহির রায়হান বলেন, 'ছুটির দিনে লাইব্রেরী খোলা থাকাটা আসলে  খুবই দরকার। এমন অনেক সময় হয়েছে যে রোববার পরীক্ষা। তার জন্য কিছু রেফারেন্স বইয়ের সাহায্য দরকর, কিন্তু শুক্রবার ও শনিবার লাইব্রেরি বন্ধ  থাকার কারণে সেই সুবিধাটা পাচ্ছিনা। তাছাড়া বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে রিডিংরুম না থাকার কারণে অনেকের কাছে লাইব্রেরি-ই একমাত্র ভরসা, এক্ষেত্র ছুটির দিনগুলোতে আমরা সেই সুযোগ থেকেও বঞ্চিত হচ্ছি। তাছাড়া, লাইব্রেরিতে কোনো বই নিয়ে প্রবেশ করা যায়না। লাইব্রেরিতেও পর্যাপ্ত বইয়ের অভাব আছে। এ কারণে লাইব্রেরি থাকলেও তার শতভাগ সুবিধা আমরা নিতে পারছি না।

ছুটির দিনে লাইব্রেরি খোলা রাখার দাবী জানিয়ে ১০ম ব্যাচের শিক্ষার্থী সাদিয়া জেরিন বলেন, 'সপ্তাহের অন্যান্য দিন ক্লাস বা পরীক্ষা নিয়ে ব্যস্ততার কারণে অতটা লাইব্রেরিতে যাওয়া হয় না কিন্তু ছুটির দিনে রেফারেন্স বইগুলো পড়া বা নেওয়ার ইচ্ছা থাকলেও বন্ধ থাকার কারণে তা সম্ভব হয় না। আশা রাখব প্রশাসন সপ্তাহিক ছুটির দিনগুলোতেও লাইব্রেরি চালু রাখবে।

এর আগে বিশ্ববিদ্যালয়ের ডেপুটি লাইব্রেরিয়ান মহিউদ্দিন মোহাম্মদ তারিক ভূঁঞা বলেছিলেন, 'শুক্র ও শনিবারে লাইব্রেরি চালু রাখা শিক্ষার্থীদের জন্য প্রয়োজন, এতে আমাদের কোনো দ্বিমত নেই। আমরা নীতিগতভাবে চাই ছুটির দিনেও লাইব্রেরি চালু থাকুক। আমরা সেবা দিতেও প্রস্তুত। তবে এক্ষেত্রে আমাদের আরও জনবলের পাশাপাশি পর্যাপ্ত নিরাপত্তার প্রয়োজন। বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে এসবের যথাযথ ব্যবস্থা হলে ছুটির দিনে লাইব্রেরি খোলা রাখা যাবে।

অপরপক্ষে বিশ্ববিদ্যালের কেন্দ্রীয় লাইব্রেরির ক্যটালগার রাসেল হোসেন বলেন, 'সম্প্রতি উপচার্য স্যার লাইব্রেরির জন্য ১০ টি কম্পিউটার দিয়েছেন। প্রয়োজনে আরো সংযুক্ত করার আশ্বাস দিয়েছেন। এছাড়া অচিরেই লাইব্রেরিতে এসির ব্যবস্থা করা হবে এবং সকাল ৯ টা থেকে রাত ৮ টা পর্যন্ত খোলা রাখা হবে কিন্তু ছুটির দিনে লাইব্রেরি খোলা রাখা নিয়ে আপাতত কোনো পরিকল্পনা নেই।'    

এ দিকে সামাজিক যোগাযোগ মাধ্যমেও এ দাবী নিয়ে শিক্ষার্থীরা সরব। ছুটির দিনে লাইব্রেরি খোলা রাখার পক্ষে -বিপক্ষে মতামত চাওয়া হয় বিশ্ববিদ্যালয়ের একটি ফেইসবুক পেইজে।সেখানেও খোলা রাখার পক্ষে মত দেন প্রায় সকল শিক্ষার্থী।

গো নিউজ২৪/আই

শিক্ষা বিভাগের আরো খবর
রমজান মাসের কোন কোন দিন প্রাইমারিসহ স্কুল-কলেজ খোলা থাকবে

রমজান মাসের কোন কোন দিন প্রাইমারিসহ স্কুল-কলেজ খোলা থাকবে

‘শরীফার গল্প’ রেখেই ষষ্ঠ থেকে নবম শ্রেণির বইয়ে হবে সংশোধন

‘শরীফার গল্প’ রেখেই ষষ্ঠ থেকে নবম শ্রেণির বইয়ে হবে সংশোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপ-উপাচার্য হলেন অধ্যাপক সীতেশ চন্দ্র বাছার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপ-উপাচার্য হলেন অধ্যাপক সীতেশ চন্দ্র বাছার

‍‍`শরিফ থেকে শরিফা‍‍` ইস্যুতে সুখবর দিলেন শিক্ষামন্ত্রী

‍‍`শরিফ থেকে শরিফা‍‍` ইস্যুতে সুখবর দিলেন শিক্ষামন্ত্রী

৫ জেলার স্কুল বন্ধ

৫ জেলার স্কুল বন্ধ

সকল শিক্ষাপ্রতিষ্ঠানে শনিবারের সাপ্তাহিক ছুটি কি বাতিল, যা জানা গেল

সকল শিক্ষাপ্রতিষ্ঠানে শনিবারের সাপ্তাহিক ছুটি কি বাতিল, যা জানা গেল