ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

রাবিতে ২৬৬ মুক্তিযোদ্ধা সন্তানকে শিক্ষাবৃত্তি প্রদান


গো নিউজ২৪ | নাজমুল মৃধা পাভেল, রাবি প্রতিনিধি: প্রকাশিত: মে ১২, ২০১৮, ০৭:৩৫ পিএম
রাবিতে ২৬৬ মুক্তিযোদ্ধা সন্তানকে শিক্ষাবৃত্তি প্রদান

রাজশাহী বিভাগের ২৬৬ শিক্ষার্থীকে মুক্তিযোদ্ধা শিক্ষাবৃত্তি দিয়েছে ভারতীয় হাই কমিশন। শনিবার সকালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) কাজী নজরুল ইসলাম মিলনায়তনে এ শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। ভারতীয় হাই কমিশন আয়োজিত এক অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা সন্তানদের হাতে এ শিক্ষাবৃত্তির চেক প্রদান করা হয়।

রাজশাহীতে নিযুক্ত ভারতীয় সহকারী হাই কমিশনার অভিজিৎ চট্টোপাধ্যায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে বৃত্তির চেক তুলে দেন প্রধান অতিথি রাজশাহীর সদর আসনের সাংসদ ফজলে হোসেন বাদশা।
 
অনুষ্ঠানে সাংসদ বলেন, রাজনৈতিক কারণে আমি কারাবরণ করেছি। অনেক নির্যাতনের শিকার হয়েছি। তবে মুক্তিযুদ্ধের চেতনা থেকে বিন্দুমাত্র পিছপা হইনি। মুক্তিযুদ্ধের পর থেকে থেকে ভারত আমাদের বন্ধুপ্রতিম দেশ ছিলো এখনো আছে।

তিনি বলেন, ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক কেবল রাজনৈতিক, কূটনৈতিক বা অর্থনৈতিক নয়; বরং এ সম্পর্ক ইতিহাস, ঐতিহ্য আর সংস্কৃতির। মুক্তিযোদ্ধা সন্তানদের দেওয়া এ শিক্ষাবৃত্তি আমাদের দুই দেশের বন্ধনকে আরও দৃঢ় করবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান। তিনি বলেন, যারা দেশের জন্য মুক্তিযুদ্ধ করেছে তারাই জাতির সূর্যসন্তান। অথচ বিএনপি-জামাত সরকার তাদের যথাযথ মূল্যায়ন করেনি।

এসময় অন্যান্যদের মধ্যে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহীর সহকারী ভারতীয় হাই কমিশনের দ্বিতীয় সচিব অজয় কুমার মিশ্র, রাজশাহী মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার ডা. আব্দুল মান্নান প্রমুখ।

দেশব্যাপী এ প্রকল্পের আওতায় আগামী পাঁচ বছরে মোট দশ হাজার মুক্তিযোদ্ধার সন্তানদের ৩৫ কোটি টাকা শিক্ষাবৃত্তি দেওয়া হবে। উচ্চ মাধ্যমিক পর্যায়ের প্রত্যেক শিক্ষার্থী এককালীন ২০ হাজার টাকা এবং স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীরা এককালীন ৫০ হাজার টাকা পাবে।


গো নিউজ২৪/আই

শিক্ষা বিভাগের আরো খবর
রমজান মাসের কোন কোন দিন প্রাইমারিসহ স্কুল-কলেজ খোলা থাকবে

রমজান মাসের কোন কোন দিন প্রাইমারিসহ স্কুল-কলেজ খোলা থাকবে

‘শরীফার গল্প’ রেখেই ষষ্ঠ থেকে নবম শ্রেণির বইয়ে হবে সংশোধন

‘শরীফার গল্প’ রেখেই ষষ্ঠ থেকে নবম শ্রেণির বইয়ে হবে সংশোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপ-উপাচার্য হলেন অধ্যাপক সীতেশ চন্দ্র বাছার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপ-উপাচার্য হলেন অধ্যাপক সীতেশ চন্দ্র বাছার

‍‍`শরিফ থেকে শরিফা‍‍` ইস্যুতে সুখবর দিলেন শিক্ষামন্ত্রী

‍‍`শরিফ থেকে শরিফা‍‍` ইস্যুতে সুখবর দিলেন শিক্ষামন্ত্রী

৫ জেলার স্কুল বন্ধ

৫ জেলার স্কুল বন্ধ

সকল শিক্ষাপ্রতিষ্ঠানে শনিবারের সাপ্তাহিক ছুটি কি বাতিল, যা জানা গেল

সকল শিক্ষাপ্রতিষ্ঠানে শনিবারের সাপ্তাহিক ছুটি কি বাতিল, যা জানা গেল