ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ব্লাকবোর্ডকে কম্পিউটার বানিয়ে ভাইরাল


গো নিউজ২৪ প্রকাশিত: মার্চ ১, ২০১৮, ০৫:১২ পিএম আপডেট: মার্চ ১, ২০১৮, ১১:১২ এএম
ব্লাকবোর্ডকে কম্পিউটার বানিয়ে ভাইরাল

ঘানার এক শিক্ষক তার শিক্ষার্থীদের কম্পিউটার শেখান কোন কম্পিউটার ছাড়াই। যা এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। কিন্তু কেন? যার বর্ণনা এসছে বিবিসিতে। ব্রিটিশ এই গণমাধ্যম জানিয়েছে যে, ঘানার কুমাসিতে এই শিক্ষকটি তার ব্লাকবোর্ডে অত্যন্ত সুক্ষ্ম এবং সুন্দরভাবে মাইক্রোসফট ওয়ার্ড প্রোগ্রামের ডায়াগ্রাম এঁকে ফেলেন। দেখে হতবাক হবার মতোই।

ফেসবুকে একটি পোস্টে তিনি সেই ছবি পোস্ট করেন এবং বলেন, ‘ঘানার স্কুলগুলোতে তথ্যপ্রযুক্তি শেখানোটা খুব হাস্যকর। লাখো বার এই ছবিটি অনলাইনে শেয়ার হবার পর মাইক্রোসফট প্রতিশ্রুতি দিয়েছে তাকে একটি নতুন কম্পিউটার পাঠিয়ে দেবে।

মাইক্রোসফটের প্রতিশ্রুতি। ছবি: টুইটার

অউরা কাওয়াদো নিকনেমধারী রিচার্ড আপিয়াহ আকোতো এই শিক্ষক জানান, আমি আমার ছাত্রছাত্রীদের ভালোবাসি। আর তাই আমি যা তাদের শেখাতে চাই তা যেন তারা ভালোভাবে বুঝতে পারে। সেই চেষ্টাই করি আমি।

তার স্কুলে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) কোর্সটি ২০১১ সালে চালু হবার পরও এখন পর্যন্ত কোনো কম্পিউটার ছিল না। তিনি বলেন, স্কুলের শিক্ষার্থীরা প্রথম কম্পিউটার কিবোর্ড চিনেছে কাগজে। মানে কিবোর্ডের ফটোকপিতে।

সেই শিক্ষক। ছবি: অনলাইন

তার এই প্রচেষ্টা সামাজিক মাধ্যমে ছড়ানোর পর থেকে ব্যাপকহারে প্রশংসিত হয় ফেব্রুয়ারির মাঝামাঝিতে। আকোতো আরও জানান, এটা আমার প্রথম আঁকা নয়। আমি এটা আগেও এঁকেছি। আমি ফেসবুকে এগুলো শেয়ার করি করতে পছন্দ করি। কিন্তু পোস্ট করার আগেও ভাবিনি যে এগুলো সবার এত নজর কাড়বে।

রোববার একজন উদ্যোক্তা রেবেকা এননচং মাইক্রোসফটকে একটি টুইট পাঠান। তাতে বলেন, তাদের প্রোডাক্ট না থাকা সত্ত্বেও সে সবাইকে কীভাবে এটি শেখাচ্ছে। তাই আপনাদের উচিৎ তার কাছে এই কম্পিউটার পৌছে দেওয়া। মঙ্গলবার মাইক্রোসফট উৎফুল্ল হয়ে সাড়া প্রদান করেছে এবং তাকে কম্পিউটারের যন্ত্রপাতি পৌঁছে দেওয়ার কথা জানিয়েছে।

গোনিউজ২৪/এমএফ

শিক্ষা বিভাগের আরো খবর
রমজান মাসের কোন কোন দিন প্রাইমারিসহ স্কুল-কলেজ খোলা থাকবে

রমজান মাসের কোন কোন দিন প্রাইমারিসহ স্কুল-কলেজ খোলা থাকবে

‘শরীফার গল্প’ রেখেই ষষ্ঠ থেকে নবম শ্রেণির বইয়ে হবে সংশোধন

‘শরীফার গল্প’ রেখেই ষষ্ঠ থেকে নবম শ্রেণির বইয়ে হবে সংশোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপ-উপাচার্য হলেন অধ্যাপক সীতেশ চন্দ্র বাছার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপ-উপাচার্য হলেন অধ্যাপক সীতেশ চন্দ্র বাছার

‍‍`শরিফ থেকে শরিফা‍‍` ইস্যুতে সুখবর দিলেন শিক্ষামন্ত্রী

‍‍`শরিফ থেকে শরিফা‍‍` ইস্যুতে সুখবর দিলেন শিক্ষামন্ত্রী

৫ জেলার স্কুল বন্ধ

৫ জেলার স্কুল বন্ধ

সকল শিক্ষাপ্রতিষ্ঠানে শনিবারের সাপ্তাহিক ছুটি কি বাতিল, যা জানা গেল

সকল শিক্ষাপ্রতিষ্ঠানে শনিবারের সাপ্তাহিক ছুটি কি বাতিল, যা জানা গেল