ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ঈদের ছুটিতে বাসার মালামাল লুট, অচেতন দম্পতির মৃত্যু


গো নিউজ২৪ | নিজস্ব প্রতিনিধি: প্রকাশিত: আগস্ট ২৬, ২০১৮, ০৮:৪৯ পিএম
ঈদের ছুটিতে বাসার মালামাল লুট, অচেতন দম্পতির মৃত্যু

ঢাকা : ঈদের ছুটিতে রাজধানীর ডেমরার সারুলিয়া এলাকায় ভাড়াটিয়া বাসায় ঢুকে বৃদ্ধ দম্পতিকে অচেতন করে মালামাল লুটের ঘটনা ঘটেছে। ঘটনার পর ওই দম্পতিকে অচেতন অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতরা হলেন- সাহেরা খাতুন (৬০) ও তার স্বামী আব্দুস সাত্তার (৭৫)।

রোববার বিকেলে ডেমরার সারুলিয়া এলাকার একটি বাসায় এ ঘটনা ঘটে। 

ওই দম্পতির ছেলে মো. আমিনুল ইসলাম জানান, শনিবার (২৫ আগস্ট) কয়েকজন নারী বাসা ভাড়ার কথা বলে বাসায় আসেন। রোববার সকালে আমি কর্মস্থলে চলে যাই। আমার স্ত্রী-সন্তান ঈদের আগে গ্রামের বাড়ি গেছে। বাসায় বাবা-মা ছিলেন।

পরে সংবাদ শুনে বাসায় এসে দেখি দু’জন অচেতন অবস্থায় পড়ে আছেন। পরে প্রতিবেশীদের সহযোগিতায় তাদের উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে আসি। 

তিনি আরো বলেন, বিকেলে ৪ থেকে ৫ জন নারী বাসায় আসেন। এসময় তারা বাবা-মার মাথায় মেহেদী দিয়ে দেন। তারা বাসায় অনেক সময় অবস্থান করেছিলেন। পরে বাসা নিরব দেখে প্রতিবেশীরা ডাকতে গিয়ে দেখেন তারা দু’জনেই অচেতন অবস্থায় পড়ে আছেন। বাসার ভেতরের মালামাল এলোমেলো। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিদ্দিকুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিস্তারিত জেনে জানানো যাবে।

 

গো নিউজ২৪/আই

জাতীয় বিভাগের আরো খবর
টয়লেটসহ একাধিক সুবিধা নিয়ে দেশে আসছে ছাদখোলা দোতলা ট্যুরিস্ট বাস

টয়লেটসহ একাধিক সুবিধা নিয়ে দেশে আসছে ছাদখোলা দোতলা ট্যুরিস্ট বাস

‘রপ্তানিযোগ্য হারবাল প্রডাক্টের উৎপাদন প্রক্রিয়া ও মান উন্নয়ন’ প্রশিক্ষণ কর্মশালা

‘রপ্তানিযোগ্য হারবাল প্রডাক্টের উৎপাদন প্রক্রিয়া ও মান উন্নয়ন’ প্রশিক্ষণ কর্মশালা

পাঠ্যবইয়ের সংশোধনসহ সচিবদের একগুচ্ছ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

পাঠ্যবইয়ের সংশোধনসহ সচিবদের একগুচ্ছ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

শাহজালাল বিমানবন্দরে মাসুদের কাছে পাওয়া গেল ৩ কেজি সোনা

শাহজালাল বিমানবন্দরে মাসুদের কাছে পাওয়া গেল ৩ কেজি সোনা

ইজতেমায় এক বদনা পানি ১০ টাকা!

ইজতেমায় এক বদনা পানি ১০ টাকা!

হজে যাওয়ার মানুষ পাওয়া যাচ্ছে না, দফায় দফায় সময় বাড়াচ্ছে মন্ত্রণালয়

হজে যাওয়ার মানুষ পাওয়া যাচ্ছে না, দফায় দফায় সময় বাড়াচ্ছে মন্ত্রণালয়