ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ঢাকা কলেজ ১৯৯৪ ব্যাচের উদ্যোগে উৎসবে মাতলো ক্যাম্পাস


গো নিউজ২৪ | বিএস প্রকাশিত: মার্চ ২৩, ২০১৯, ০১:২৫ পিএম আপডেট: মার্চ ২৪, ২০১৯, ০১:০৯ পিএম
ঢাকা কলেজ ১৯৯৪ ব্যাচের উদ্যোগে উৎসবে মাতলো ক্যাম্পাস

ঢাকা কলেজ এইচএসসি ১৯৯৪ ফাউন্ডেশনের উদ্যোগে ২২ মার্চ, শুক্রবার ঢাকা কলেজ ক্যাম্পাসে এক ফ্যামেলি গেট টুগেদারের আয়োজন করা হয়। দিনভর নানা আয়োজনে উৎসবে মেতেছিল ঢাকা কলেজ ক্যাম্পাস।

ঢাকা কলেজের ১৯৯৪ ব্যাচের সাবেক ছাত্রদের পরিবারের সদস্যরা এই আয়োজনে অংশগ্রহন করে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলে এই আনন্দ-উৎসব। বাংলাদেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে থাকা এই ব্যাচের ছাত্ররা একত্রিত হয়ে ফিরে পান তাদের সেই কলেজ জীবনের স্মৃতি। সাথে তাদের পরিবারের সদস্যরাও পরিচিত হন এই প্রিয় ক্যাম্পাসের সাথে। 

এই প্রোগ্রামের অন্যতম আকর্ষন ছিল পরিবারের ছোট বাচ্চাদের জন্য ইলেকট্রিক্যাল ট্রেন, মেরী গো রাউন্ড, বল হাউস, জাম্পিং রাইডের আয়োজন। এছাড়া মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের সাথে ছিল আকর্ষণীয় র‍্যাফল ড্রয়ের পুরষ্কার।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে ছিলেন ঢাকা কলেজের অধ্যক্ষ মোয়াজ্জেম হোসেন মোল্লাহ, উপাধ্যক্ষ নেহাল আহমেদ, সহকারী অধ্যাপক রেবেকা সুলতানা লিপি, রাশেদ চৌধুরী, আফরোজা পারভীন লিমি, সানিউল ইসলাম ও এনবিআর এর গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা সৈয়দ এ মু'মেন।

অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন ঢাকা কলেজ এইচএসসি ১৯৯৪ ফাউন্ডেশনের চেয়ারম্যান ইসতিয়াক আহমেদ শিমুল, ভারপ্রাপ্ত সভাপতি বোরহান উদ্দীন, সাধারন সম্পাদক জাভেদ হাসান স্বাধীন, সাংগঠনিক সম্পাদক মাসুম আহমেদ, ইভেন্ট ম্যানেজমেন্ট সম্পাদক এএম জাহিদ হোসেন, প্রধান উপদেষ্টা এ বি সিদ্দিক সুমন ও ঢাকা কলেজের সহকারী অধ্যাপক রেবেকা সুলতানা লিপি।

অনুষ্ঠানে অতিথি শিল্পীদের পাশাপাশি সংগীত পরিবেশন করেন ১৯৯৪ ব্যচের যুলফিকার আলী জুয়েল, ঢাকা কলেজের সহকারী অধ্যাপক আফরোজা পারভীন লিমি ও রাশেদ চৌধুরী।

অনুষ্ঠান আয়োজনে সম্পৃক্ত থেকে এটি সফল করতে আরো ভূমিকা রাখেন মোঃ সালাউদ্দীন, খান মোহাম্মদ জাহাঙ্গীর বাবুল, মোয়াজ্জেম হোসেন শিকদার, মুক্তার হোসেন, রাজু আহমেদ, শামসুজ্জামান সুজন, হাসনাত কবির মোবিন, বায়েজিদ হোসেন, মোঃ মঞ্জুর হোসেন, মোঃ লোকমান হোসেন, শেখ গোলাম মাহমুদ,  মোঃ আব্দুল লতিফ হৃদয়, এমজি ওয়াহিদ নাঈম, সাইফুল ইসলাম মানিক, রওনক আহমেদ, আতাউর রহমান, দীন ইসলাম দিনা, মোঃ মজিবুর রহমান, রাহাত হোসেন, মাজহার খান, গোপাল বিশ্বাস প্রমুখ।

এছাড়াও অনুষ্ঠান আয়োজনে সার্বিক সহযোগীতা প্রদান করেন ডেপুটি সেক্রেটারী এএসএম ওবায়দুল্লাহ,  পুলিশ সুপার জিয়াউল আহসান তালুকদার, পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ, সিনিয়র জেল সুপার জাহাঙ্গীর কবির, মোঃ গালিব খান, সাইদ আহমেদ রাজা, বাকির উদ্দীন ভূইয়া, মোঃ মাসুদুজ্জামান, মোঃ জিল্লুর রহমান, কাজী মুস্তাক আহমেদ, আমজাদ হোসেন, মোঃ মাহমুদুর রহমান, এএইচএম কামাল, ড. মোস্তফা কামাল রউফ, কাজী আবু সায়েম, মোঃ ইফতেখার আহমেদ চৌধুরী,  শের আলম পাভেল, ইসমাইল হোসেন, আসাদ জামান, খবিরুজ্জামান সৈকত প্রমুখ।

শিক্ষা বিভাগের আরো খবর
রমজান মাসের কোন কোন দিন প্রাইমারিসহ স্কুল-কলেজ খোলা থাকবে

রমজান মাসের কোন কোন দিন প্রাইমারিসহ স্কুল-কলেজ খোলা থাকবে

‘শরীফার গল্প’ রেখেই ষষ্ঠ থেকে নবম শ্রেণির বইয়ে হবে সংশোধন

‘শরীফার গল্প’ রেখেই ষষ্ঠ থেকে নবম শ্রেণির বইয়ে হবে সংশোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপ-উপাচার্য হলেন অধ্যাপক সীতেশ চন্দ্র বাছার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপ-উপাচার্য হলেন অধ্যাপক সীতেশ চন্দ্র বাছার

‍‍`শরিফ থেকে শরিফা‍‍` ইস্যুতে সুখবর দিলেন শিক্ষামন্ত্রী

‍‍`শরিফ থেকে শরিফা‍‍` ইস্যুতে সুখবর দিলেন শিক্ষামন্ত্রী

৫ জেলার স্কুল বন্ধ

৫ জেলার স্কুল বন্ধ

সকল শিক্ষাপ্রতিষ্ঠানে শনিবারের সাপ্তাহিক ছুটি কি বাতিল, যা জানা গেল

সকল শিক্ষাপ্রতিষ্ঠানে শনিবারের সাপ্তাহিক ছুটি কি বাতিল, যা জানা গেল