ঢাকা বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

কেউ আমার কিচ্ছুটি করতে পারবে না


গো নিউজ২৪ | নিজস্ব প্রতিবেদক: প্রকাশিত: ফেব্রুয়ারি ৭, ২০১৮, ০৩:৩৪ পিএম আপডেট: ফেব্রুয়ারি ৭, ২০১৮, ০৯:৩৪ এএম
কেউ আমার কিচ্ছুটি করতে পারবে না

ঢাকা : এসএসসি এক্সাম কোয়েশ্চেন ২০১৮ গ্রুপটি ০১৬৪০৭৩৪৩৭৮ ও ০১৭৬৪৪৩৯১০০ নম্বর দিয়ে প্রশ্ন বিক্রি করছে। ফেসবুক গ্রুপে পোস্ট দিয়ে বলছে, ‘আবারও প্রশ্ন ফাঁস করলাম…দাম ২,০০০ টাকা। বাকি হবে না।

এর মাধ্যমে এটা প্রমাণ হলো যে, প্রশ্ন ফাঁসকারীরা রীতিমতো ‘ওপেন চ্যালেঞ্জ’ ছুড়ে দিয়েছে! তারা প্রকাশ্যে মোবাইল ফোন নম্বর জানিয়ে প্রশ্ন বিক্রিই শুধু করছে না, পত্রপত্রিকায় ছাপা হওয়া খবরকে ব্যঙ্গ করার স্পর্ধা দেখাচ্ছে।

‘এসএসসি এক্সাম কোয়েশ্চেন ২০১৮’ এর ফেসবুক গ্রুপে বলা হচ্ছে, এর পরও আমরা ফাঁস করেছি এবং করে যাব। ওই নম্বরে ফোন করলে জোরগলায় বলা হচ্ছে, ‘কেউ আমার কিচ্ছুটি করতে পারবে না।’

প্রশ্নের বিষয়ে জানতে ফোন করলে বলে হচ্ছে, পরীক্ষাটির প্রশ্নপত্র তাদের হাতে, টাকা দিলে রাতের মধ্যেই মূল প্রশ্নের কপি ফেসবুক বা হোয়াটসঅ্যাপে বুঝিয়ে দেওয়া হবে। এছাড়া রাজধানীর পুরান ঢাকার বকশীবাজারে গেলে হাতে হাতেও নেওয়া যাবে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘পাঁচ বছর ধ্যান করেন, তার পরই বুঝতে পারবেন ক্যামনে আমরা প্রশ্ন পাই।

ফেসবুকে আরো কিছু গ্রুপেও অনেকে ভুয়া, কেউ বা নিজস্ব আইডি দিয়ে প্রশ্ন বিক্রির প্রস্তাব দিচ্ছিল। যেমন—Rakib Hassan ০১৭৭৪০২৮৩২৪, Hasan Mahmud ০১৭০৬৭৪৩৯২৭, Asraful Islam ০১৭৮০৩৭৬৪১৪, Md Sagor Islam ০১৭৫৫২৩০২৯৭, আরফান রানা ০১৭৭৪২৫৮০৯৮, Sakib Khan ০১৭০৪২১৪১০৪, Md Abir Ahamed ০১৭৬৮৪১৩২৬২, আসিফ হুদা আকরাম ০১৭৭৩৮৯১৬২২, Md Rakib Hasan ০১৭৬১২৩২২৭৮, Hasan Mahmud ০১৭০৬৭৪৩৯২৭, Ovizet Ray ০১৭০৭৪১২৮৩২, Niloy Ahmed ০১৭০১৫৭৯৮১৪, Ssc Hsc Dakhil Alim 100% Common Orginal Bord Copy ০১৭৮৬৯০৩১০০, পেত্নির বয়ফ্রেন্ড (ব্যাড বয়) ০১৯৯৪৬৫৩৯৩৭, Md Rahul ০১৮৩১৮৩৩৪৭৬, Hamim Sami ০১৭৭৯৭৩৩৮২২, MD Bijoy Khaný ০১৯৯৫৯২৯৭২৫, Jahangir Alom ০১৮২৮৫৯০৯২০, PSC JSC SSC HSC Honors Degree All Exam 100% Out ০১৭৭৯৭৩৩৮২২ প্রভৃতি।

