ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

জেএসসি পরীক্ষায় গোলযোগের দায়ে আ.লীগ নেতার কারাদণ্ড


গো নিউজ২৪ | নিউজ ডেস্ক প্রকাশিত: নভেম্বর ৯, ২০১৭, ০৫:০১ পিএম আপডেট: নভেম্বর ৯, ২০১৭, ১১:০৭ এএম
জেএসসি পরীক্ষায় গোলযোগের দায়ে আ.লীগ নেতার কারাদণ্ড

কুষ্টিয়ায় জেএসসি পরীক্ষা চলাকালে একটি কেন্দ্রে গোলযোগের ঘটনায় আওয়ামী লীগের এক নেতাকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার সকালে মিরপুর পাইলট উচ্চমাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।

মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম এস এম জামাল আহমেদ রুহুলকে এই সাজার রায় দেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, পরীক্ষা চলাকালে কেন্দ্রের প্রধান ফটক দিয়ে ঢুকার চেষ্টা করেন স্থানীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রুহুল আলম বিশ্বাস। এ সময় বাধা দিলে রুহুল আলম বিশ্বাস পুলিশকে বলেন, ‘জানো আমি কে, আমাকে চেনো?’

এস এম জামাল আহমেদ বলেন, সকাল সাড়ে নয়টার দিকে মিরপুর পাইলট উচ্চমাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রের প্রধান ফটক দিয়ে মোটরসাইকেলে তিন আরোহী ভেতরে ঢোকার চেষ্টা করেন। এ সময় সেখানে দায়িত্বরত পুলিশ সদস্যরা তাঁদের গতিরোধ করেন। নাম–পরিচয় ও ভেতরে ঢোকার অনুমতি আছে কি না, জানতে চান। এ সময় রুহুল আলম বলেন, ‘জানো আমি কে? আমাকে চেনো?’

তিনি জানান, একপর্যায়ে পুলিশ সদস্যদের সঙ্গে রুহুলের বাগ্‌বিতণ্ডা হয়। ওই আওয়ামী লীগ নেতা পুলিশ সদস্যদের পোশাকেও হাত দেয়। বিষয়টি তাৎক্ষণিকভাবে ইউএনও ও ওসিকে জানালে তাঁরা সেখানে যান। এর ফাঁকে মোটরসাইকেলে থাকা দুজন পালিয়ে যান।

এস এম জামাল আহমেদ বলেন, ভ্রাম্যমাণ আদালতে রুহুল আলম নিজের ভুল স্বীকার করেন। মাথা গরম হয়ে যাওয়ায় এমন হয়েছে বলে জানান। পরে রুহুল আলমকে ১৯৮০ সালের পাবলিক পরীক্ষাসমূহ (অপরাধ) আইনে পরীক্ষাকেন্দ্রে গোলযোগ সৃষ্টির দায়ে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। তাঁকে কুষ্টিয়া জেলা কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।

গোনিউজ২৪/কেআর

শিক্ষা বিভাগের আরো খবর
রমজান মাসের কোন কোন দিন প্রাইমারিসহ স্কুল-কলেজ খোলা থাকবে

রমজান মাসের কোন কোন দিন প্রাইমারিসহ স্কুল-কলেজ খোলা থাকবে

‘শরীফার গল্প’ রেখেই ষষ্ঠ থেকে নবম শ্রেণির বইয়ে হবে সংশোধন

‘শরীফার গল্প’ রেখেই ষষ্ঠ থেকে নবম শ্রেণির বইয়ে হবে সংশোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপ-উপাচার্য হলেন অধ্যাপক সীতেশ চন্দ্র বাছার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপ-উপাচার্য হলেন অধ্যাপক সীতেশ চন্দ্র বাছার

‍‍`শরিফ থেকে শরিফা‍‍` ইস্যুতে সুখবর দিলেন শিক্ষামন্ত্রী

‍‍`শরিফ থেকে শরিফা‍‍` ইস্যুতে সুখবর দিলেন শিক্ষামন্ত্রী

৫ জেলার স্কুল বন্ধ

৫ জেলার স্কুল বন্ধ

সকল শিক্ষাপ্রতিষ্ঠানে শনিবারের সাপ্তাহিক ছুটি কি বাতিল, যা জানা গেল

সকল শিক্ষাপ্রতিষ্ঠানে শনিবারের সাপ্তাহিক ছুটি কি বাতিল, যা জানা গেল