ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ইংরেজি দ্বিতীয় পত্রের প্রশ্নও ফাঁস


গো নিউজ২৪ | মাদারীপুর প্রতিনিধি: প্রকাশিত: ফেব্রুয়ারি ৭, ২০১৮, ০১:২৭ পিএম আপডেট: ফেব্রুয়ারি ৭, ২০১৮, ০৯:০৭ এএম
ইংরেজি দ্বিতীয় পত্রের প্রশ্নও ফাঁস

আবারোও প্রশ্ন ফাঁস। এবার এসএসসি পরীক্ষার ইংরেজি দ্বিতীয়পত্র প্রশ্ন ফাঁসের অভিযোগে একজনকে আটক করেছেন জেলা প্রশাসক ও পুলিশ। পরে প্রশ্ন ফাঁসকারীর বিরুদ্ধে মামলা করা হয়।

বুধবার সকাল সাড়ে ৯টার দিকে এই ঘটনা ঘটে।

জেলা প্রশাসন ও পুলিশ জানায়, সকালে ঈগল পরিবহনে ঢাকা থেকে বরগুনা যাওয়ার সময় জোয়ায়দুল ইসলাম নামে একজন যুবক মাদারীপুরের মস্তফাপুর এলাকায় এসে এসএসসি পরীক্ষার ইংরেজি দ্বিতীয়পত্র প্রশ্ন মোবাইলে ফেসবুক দিয়ে বিভিন্ন শিক্ষার্থীদের সরবরাহ করছিল। এসময় পাশের সিটে থাকা অপর যাত্রী লিটন বৈরাগী প্রশ্ন ফাঁসের বিষয়টি বুঝতে পেরে অন্যদের জানায়।

তখন স্থানীয়রা পরিবহনটি আটক করে জেলা প্রশাসক মো. ওয়াহিদুল ইসলাম ও পুলিশে খবর দেয়। পরে জেলা প্রশাসন ও পুলিশ হাতেনাতে প্রশ্নের কপিসহ তাকে আটক করে।

আটক ওই যুবক ঢাকার একটি প্রাইভেট ভার্সিটির ছাত্র বলে দাবি করেছেন। তিনি একটি ফেসবুক পেইজের মাধ্যমে প্রশ্ন সরবরাহ করে ৫শ টাকার বিনিময়ে একজন ছাত্রকে দিতে বলে প্রাথমিকভাবে স্বীকার করেছেন।

তিনি বরগুনার আব্দুস ছাত্তার চোকদারের ছেলে।

এ ব্যাপারে জেলা প্রশাসক ওয়াহিদুল ইসলাম জানান, আটক ব্যক্তির মোবাইল চেক করে সত্যতা পাওয়া যায়। পরে আজকের পরীক্ষার প্রশ্নের সাথে ফাঁস হওয়া প্রশ্নের হুবহু মিল পাওয়া যায়। একই সাথে প্রশ্নের উত্তরও পাওয়া যায়। তার বিরুদ্ধে নিয়মিত মামলার প্রস্তুতি নেয়া হচ্ছে।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সৈয়দ ফারুক আহম্মদ ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আল মামুন উপস্থিত ছিলেন।

গো নিউজ২৪/এমআর

শিক্ষা বিভাগের আরো খবর
রমজান মাসের কোন কোন দিন প্রাইমারিসহ স্কুল-কলেজ খোলা থাকবে

রমজান মাসের কোন কোন দিন প্রাইমারিসহ স্কুল-কলেজ খোলা থাকবে

‘শরীফার গল্প’ রেখেই ষষ্ঠ থেকে নবম শ্রেণির বইয়ে হবে সংশোধন

‘শরীফার গল্প’ রেখেই ষষ্ঠ থেকে নবম শ্রেণির বইয়ে হবে সংশোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপ-উপাচার্য হলেন অধ্যাপক সীতেশ চন্দ্র বাছার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপ-উপাচার্য হলেন অধ্যাপক সীতেশ চন্দ্র বাছার

‍‍`শরিফ থেকে শরিফা‍‍` ইস্যুতে সুখবর দিলেন শিক্ষামন্ত্রী

‍‍`শরিফ থেকে শরিফা‍‍` ইস্যুতে সুখবর দিলেন শিক্ষামন্ত্রী

৫ জেলার স্কুল বন্ধ

৫ জেলার স্কুল বন্ধ

সকল শিক্ষাপ্রতিষ্ঠানে শনিবারের সাপ্তাহিক ছুটি কি বাতিল, যা জানা গেল

সকল শিক্ষাপ্রতিষ্ঠানে শনিবারের সাপ্তাহিক ছুটি কি বাতিল, যা জানা গেল