অনুসন্ধান চালিয়ে বোঝা যায়, এসব আইডি ব্যবহারকারীরা পরিচয় লুকাতে ব্যক্তিগত তথ্য প্রোফাইলে রাখেনি। তবে SSC Question Out SSC EXAM 2018 bv নামের গ্রুপের অ্যাডমিন হিসেবে পাওয়া যায় Md Moshiur Rahman আইডি।

পেশা লেখা Web Developers at Freelancer। শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে ফরিদপুর পলিটেকনিক ইনস্টিউিউট, বাহরুল আলম দাখিল মাদরাসা, ফরিদপুর জিলা স্কুলের নাম দেওয়া আছে। Hamim Sami নিজেকে ফেনী ক্রিকেট ক্লাবের সদস্য লিখেছে। প্রশ্নের দাম হাঁকা হচ্ছিল ২০০ টাকা থেকে দুই হাজার টাকা।

‘Rakib Hassan’ আইডি’র ০১৭৭৪০২৮৩২৪ নম্বরে যোগাযোগ করা হলে একজন ফোন ধরে বলে, সে ইংরেজি প্রথম পত্রের প্রশ্নপত্র বিক্রি করছে, তার লক্ষ্য ১০ থেকে ১২ হাজার টাকা আয়। কেন এ অপরাধ করছে—প্রশ্ন করা হলে বেকারত্বের অজুহাত তোলে। সে স্বীকার করে আইডির নামটি তার নিজের নয়, ফোন নম্বরটিও অন্য কারো নামে নিবন্ধিত, সে বেশি টাকা দিয়ে কিনেছে।

কেউ কেউ প্রশ্নের ওপরের অংশের কপিও দিচ্ছিল হাতে প্রশ্ন আছে বোঝাতে। একটি প্রশ্নপত্রে কোড লেখা ছিল : পেয়ারা, ৩০১, খ সেট, ৭/২০১৮। বোর্ডের প্রশ্ন ফাঁস ব্যাংক নামের পেজে কলাম মেলাতে হয় এমন একটি প্রশ্ন হুবহু তুলে দেওয়া হয় বিশ্বস্ততা বাড়াতে।


 গো নিউজ২৪/আই

শিক্ষা বিভাগের আরো খবর
রমজান মাসের কোন কোন দিন প্রাইমারিসহ স্কুল-কলেজ খোলা থাকবে

রমজান মাসের কোন কোন দিন প্রাইমারিসহ স্কুল-কলেজ খোলা থাকবে

‘শরীফার গল্প’ রেখেই ষষ্ঠ থেকে নবম শ্রেণির বইয়ে হবে সংশোধন

‘শরীফার গল্প’ রেখেই ষষ্ঠ থেকে নবম শ্রেণির বইয়ে হবে সংশোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপ-উপাচার্য হলেন অধ্যাপক সীতেশ চন্দ্র বাছার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপ-উপাচার্য হলেন অধ্যাপক সীতেশ চন্দ্র বাছার

‍‍`শরিফ থেকে শরিফা‍‍` ইস্যুতে সুখবর দিলেন শিক্ষামন্ত্রী

‍‍`শরিফ থেকে শরিফা‍‍` ইস্যুতে সুখবর দিলেন শিক্ষামন্ত্রী

৫ জেলার স্কুল বন্ধ

৫ জেলার স্কুল বন্ধ

সকল শিক্ষাপ্রতিষ্ঠানে শনিবারের সাপ্তাহিক ছুটি কি বাতিল, যা জানা গেল

সকল শিক্ষাপ্রতিষ্ঠানে শনিবারের সাপ্তাহিক ছুটি কি বাতিল, যা জানা গেল