ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বয়সসীমা ৩৫ করার দাব‌ি‌তে শাহাব‌া‌গে আন্দোলন


গো নিউজ২৪ | বিনোদন প্রতিবেদন: প্রকাশিত: অক্টোবর ২০, ২০১৮, ০২:৩৮ পিএম আপডেট: অক্টোবর ২০, ২০১৮, ০৮:৩৮ এএম
বয়সসীমা ৩৫ করার দাব‌ি‌তে শাহাব‌া‌গে আন্দোলন

চাকরীতে বয়সসীমা ৩৫ করার দাবিতে শাহাবাগে জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নিয়েছে আন্দোলনকারীরা। আজ সকাল ১১টা থেকে শুরু হয়ে যতক্ষণ পর্যন্ত চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছরে উন্নীত না হবে ততক্ষণ পর্যন্ত তারা রাস্তায় শুয়ে থেকে তাদের এই প্রতিবাদ জানাবে। 

তাদের মধ্যে ১২ জন কাফনের কাপড় পরে রাস্তায় শুয়ে থেকে প্রতিবাদ জানায়। আন্দোলনকারীদের প্রত্যেকের হাতেই “চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ চাই” লেখা প্লাকার্ড দেখা যায়। দুপুর ১২:৩০ মিনিটে স্পার্ক ফর সেরেনিটি(Spark for Serenity) প্রতিষ্ঠাতা সভাপতি ও নারী নির্যাতন প্রতিরোধ আন্দোলনের যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার অদ্রিকা এষণা পূর্বাশা ৩৫ এর আন্দোলনের সাথে একাগ্রতা প্রকাশ করেন। 

তিনি তার বক্তব্যে বলেন, ‘চাকরীতে প্রবেশের বয়সসীমা ৩০ বছরে সীমাবদ্ধ রাখায় এদেশের আর্থ-সামাজিক উন্নয়নে খুব খারাপ ভাবে প্রভাব ফেলছে। যে মানুষ নিজের ভবিষ্যৎ নিয়ে শঙ্কায় থাকে সে মানুষ তার দেশকে কি দেবে?’

সংগঠনটির আহ্বায়ক সঞ্জয় দাস বলেন, আমরা দীর্ঘ ৬ বছর ধরে চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর করার দাবী জানিয়ে আসছি, সম্পূর্ণ অহিংস পদ্ধতিতে আমাদের এই দাবী বাস্তবায়নের জন্য আন্দোলন করে আসছি দীর্ঘ সময় ধরে, আমরা ইতোমধ্যেই মহামান্য রাষ্ট্রপতির সাথে ৩৫ বাস্তবায়নের জন্য দেখা করেছি। আমাদের দৃঢ় বিশ্বাস বর্তমান সরকার অতি শীঘ্রই আমাদের এই দাবী মেনে নিয়ে আবারও প্রমান করে দিবেন যে বাংলাদেশে এখনো অহিংস পদ্ধতিতে দাবী আদায় করা সম্ভব।

উল্লেখ্য, চাকরিতে আবেদনের বয়সসীমা ৩০ বছর থেকে বাড়িয়ে ন্যূনতম ৩৫ বছর করার প্রস্তাব করেন বর্তমান মহামান্য রাষ্ট্রপতি এ্যডভোকেট আব্দুল হামিদ (স্পিকার থাকাকালীন অবস্থায়) ২০১২ সালের ৩১ জানুয়ারি। সেই ২০১২ সাল থেকেই চাকরিতে আবেদনের বয়সসীমা ন্যূনতম ৩৫ বছরে উন্নীত করার দাবী জানিয়ে আসছে সংগঠনটি। দাবীটি একাধিকবার মহান জাতীয় সংসদে বিভিন্ন সংসদ সদস্য দ্বারা উথাপিত হয়েছে। এদের মধ্যে ছিলেন বিরোধী দলীয় নেত্রী বেগম রওশন এরশাদ, বেগম খোরশেদ আরা হক, মঈন উদ্দীন খান বাদল,  রুস্তম আলি ফরাজি প্রমূখ। 

গত ২৭ জুন, ১০ সেপ্টেম্বর ও সর্বশেষ গত ১১ অক্টোবর জনপ্রশাসন মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটি চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ বছরে উন্নীত করার সুপারিশ করেন।  সংগঠনটি এই দাবী আদায়ের লক্ষ্যে অহিংস পদ্ধতিতে মানববন্ধন, র‍্যালি, প্রতীকি প্রতিবাদ, বিক্ষোভ, সমাবেশ ও অনশন করেছে। যদিও অনেকেই বলছেন বর্তমানে দেশে সেশনজট নেই কিন্তু পূর্ববর্তী সেশনজটের শিকার এই ছাত্র-ছাত্রীরা তাদের সেশনজটে হারিয়ে যাওয়া সেই বছর গুলো ফেরত চান। 

কেননা এই হারিয়ে যাওয়া বছর গুলোর দ্বায়ভার রাষ্ট্রের উপরই বর্তায়। যদিও আন্দোলনটি ২০১২ সাল থেকে চলছে, কিন্তু একাধিকবার বিভিন্ন মহল থেকে বয়স বাড়ানোর কথা বলা হলেও তা এখনো বাস্তবতার মুখ দেখেনি। যেখানে গত ছয় বছরে বয়সসীমা বাড়েনি, সেখানে অনেকেই বলছেন নির্বাচনের পরে বয়সসীমা বাড়বে। এই রকম আশ্বাসে আন্দোলনকারীরা বিশ্বাস রাখতে পারছেন না। তাই এই দাবী আদায় না হওয়া পর্যন্ত তাদের এই অবস্থান কর্মসূচি চলবে।

গো নিউজ২৪/জাবু

শিক্ষা বিভাগের আরো খবর
রমজান মাসের কোন কোন দিন প্রাইমারিসহ স্কুল-কলেজ খোলা থাকবে

রমজান মাসের কোন কোন দিন প্রাইমারিসহ স্কুল-কলেজ খোলা থাকবে

‘শরীফার গল্প’ রেখেই ষষ্ঠ থেকে নবম শ্রেণির বইয়ে হবে সংশোধন

‘শরীফার গল্প’ রেখেই ষষ্ঠ থেকে নবম শ্রেণির বইয়ে হবে সংশোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপ-উপাচার্য হলেন অধ্যাপক সীতেশ চন্দ্র বাছার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপ-উপাচার্য হলেন অধ্যাপক সীতেশ চন্দ্র বাছার

‍‍`শরিফ থেকে শরিফা‍‍` ইস্যুতে সুখবর দিলেন শিক্ষামন্ত্রী

‍‍`শরিফ থেকে শরিফা‍‍` ইস্যুতে সুখবর দিলেন শিক্ষামন্ত্রী

৫ জেলার স্কুল বন্ধ

৫ জেলার স্কুল বন্ধ

সকল শিক্ষাপ্রতিষ্ঠানে শনিবারের সাপ্তাহিক ছুটি কি বাতিল, যা জানা গেল

সকল শিক্ষাপ্রতিষ্ঠানে শনিবারের সাপ্তাহিক ছুটি কি বাতিল, যা জানা গেল