ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

তোমরাই একদিন নোবেল জয়ী হবে : সাইন্স ফেস্টিভ্যালে কুবি উপাচার্য


গো নিউজ২৪ | শাহাদাত বিপ্লব, কুবি প্রতিনিধি: প্রকাশিত: আগস্ট ৮, ২০১৮, ০৭:৫৩ পিএম
তোমরাই একদিন নোবেল জয়ী হবে : সাইন্স ফেস্টিভ্যালে কুবি উপাচার্য

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সাইন্স ক্লাবের আয়োজনে প্রথম বারের মতো অনুষ্ঠিত হলো ‘সাইন্স ফেস্টিভ্যাল-২০১৮’। বুধবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিজ্ঞান প্রদর্শনী, আলোচনা অনুষ্ঠান ও পুরষ্কার বিতরণের মধ্য দিয়ে দিনব্যাপী চলে এ অনুষ্ঠান।

সকালে বেলুন উড়িয়ে এ ফেস্টিভ্যালের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী। পরে বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের তৈরি বিজ্ঞান সম্পর্কিত প্রোজেক্টগুলো প্রদর্শন করেন উপাচার্যসহ অন্যান্য অতিথিরা। 

দুপুর ১২টার দিকে শিক্ষার্থীরা সাইন্স ক্লাবের আয়োজনে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। এর মধ্যে ছিলো সাইন্স অলিম্পিয়াড, পোস্টার প্রেজেন্টেশন, রুবিক্স কিউব প্রতিযোগিতা ও আইডিয়া কন্টেস্ট। দিনব্যাপী এ আয়োজনে স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের এক হাজারেরও বেশি শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

বিকেলে বিশ্ববিদ্যালয়ের পরিবহন মাঠে আলোচনা অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। 

আলোচনা অনুষ্ঠানে শাখাওয়াত শাওন ও তাসমীমের উপস্থাপনায় এবং সংগঠনটির সভাপতি ওবায়দুল হক অবির সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (চলতি দায়িত্ব) ড. মো. আবু তাহের, বিজ্ঞান অনুষদের ডিন ড. এ. কে. এম. রায়হান উদ্দিন, প্রকৌশল অনুষদের ডিন ড. সজল চন্দ্র মজুমদার, প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ পরমানু শক্তি কমিশন প্লাজমা ফিজিক্স বিভাগের প্রধান ও বিশিষ্ট বিজ্ঞনী ড. মো. খাইরুল ইসলাম। এছাড়া সাইন্স ক্লাবের মডারেটর ও গণিত বিভাগের সহকারী অধ্যাপক জিল্লুর রহমানসহ বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ ও প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। 

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, আজ কুমিল্লা বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাব ক্ষুদে বিজ্ঞানী খুজে বের করছে। তোমরা যারা আজ এখানে বিজয়ী হয়েছ তারা একদিন দেশ সেরা হবে। একদিন বিভিন্ন দেশে অনুষ্ঠিত প্রতিযোগিতায় অংশগ্রহণ করে সেখানেও জয় লাভ করে একসময় তোমরাই নোবেল জয়ী হবে। তোমাদের মধ্যে সেই সম্ভাবনাই দেখা যাচ্ছে। এসময় তিনি শিক্ষার্থীদের বিজ্ঞান এবং দেশ নিয়ে ভাবতে অনুপ্রাণিত করেন।

অনুষ্ঠানের শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার ও অংশগ্রহনকারীদের সনদপত্র বিতরণ করেন অতিথিরা। এর আগে সাইন্স ক্লাবের প্রথম প্রকাশনা 'বিজ্ঞান কথন'র মোড়ক উন্মোচন করেন অতিথিরা। 

অনুষ্ঠানটির সহযোগিতায় ছিল কুমিল্লা বিশ্ববিদ্যালয় গণিত ক্লাব, ফার্মেসি সোসাইটি, পরিসংখ্যান সোসাইটি, কেমিক্যাল সোসাইটি ও নেসক্যাফে।


গো নিউজ২৪/আই

শিক্ষা বিভাগের আরো খবর
রমজান মাসের কোন কোন দিন প্রাইমারিসহ স্কুল-কলেজ খোলা থাকবে

রমজান মাসের কোন কোন দিন প্রাইমারিসহ স্কুল-কলেজ খোলা থাকবে

‘শরীফার গল্প’ রেখেই ষষ্ঠ থেকে নবম শ্রেণির বইয়ে হবে সংশোধন

‘শরীফার গল্প’ রেখেই ষষ্ঠ থেকে নবম শ্রেণির বইয়ে হবে সংশোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপ-উপাচার্য হলেন অধ্যাপক সীতেশ চন্দ্র বাছার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপ-উপাচার্য হলেন অধ্যাপক সীতেশ চন্দ্র বাছার

‍‍`শরিফ থেকে শরিফা‍‍` ইস্যুতে সুখবর দিলেন শিক্ষামন্ত্রী

‍‍`শরিফ থেকে শরিফা‍‍` ইস্যুতে সুখবর দিলেন শিক্ষামন্ত্রী

৫ জেলার স্কুল বন্ধ

৫ জেলার স্কুল বন্ধ

সকল শিক্ষাপ্রতিষ্ঠানে শনিবারের সাপ্তাহিক ছুটি কি বাতিল, যা জানা গেল

সকল শিক্ষাপ্রতিষ্ঠানে শনিবারের সাপ্তাহিক ছুটি কি বাতিল, যা জানা গেল